বুধবার, মে ৮, ২০২৪

গাজীপুরে আওয়ামী লীগের জয়-৪ টি আসনে, স্বতন্ত্র-১ টি

যা যা মিস করেছেন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলায় রয়েছে পাঁচটি সংসদীয় আসন।পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা আর একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে। বেসরকারী ফলাফলে দেখা যায় নৌকার মাঝি হিসেবে গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ আসনে রুমানা আলী, গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ও গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গাজীপুর-১ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২৩৭টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে আ ক ম মোজাম্মেল হক পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট।

গাজীপুর-২ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৭০টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে জাহিদ আহসান রাসেল নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে কাজী আলিম উদ্দিন বুদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৮০৪ ভোট।

গাজীপুর-৩ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে ১৮৩ ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে নৌকা প্রতীকের প্রার্থী রুমানা আলী পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭৪ ভোট।

গাজীপুর -৪ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১২২ ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।

গাজীপুর-৫ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১২৪ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৮১ হাজার ৪৭৭ ভোট পেয়ে ট্রাক প্রতীকে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহের আফরোজ চুমকি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার ৭৭৪ ভোট।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security