রিয়াদ ইসলাম জলঢাকা
নীলফামারীর জলঢাকায় কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ই মার্চ ( মঙ্গলবার ) বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ড ব্রীজেরপাড় গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ও জলঢাকা পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ফজলুল হক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতীলীগ ও কৃষক সংগ্রাম পরিষদের উপজেলা শাখার সভাপতি হাসানুর রহমান হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামীম, সমাজ সেবক শফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড পৌর আওয়ামী নেতা মো: আব্দুস সামাদ ও শ্রী ডালিম চন্দ্র রায়, কৃষক সংগ্রাম পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইসলাম লিপু, তাঁতী লীগ জলঢাকা উপজেলা শাখার সদস্য তাহসিনা আক্তার সেমা।
অনুষ্ঠানে পৌরসভার ৫ নং ওয়ার্ড সহস্রাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। এসময় তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ড কালি মন্দির কাবা ডালা সুইস গেট সংলগ্ন নলিফের ডাঙ্গার সভাপতি ফুল চরন রায়কে মন্দির সংরক্ষণ করার জন্য নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বৃক্ষ রোপন করেন।