জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ২ রাউন্ড গুলি ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় সরিষাবাড়ী থানা পুলিশের টহলরত একটি দল উপজেলার বাউশী বাঙ্গালী পাড়ায় অভিযান চালিয়ে উক্ত এলাকার মুতালেবের ছেলে রুকনের ঘর থেকে এসব উদ্ধার করে।
দুপুরে সরিষাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে রুকন (৩৭) কে প্রধান আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এর দিকনির্দেশনায় এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে পৌর এলাকার বাউশী বাঙ্গালী পাড়া রুকনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রুকন পালিয়ে যান। ফলে অস্ত্র উদ্ধার হলেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, পৌর এলাকার বাউশী বাঙ্গালী পাড়া রুকনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
রুকনকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।