রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

নড়াইলে করোনা ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করলেন মাশরাফি বিন মোর্তুজা

মোঃ হাবিবুর রহমান (নড়াইল প্রতিনিধি) :

নড়াইলে করোনা ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় ওডিআই ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল ২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা।

এসময় জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান প্রথম টিকা গ্রহণ করেছেন।আজ ৭ (ফেব্রুয়ারী) রবিবার সকাল ১১টায় নড়াইল আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মসূচি শুরু হয়।

সিভিল সার্জন নাছিমা আক্তারের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ডোজ টিকা এসেছে। ১ হাজার জন রেজিস্ট্রেশন করেছেন। প্রথম ধাপে জেলায় ১৮ বছর বয়সের উর্দ্ধে ২৪ হাজার মানুষকে এ ভ্যাকসিন দেয়া হবে। নড়াইল সদর হাসপাতাল, লোহাগড়া ও কালিয়া উপজেলা হাসপাতালে একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হয়ে পরবর্তী ১৪ দিনে সম্পন্ন হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ