বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪

বর্ষায় জমিয়ে খান আমোদী পোলাও

যা যা মিস করেছেন

বর্ষায় খিচুড়ির চেয়ে উপাদেয় পদ বোধহয় আর কিছু হয় না। তবে অনেকেরই একঘেয়ে খিচুড়ি মোটেই পছন্দ নয়। তাই স্বাদ বদলের জন্য বানিয়ে নিয়ে দেখতে পারেন আমোদী পোলাও। একদম অন্য স্বাদের এই পদটি পছন্দ হবে প্রায় সব ভোজন রসিকদেরই।

বর্ষায় জমিয়ে খান আমোদী পোলাও

৪-৫ জনের জন্য আমোদী পোলাও বানাতে লাগবে:

বাসমতী চাল: ৩৫০ গ্রাম।

 গাজর: ১টি।

বিনস: ১০০ গ্রাম।

মটরশুঁটি: ১০০ গ্রাম।

জিরে: ১ চামচ।

নুন স্বাদমতো।

কাঁচা লঙ্কা: ৪-৫টা।

পেঁয়াজকুচি: ১টি।

ঘি: ১ কাপ।

আখরোট: ৫০ গ্রাম।

আপেল: ১টা (কুচনো)।

আমোদী পোলাও বানানোর পদ্ধতি:

প্যনে ঘি গরম করে জিরে ফোড়ন দিন।

পেঁয়াজকুচি হালকা করে ভেজে সব সবজি ও চাল মেশান।

এর পর কিছুক্ষণ নাড়াচাড়া করে, ৩ কাপ জল দিন। চাল সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে, আখরোট কুচি আর আপেলের টুকরো ছড়িয়ে পরিবেশন করুন আমোদী পোলাও।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security