রুহুল আমিন,(নীলফামারী)
আইজিপি বাংলাদেশ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম’র পক্ষে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ এর সম্মাননা স্মারক, নগদ অর্থ সহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান।
আজ রবিবার (০৩ মার্চ) পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতে আইজিপি বাংলাদেশ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম’র পক্ষে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ এর সম্মাননা স্মারক, নগদ অর্থ সহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী।
উল্লেখ্য: জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান কালে ২০২৩ সালে কনস্টেবল আলী হায়দার মোঃ বদরুদ্দোজা চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেন। বাংলাদেশ পুলিশ তার এ আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।