বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।

শুক্রবার দুপুর ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কারাগারের প্রধান ফটক বাইরে থেকে একটি পক্ষ ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে।

বিদ্রোহ দমনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।  তিনি আরও বলেন, ঘটনাস্থলের দিকে যাচ্ছে সেনাবাহিনী।

নগরের লালদীঘি এলাকার বাসিন্দারা জানান, কেন্দ্রীয় কারাগার ঘিরে ব্যাপক গোলাগুলি চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ