বৃহস্পতিবার, মে ২, ২০২৪

সুনামগঞ্জের ৫টি আসনে বিজয়ী হলেন যারা

৪টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র

যা যা মিস করেছেন

তানভীর আহমেদ:: সুনামগঞ্জ::
সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। শুধুমাত্র সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা নির্বাচিত হয়েছে।

সুনামগঞ্জ—১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৮ টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকার। প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯ হাজার ৯৮। নিকটতম প্রতিদ্বন্দ্বি মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৭৮০।

সুনামগঞ্জ—২ আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি। বেসরকারি ফলাফলে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। প্রাপ্ত ভোট ৮০ হাজার ১৩৯। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৯৯৪।

সুনামগঞ্জ—৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। প্রাপ্ত ভোট ১ লাখ ২৬ হাজার ৯৯৫। নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপির মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। প্রাপ্ত ভোট ৪ হাজার।

সুনামগঞ্জ—৪ আসনে মোট ভোট কেন্দ্র ১১২টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। প্রাপ্ত ভোট ৯০ হাজার ৫৯০। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। প্রাপ্ত ভোট ৩১ হাজার ৭২১।

সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৪টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। প্রাপ্ত ভোট ৪১ হাজার ১৭৪। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী। প্রাপ্ত ভোট ২৯ হাজার ১৫৭।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security