রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

টেকনাফে দেড় কেজি আইসসহ আটক-১

যা যা মিস করেছেন

কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৪০০ গ্রাম আইসসহ মীর কাশেম (৪৩) নামে এক মাদক সম্রাটকে আটক করেছে র‌্যাব-৭।
আটককৃত মাদক সম্রাট মীর কাশেম হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ার মৃত আলী হোছনের ছেলে।
বুধবার (২৩ আগস্ট) রাতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় বসতঘরে আইসের একটি বড় চালান আছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালানোর সময় কুখ্যাত মাদক সম্রাট মীর কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরে ঘরের কাঠের আলমারির ভেতর থেকে ১ কেজি ৪০০ গ্রাম আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের মূল্য সোয়া ৭ কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

More articles

সর্বশেষ