মঙ্গলবার, জুলাই ২৩, ২০২৪

যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

যা যা মিস করেছেন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”- এই স্লোগান নিয়ে সারাদেশের ন্যায় যশোরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
দিবসটি উপলক্ষে আজ রবিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন যশোর ও বাংলাদেশ সড়ক পরিবহনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) আলী আহমেদ হাশমী, সিভিল সার্জন যশোরের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সহকারী পরিচালক মামুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটি যশোরের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রসাশক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার বলেন, রেজিস্টেশনবিহীন যানবাহন রেজিস্টেশনের আওয়াতায় আনতে হবে। প্রতিনিয়ম সড়কে দূর্ঘটনা ঘটছে। অনেক সময় দূর্ঘটনার কারণ সনাক্ত করা কঠিন হয়ে যায়। নিরাপদ সড়কের আন্দোলন দীর্ঘদিনের ১৮ সালে এটা নিয়ে আইন পাশ হয়। সর্বপরি সড়ককে নিরাপদ রাখতে প্রত্যেককে সচেতন হতে হবে।

এছাড়া জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, স্কুল -কলেজের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত চালককে চশমা উপহার দেওয়া হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security