কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রকিব নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়নে বাড়লা গ্রামে এ ঘটেছে। নিহত শিশু রকিব একই গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। জানা যায়, বাড়লা গ্রামের কাঞ্চন মিয়ার শিশু সন্তান রকিব খেলার ছলে পুকুরে পানিতে পড়ে যায়। পরে রকিবের মৃতদেহ পানিতে ভাসতে দেখতে পায় স্থানীয়রা। শিশু সন্তানকে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে। পুকুরে পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহর আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গত বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে উপজেলার পৌরশহর থেকে শহর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। শহর আলী উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, শহর আলীর নামে তিনটি মাদক ও একটি চুরি মামলাসহ চারটি মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, প্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধলাই নদীতে ডুবে মো. রিয়াজ (৫) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শিশুটির লাশ উদ্ধার করে। নিহত শিশু রিয়াজ উপজেলার সুয়াইর গ্রামের রহিস উদ্দিনের ছেলে। সুয়াইর গ্রামের জুয়েল আজিজ চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিহতের বাড়ির সামনে নদীর পাড়ে থাকা একটি গাছে উঠে খেলা করার সময় হঠাৎ নদীতে পড়ে যায় রিয়াজ। তার খেলার সাথীরা বাড়িতে শিশুটির বাড়িতে খবর জানালে পরিবারের লোকজন স্থানীয়দের নিয়ে খুঁজতে থাকেন। সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে কিশোরগঞ্জ থেকে…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলায় সড়কের পাশে আকাশমণি গাছে সাথে নুর মুহাম্মদ ছোট্ট মিয়া (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার বটতলা এলাকায় সড়কের পাশে এশার নামাজের পর স্থানীয়রা বৃদ্ধকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত বৃদ্ধ নুর মুহাম্মদ ছোট্ট মিয়া একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, বৃদ্ধ ছোট্ট মিয়া গত দুই-তিন আগে একই ইউনিয়নের গৌরীপুরে গ্রামের তার মেয়ে সামছুন্নাহারের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। ছোট্ট মিয়ার নাতি তা দেখে ফেললে মেয়ের শ্বশুরবাড়ির…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় পূর্বশত্রুতার জের ধরে চা স্টলের চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত ও গুরুতর আহত হয়েছেন আরো দুজন। আহত দুজনকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। আহত দুজন হলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে মাস্টার্স পড়ূয়া শিক্ষাথী নিহত আনোয়ারের পিতা মকবুল হোসেন (৫৫) এবং তারই চাচাতো ভাই ও আব্দুর রহমানের ছেলে মনির (২৫)। নিহত ও আহত দুজন কলমাকান্দার উপজেলার নাজিরপুর ইউনিয়নে আনন্দপুর গ্রামের বাসিন্দা। নিহতের বাবা আহত মকবুল হোসেন অবসরপ্রাপ্ত বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য ছিলেন। বৃহস্পতিবার…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শাহারা খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের চাঁনকোণা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শাহারা ওই এলাকার জাকির হোসেনের (লতিব) মেয়ে । স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শাহারা বাড়ির পাশের পুকুর পাড়ে বসে খেলা করছিল। কিছু সময় পর তাকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায় তার বাবা জাকির হোসেন শাহারাকে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাক-চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শাহারাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণ বিজ্ঞপ্তিতে ওষুধের দোকান ব্যাতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রাত ৭টার পরে বন্ধ রাখা নির্দেশনা দেয়া হয়েছে। এ কঠোর বিধি নিষেধ তদারকি ও প্রচারে বুধবার রাত ৮ টার দিকে মাঠে নামে ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর ফুডগ্রেডবিহীন কেমিক্যাল ও নোংরা পরিবেশে কেক, রুটি, বিস্কুট উৎপাদন করায় ভৈরব বেকারিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত দুইটি মামলা করেন এবং ১০ হাজার ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুয়েল সাংমা। এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : মাইকে সার্বজনীন শোক প্রচারকারী শহীদের পাশে দাঁড়ালেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ইউএনও মো. সোহেল রানা। বুধবার (২৩ জুন) দুপুরে তিনি উপজেলার মুক্তিনগর গ্রামের বাসিন্দা শেখ শহীদের হাতে ২৫ হাজার টাকা মূল্যমানের মাইক সেট তুলে দেন। এ সামগ্রী পেয়ে শেখ শহীদ ইউএনওকে আন্তরিক ধন্যবাদ জানান। গত ১২ মে “সার্বজনীন শোক সংবাদ প্রচারে একটি মাইকের প্রয়োজন” শিরোনামে কলমাকান্দা পরিবার নামে একটি ফেইসুবক আইডির পোষ্টটি উপজেলার নির্বাহী কর্মকর্তার নজরে আসে। গত ১২ মে পোষ্টটি লেখা হয়, শেখ শহীদ কলমাকান্দা বাজারে বিভিন্ন অনুষ্ঠান ও জরুরি বিষয়ে মাইকিং করে জীবিকা নির্বাহ করে থাকেন। গত কয়েকদিন আগে রাতে জনৈক এক…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : তেল ওজনে কম দেয়ার অপরাধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হিমালয় ফিলি স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.খবিরুল আহসান। জানা যায়, কেন্দুয়া পৌরশহরে সাউদপাড়া এলাকায় হিমালয় ফিলিং স্টেশন থেকে ক্রেতাদের অকটেন, পেট্রোল ও ডিজেল ওজনে কম দেয়ার অভিযোগে ময়মনসিংহে বিএসটিআই এর একটি দল অভিযানে এসে সত্যতা পায়। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) মো.খবিরুল আহসানকে খবর দেয় ওই দলটি।…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় হুজরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের দুইটি শূন্য পদে প্রায় ১৭ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই বিদ্যালয়ের ল্যাব এসিস্ট্যান্ড ও নিরপত্তা প্রহরি এ দুটি পদে দুজনকে নিয়োগ দেয়া হয়েছে। এতে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অঞ্জন ও সভাপতি মোর্শেদা চিশতি মুক্তা মিলে ১৭ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন বলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য লিটন মিয়াসহ সংশ্লিষ্ট অনেকেই অভিযোগ করেছেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে। বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার হুজরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ল্যাব এসিস্ট্যান্ড…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : “সংস্কৃতি ধারণ, লালন ও চর্চার মাধ্যমেই সাংস্কৃতিক ঐতিহ্য বহমান থাকে। এ বিষয়টির প্রতি লক্ষ রেখেই বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার জাতীয় সংস্কৃতির পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পরিচর্যা, বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বর্তমানে ৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে আরো তিনটি নতুন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান ময়মনসিংহের হালুয়াঘাট, নওগাঁ ও দিনাজপুরে নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। যেগুলোর জনবল কাঠামো সৃষ্টি প্রক্রিয়াধীন রয়েছে।” বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিরিশির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে দুদিনব্যাপীর গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার আটপাড়া উপজেলায় মোহাম্মদ সালমান (৯) নামে এক প্রতিবন্ধী শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুওজ গ্রামে বাড়ির পেছনে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুওজ গ্রামের নূরুল আমিনের পুত্র সালমান বিকালে খেলাধুলা করতে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন বাড়ীর অন্যান্য শিশুদেরকে সালমানকে দেখতে না পেয়ে চারপাশে খোজাখুঁজি শুরু করে। সন্ধ্যার ঠিক পূর্ব মূহুর্তে বাড়ীর পেছনে পুকুরের পানিতে সালমানের দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জে পৌরশহরের একটি মাংস বিক্রির দোকান থেকে চোরাই গরু জবাই করে বিক্রির সময় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ওই দোকানের কর্মচারী বারহাট্টা উপজেলার বাভনিকোন গ্রামের ডিপজল মিয়া (২৭) ও একই উপজেলার সিংধা ইউপির ধিরেন্দ্রপুরের আব্দুল আওয়াল (৩০)। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়ে। এরআগে সোমবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌরশহরের কাচারি রোডের আলিম মিয়ার মাংসের দোকান থেকে তাদের আটক করে বারহাট্টা থানার পুলিশ। পুলিশ জানায়, গত ১২ জুন বারহাট্টার বাটগাও গ্রামের মন্তাজ উদ্দিনের একটি লাখ টাকা দামের ষাড় গরু চুরি হয়। সোমবার ওই গরুটি মাংস ব্যবসায়ী আলিম মিয়ার কাছে ২০ হাজার টাকায় বিক্রি…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : আনসার ও ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেত্রকোনায় ‘বৃক্ষরোপন অভিযান-২০২১’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা কার্যালয়ের আশে পাশে পতিত ভূমিতে বৃক্ষরোপন ও জেলার প্রতিটি গ্রামে রোপণের জন্য সদস্য-সদস্যাদের মাঝে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মো. জিয়াউল হাসান। এ সময় দেশ ও বাহিনীর কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ভেষজ ও বনজ গাছের চারা বিতরণ করা…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জে রেশন কার্ড করে দেয়ার নাম করে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ও প্রতিবন্ধী ভাতা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকাবাসীর চাপে অভিযুক্ত শ্রাবন্তী আক্তার চম্পা (১৯) নামে ওই তরুণী হাতিয়ে নেয়া টাকা ফেরত দিয়েছেন। সম্প্রতি উপজেলার সুয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চম্পা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে। তার মা মাজেদা আক্তার সুয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। এ নিয়ে ‘হদয়ে আদর্শনগর’ নামে একটি ফেসবুক গ্রুপে স্থানীয় আবদুল কাদির নামে এক যুবক পোস্ট দিলে সমালোচনার ঝড় ওঠে। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে,…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাভার্ডভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশির আঞ্চলিক মহাসড়কে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারের পাশে পাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আনোয়ার মিয়া (৩০) জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরপড়া ইউনিয়নের গোদারিয়া গ্রামের আবুল হাসিমের ছেলে। দুর্গাপুরের ঝাঞ্জাইল বাজারে জুতার দোকান রয়েছে এবং ব্যবসায়িক কাজে তিনি পুর্বধলার শ্যামগঞ্জ বাজারে গিয়েছিলেন। সেখানে থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আনোয়ার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে মোটরসাইকেল চালিয়ে বিরিশিরি দিকে যাচ্ছিলেন। সন্ধ্যায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাঁধে।…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ত্রকোনার খালিয়াজুরীতে ভুল চিকিৎসায় মো. মহসিন মিয়া (৪০) নামে এক দিনমজুরের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই ওই দিনমজুরকে চিকিৎসা দেয়া পল্লীচিকিৎসক গা ঢাকা দিয়েছেন। রবিবার দিনগত রাত ১২টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে। পরে পুলিশ ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন। মহসিন উপজেলার পাঁচহাট গ্রামের মো. মোক্তার আলী ছেলে। আর ওই পল্লী চিকিৎসক একই গ্রামের মো. তোফাজ্জল হোসেন। তিনি গ্রামের বাজারে তারেক মেডিকেল হল নামে একটি ওষুধের দোকান চালান। মহসিন মিয়ার স্ত্রী আমেনা আক্তার অভিযোগ করে বলেন, মহসিন অন্যের জমিতে কাজ করে ৬ সন্তানসহ আটজনের সংসার চালাতেন। কিছুদিন…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নেত্রকোনায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (২১ জুন) সকালে পৌরশহরে ঐতিহ্য শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে এই বৃক্ষ রোপণ করা হয়। নিজ উদ্যোগে বৃক্ষ রোপন করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ কামরুন্নেছা আশরাফ দীনা। তিনি বিদ্যালয়ের প্রাঙ্গনে বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজ নিজ উদ্যোগে সবাইকে বৃক্ষরোপণের আহব্বান জানান তিনি। এতে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম শাহজাহান কবির সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শ্রেণি ও শাখার শিক্ষকমন্ডলীগণ।
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড-অব-অনার দেয়ার ক্ষেত্রে উপজেলা নারী নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যাক্তি নির্ধারনের সুপারিশ পাঠানোর প্রতিবাদে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নেত্রকোনায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার বাংলাদেশ মহিলা পরিষদ, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে অজহর রোড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে মহিলা পরিষদের জেলা কমিটির আন্দোলন বিষয়ক সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটির সঞ্চলনায় সভাপতিত্ব করেন এ কমিটির সহ-সভাপতি নুরজাহান বেগম। পরে কমিটির সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের নিজ যোগ্যতা ও দক্ষতা বলে দেশের সার্বিক উন্নয়নে গুরুপূর্ণ অবদান রাখছেন। যখন নারীর ক্ষমতায়নের…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় একদিনে ভারতীয় সীমান্তে একই পরিবারের আটজনসহ জেলায় কোভিড-১৯ সনাক্ত ১৮ জন। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। সদর উপজেলায় পৌরশহরে চারজন, দুজন করে আটপাড়া ও বারহাট্টা উপজেলায়, মোহনগঞ্জে রয়েছেন একজন এবং ভারতীয় সীমান্তে অবস্থিত উপজেলা দুর্গাপুরে রয়েছেন নয়জন। এই নয়জনের মধ্যে শিশুসহ একই পরিবারের আটজন রয়েছেন এবং তারা সকলেই দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে আলমপুর এলাকার। আরেকজন হলেন দুর্গাপুর পৌরশহরের ২নং ওয়ার্ডের ৫০ বছর বয়সি বাসিন্দা এক মসজিদের ইমাম। রবিবার রাত সাড়ে ৯টায় দিকে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা তার অফিসিয়াল ফেইসবুক পোষ্টের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। দুর্গাপুর…