শুক্রবার, জুলাই ২৬, ২০২৪

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করব- স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী

যা যা মিস করেছেন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮৯ যশোর -৫ মনিরামপুর সংসদীয় আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির নির্বাহী সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

আজ মঙ্গলবার(২৬ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কুলটিয়া ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে ঈগল মার্কার পক্ষে পথসভা ও গণসংযোগ করেন।
এসময় কর্মী-সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ইয়াকুব আলীকে এক নজর দেখার জন্য মোড়ে মোড়ে নারীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এছাড়া তিনি প্রার্থী হওয়ায় অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেন।
গণসংযোগ ও পথসভায় বক্তৃতায় এস এম ইয়াকুব আলী বলেন, আমি দলমত নির্বিশেষে মানুষের বিপদে আপদে পাশে থাকায় ভোটাররা আমাকে নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাতে মনিরামপুর সংসদীয় আসন থেকে বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমি নির্বাচিত হলে যশোরের দুঃখ খ্যাত ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করবো ইনশাল্লাহ।

এছাড়া তিনি, ভোট কাটা,কেন্দ্র দখলসহ সকল প্রকার গুজব ও অপঃপ্রচারে কান না দিয়ে আগামী ৭ জানুয়ারি ভোটের দিন সকাল সকাল পরিবার ও আশেপাশের সকলে মিলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এমএম ফারুক হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামালহোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল রবি, উপজেলা কৃষক লীগ নেতা সুকৃতি বিশ্বাস, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রনয় চৌধুরী, উপজেলা কৃষকলীগের উপদেষ্টা ও মশিয়াহাটী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি কুমার মন্ডল,
যুবলীগ নেতা সবুজ ঘোষ, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আদিত্য মন্ডল,প্রভাত চক্রবর্তী, লিটন দাস, অবনী মোহন মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, মহিলা নেত্রী নবীনা রায়,বাসন্তী মন্ডলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security