ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি :
২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা, গয়হাটা ইউনিয়নের কলিয়া ব্লকের ঘিওরকোলে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বিকেলে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নাগরপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের সভাপতিত্ব ও উপ সহকারী মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসাইন শাকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহনুর ইসলাম। অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ সহকারী কর্মকর্তা নাজমা আক্তার, উপ সহকারী মো. ইব্রাহিম হোসেন, উপ সহকারী মো. আজাদ মিয়াসহ গণমাধ্যম কর্মী ও অত্র ব্লকের কৃষক, কৃষাণী বৃন্দ।
স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহনুর ইসলাম। তিনি তার বক্তব্যে কৃষক মাঠ দিবসের উদ্দেশ্যসহ ব্রি ৮৯ ধানের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ ছাড়াও কৃষকদের মধ্যে বক্তব্য দেন তোফায়েল আল মামুন তুহিন প্রমুখ