শুক্রবার, জুলাই ২৬, ২০২৪

মধ্যনগরে নাশকতার মামলায় এম শহীদ সহ জামিন পেলেন বিএনপির নেতাকর্মীরা

যা যা মিস করেছেন

এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের দায়ের করা নাশকতা মামলায় সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহিদি হাসান সহ সবাইকে জামিন দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার দুপুরে মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন মধ্যনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।আদালতের বিচারক শুনানি শেষে এম শহীদ সহ পুলিশের দায়ের করা নাশকতা মামলার জামিন আবেদন মঞ্জুর করেন।জামিনের সত্যতা নিশ্চিত করে মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ বলেন,বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে মধ্যনগর উপজেলা বিএনপির অংঘ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে অবরোধ ও বিক্ষোভ মিছিল পালন করছিলাম।কিন্তু বর্তমান সরকারের পুলিশ বাহিনী বেআইনি ভাবে আমি সহ আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও কয়েকজনকে গ্রেপ্তার করে।আমরা মহামান্য হাইকোর্টে আগাম জামিনের জন্য আজ আবেদন করেছিলাম।আদালত আমাদের জামিন মঞ্জুর করেছে।বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বললে মামলা হামলার স্বীকার হতে হবেই।তার পরেও এই সরকারকে না হঠানো পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবই।উল্লেখ্য, বিএনপির ডাকা অবরোধের পক্ষে মিছিল ও অবরোধ পালন করার প্রস্তুতিকালে গত ১৩ নভেম্বর মধ্যনগর থানার উপপরিদর্শক রফিজুল মিয়া বাদি হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে নাশকতার মামলা দায়ের করেছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security