শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কবিরহাট থানার সীমানা প্রাচীর ভেতর আওয়ামী লীগ নেতাকে পেটানোর অভিযোগ

যা যা মিস করেছেন

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল কে থানার সীমানা প্রাচীর ভিতরে পুলিশ সামনে  পেটানোর অভিযোগ উঠেছে ধানশালিক  ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিনের বিরুদ্ধে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,গত ২৫ ই মার্চ (সোমবার) বিকাল ৪ ঘটিকার সময় ধানশালিক ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে চর গুল্লাখালী গ্রামে রিক্সা চালক নুরুল হক এর চলাচলের  রাস্তার সীমানা নিয়ে  দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়।

এই বিষয় ভুক্তভোগী পারভিন আক্তার বলেন, আমার স্বামী চলাচলের জায়গাটি কিনেছেন, এখানে তাদের কোন জায়গা নেই আমরা যখনই সীমানা দেই তখনই আমাদের সীমানা তুলে ফেলে নিলয়(২৬) ও রাসেল(৩০) ,তারা সীমানার জোর ধরে আমার বাড়িতে এসে বহিরাগত লোকজন নিয়ে আমার স্বামীকে হুমকি-ধমকি দেয়।

এ বিষয় নিয়ে আমি আমার শাশুড়ি  চেয়ারম্যান সাহাব উদ্দিন কে  জানালে তিনি বলেন আমি তাদের বিচার করতে পারবো না
বলে জানান।

গত ২৫মার্চ (সোমবার) বিকাল ৪ ঘটিকার সময় নিলয় ও রাসেল নেতৃত্বে বহিরাগত লোক এনে আমাদের উপর হামলা করে এতে গুরুতর ভাবে  তিন জন আহত হয় পরে  ৯৯৯ ফোন দিলে পুলিশ আসে । আহতরা হলেন মোঃ রহিম(৩২),নূর আলম(২২),বিবি কুলসুম(৫০), মোঃ সেলিম(৩০), ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারী রাসেল ও নিলয় কে গ্রেফতার করে নিয়ে যায় পরে তাদের ছেড়ে দেওয়া বলে দাবি করে পারভিন আক্তার।

ঘটনার বিষয়ে  ৬ নং ওয়াড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল বলেন,আমি একটা জানাযায় গিয়েছি সেখান থেকে এসে দেখি তিনজন মাটিতে পড়ে আছে  তাদের মাথা থেকে রক্ত ঝরছে  সাথে সাথে দেখলাম কবিরহাট থানা থেকে দারোগা প্রতাপ নেতৃত্বে  পুলিশ একটি টিম  আসে  এবং পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের দুজনকে গ্রেফতার করে। আমি আহতদের নিয়ে কবিরহাট থানার ওসির সাথে দেখা করতে গেলে থানার সীমানা প্রাচীর (দেয়াল) ঢোকার সাথে সাথে পিছন থেকে সাহাব উদ্দিন চেয়ারম্যান তারও দলবল নিয়ে আমার উপর হামলা করে,থানার ভেতর এবং বাহিরে দুই জায়গায় আমার উপর হামলা করে তারা। আমাদের কে থানার ভেতরে ঢুকতে দেয়নি পরবর্তীতে  আহতদের নিয়ে সদর হাসপাতালে যাওয়ার পথে  রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে আবারো আমার উপর আবাও হামলা করে তারা।

এ বিষয় নিয়ে নিলয় ও রাসেল বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায় নাই।

নাম না প্রকাশ্যে ইচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলে মূলত চেয়ারম্যান ব্যাপারটা নিয়ে দুই পক্ষকে শান্ত হওয়ার জন্য থানার ভিতরে অনুরোধ করেন  চেয়ারম্যান কারো গায়ে হাত তুলতে আমরা দেখি নাই।

হামলার ঘটনা বিষয় নিয়ে ধানশালিক ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন আমি বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইজবুক) লাইভ  করে আসল ঘটনাটি তুলে ধরব।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির  বলেন থানার ভেতর কোন মারামারি হয় নাই, আমার কাছে  ৯৯৯ থেকে কল আসার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পাঠিয়েছি । থানার ভিতরে থাকা সিসি ক্যামেরা  পর্যবেক্ষণ করে দেখা যায় ২৫ ই মার্চ রাত ৮টায় থানার সীমানা প্রাচীরের ভিতরে সিসি ক্যামেরাটি ত্রুটি জনিত(ইন্টোরিয়াল ডেকোরেশন) কারণে বন্ধ থাকে অন্য একটি ক্যামেরাতে দেখা যায় চেয়ারম্যান সহ কিছু লোকজন থানার ভিতরে চলাফেরা করছে ,তবে থানার  ভিতরে মারামারি কোন দৃশ্য সিসি ক্যামেরায় দেখা যায়নি সব  দৃশ্য স্বাভাবিক ছিলো।  ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির আরো বলেন  ঘটনার বিষয় এখনো কেউ অভিযোগ দেয় নাই দিলে তদন্ত করে ব্যবস্থা নিবো।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security