সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

নান্দাইলে জুয়া খেলার আসর থেকে ০৮ জুয়াড়ী গ্রেফতার

যা যা মিস করেছেন

শেখ জহিরুল ইসলাম নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পূর্ব রাজাবাড়িয়া গ্রামের’ টিক্কেরচর বাজারের পশ্চিম পাশে হাছেন কবিরাজের পতিত জমিতে কতিপয় লোকজন দীর্ঘদিন ধরে তাস খেলার মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল সুমন আহম্মেদের নির্দেশে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদের তত্তাবধানে নান্দাইল থানা পুলিশ রোববার (১২ফেব্রুয়ারি) রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে ৮জন জুয়াড়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

জানাযায়, গোপন সংবাদের প্রেক্ষিতে নান্দাইল থানার পুলিশ ঘটনাস্থলে থেকে জুয়া খেলারত অবস্থায় মোঃ আজিজুল ইসলামের পুত্র তাইজুল ইসলাম (২৫), মোঃ কিতাব আলীর পুত্র মোঃ সুনু মিয়া (৪৫), আবুল কালামের পুত্র মোঃ হুমায়ুন কবির (২৩), হালিম উদ্দিনের পুত্র মহর উদ্দিন (৪৫), মৃত মিয়া হোসেনের পুত্র রসুল মিয়া (৪৫) সর্ব এলাকা পূর্ব রাজাবাড়ীয়া, কাছুম আলী আকন্দের পুত্র , মোঃ নজরুল ইসলাম(৫০), ফজলুল হকের পুত্র শফিকুল ইসলাম শরিফ (৩০), গ্রাম- উত্তর তারাপাশা, মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র আলামিন (৩৫), সাং-বরিল্লাকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে সাদা পুরাতন প্লাস্টিকের বিছানো বস্তা, বিভিন্ন রকমের তাস ১ বান্ডিল, একটি কমলা রংয়ের টর্চ লাইট, জুয়া খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন নোটের নগদ দুই হাজার তিনশত ছিয়ান্নবই টাকা আলামত হিসাবে তালিকা মূলে জব্দ করেন। এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের ৮ জুয়াড়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত জুয়াড়ীদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানার মামলা নং-১৬(২)২৪, ধারা- জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করে সকল আসামীদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security