সোমবার, মে ২০, ২০২৪

আমাকে নির্বাচিত করলে এলাকার সার্বিক উন্নয়ন হবে

যা যা মিস করেছেন

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।

আপনারা কারো কথায় ও টাকায় প্রচারিত না হয়ে সঠিক ভাবে ভোট প্রদান করবেন, আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকার সার্বিক উন্নয়ন করব, এলাকাবাসীর উদ্দেশ্যে বললেন আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহীনা বেগম।
আসন্ন ৬ষ্ঠ বকশিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন তাই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক প্রার্থী তাদের নিজেদের প্রচার-প্রচারণার ব্যস্ত সময় অতিবাহিত করছেন। প্রত্যেকটি গ্রামগঞ্জে, হাটবাজারে, বাড়ি ঘর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে ও রাস্তায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় পর্বে নির্বাচনকালীন প্রতিশ্রুতি দিয়ে প্রচার-প্রচারণায় সবাই ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহিনা বেগম (সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা) ও বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ আবুল কালাম আজাদ (মেডিসিন) এর ছোট বোন। গত ৮ ই মে বুধবার ধানুয়া কামালপুর, সারমারা, পূর্ব ভাটিপাড়া, বগারচর, সুবাসপুর এলাকায় গণসংযোগ ও আলোচনা সভার আয়োজন করেন এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আমাকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করলে বকশীগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে উপহার দিবো। এবার জামালপুর বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ২১শে মে অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে।২ই মে জামালপুর জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। বকশীগঞ্জ উপজেলায় প্রতীক বরাদ্দদের মধ্যে রয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে আব্দুর রউফ তালুকদার (মোটরসাইকেল), আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার (ঘোড়া), আলহাজ্ব শাহিনা বেগম (আনারস), বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফরিং (কৈ মাছ), উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান (চশমা), মোঃ জহুরুল হক (উড়োজাহাজ), মোঃ শাহিনুর ইসলাম শাহীন (মাইক), মাওলানা শাহ্জালাল (টিউবওয়েল), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি (প্রজাপতি), জহুরা বেগম (হাঁস), তাহমিনা আক্তার পাখি (কলস), আমেনা শেখ (ফুটবল) প্রতীকে একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বকশীগঞ্জ উপজেলায় মোট ৭টি ইউনিয়নে ৫৩ টি কেন্দ্রের ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বকশীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৪৭৮ জন এর মধ্যেও পুরুষ ভোটার রয়েছে ৯২ হাজার ৫৪৮ জন ও নারী ভোটার রয়েছে ৯২ হাজার ৯২৯ জন ও আরও ১জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security