বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩

নারী নির্যাতনের মামলা নাওয়াজুদ্দিনের বিরুদ্ধে

যা যা মিস করেছেন

ভারতীয় অভিনেতা নাওয়াজুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা হয়েছে। অভিযোগকারিনীর দাবী, তিনি এবং তার ভাই ও কাজের লোকদের সঙ্গে মিলে তার গায়ে হাত তুলেছেন।

nawasuddin the mail bd

নওয়াজুদ্দিন যে হাউজিং সোসাইটিতে বসবাস করেন, সেটির পরিচালক সোনি দান্দেকরের কন্যা হিনা শেখ এই অভিযোগ করেন। নাওয়াজুদ্দিন এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে মুম্বাইয়ের ভারসোভা থানায় মামলা দায়ের করেছেন তিনি।

সোনি দান্দেকর বলেন, “আমরা ১৯৯৪ সাল থেকে এখানকার বাসিন্দা। নাওয়াজুদ্দিন এখানে মাত্র গত বছর এসেছেন এবং এখানকার পার্কিং- এ জায়গা দখল করে রেখেছেন।আমরা কয়েকবার নিষেধ করেছি, তাকে এই কথাও বলা হয়েছে যে ‘আপনি ফ্ল্যাটের মালিক, কিন্তু বাইরের জায়গা আপনার নয়’, কিন্তু তিনি কারো কথা শোনেননি।”

“আজকে (ঘটনার দিন) যখন আমার মেয়ে নাওয়াজুদ্দিনের দখল করা জায়গার ছবি তুলতে যায়, তার ভাই এবং সহযোগীরা তাকে ধাক্কা দেয় এবং আঘাত করে । তাই আমরা তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে গিয়ে তার বিরুদ্ধে মামলা করি।”

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ