বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

১৫ই আগস্টের ছুটি বাতিল হলেও অফিস করেনি বশেমুরবিপ্রবির অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

সরকার কর্তৃক ১৫ আগষ্টের ছুটি বাতিল করলেও অফিস করতে দেখা যায়নি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অধিকাংশ কর্মকর্তা- কর্মচারীকে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় ও দুপুর ৪ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কর্মকর্তার অফিসে তালা মারা। কয়েকটা রুম খোলা থাকলেও সেখানেও অধিকাংশ ছিলেন অনুপস্থিত।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী প্রশাসনিক ভবনের সামনে সকাল দশটায় উপস্থিত হন। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের বাস ও মাইক্রোতে করে শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সমাধি থেকে ফিরে এসে অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী আর অফিস করেননি।

এই বিষয়ে বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান বলেন, “অফিস রুমেতো তালা মারা থাকার কথা না। আমরা আগামীকাল দেখব কে কে অফিসে আসেনি।”

এই বিষয়ে উপাচার্য ড.এ.কিউ.এম.মাহমুদ এর সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ