মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

দুর্ঘটনায় ৪ যুবলীগ কর্মী নিহত

যা যা মিস করেছেন

মেহেরপুরের মুজিবনগরে বৃহস্পতিবার সন্ধ্যার পর সড়ক দুর্ঘটনায় একজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজন নিহত হয়েছে। নিহত তিনজন ও আহতরা সকলেই যুবলীগ কর্মী।

বৃহস্পতিবার বিকালে জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান থেকে আগত মেহেরপুর জেলা শহরে আনন্দ মিছিল শেষে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনযোগে বাড়ি ফিরছিল। মুজিবনগর সড়কে চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে পৌছালে বিপরীতমুখী পাবনার একটি পিকনিক বাসের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় নসিমন গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে বাগোয়ান গ্রামের  নসিমন চালক কটাশেখের ছেলে টুকু ঘটনাস্থলেই মারা যায়। মিলু খার ছেলে  তুফান খা, ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম ও  হাবেল উদ্দীনের ছেলে আনিস হোসেন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

মারাত্মক আহত ১০ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন বাসটি পুড়িয়ে দেয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ