বুধবার, নভেম্বর ২২, ২০২৩

হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

যা যা মিস করেছেন

হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় আঃ মজিদ (৬৫) নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার কারবালা দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঃ মজিদ হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের মৃত কিচমত আলী ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রেল লাইনের ধারে বসে ছিলেন আঃ মজিদ। তিনি কানে কম শুনতেন, চোখে কম দেখতেন। কারবালা দিঘির পাড় এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা আবাসিক মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ