বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের ওপরে; যান চলাচল বন্ধ

যা যা মিস করেছেন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নিশিতা পরিবহন নামের এক যাত্রীবাহী বাস উল্টে সড়কের ওপরেই পরে আছে। এ ঘটনার পর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার সাতাশি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোন যাত্রী আহত না হলেও বাসটির হেলপার আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা ‘নিশিতা পরিবহন’ নামের বাসটি পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার দিকে যাচ্ছিল। পথে দুর্গাপুর উপজেলার সাতাশি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় সড়কেই উল্টে যায়। এরপর থেকেই ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। যার কারণে দূর্ভোগেও পড়েছেন পথচারীরা।

নিশিতা পরিবহনের সুপারভাইজার আলমগীর মিয়া জানান, আট-দশজন যাত্রী নিয়ে কলমাকান্দার দিকে যাচ্ছিলো তাদের বাসটি। তবে সাতাশি বাজার এলাকায় পৌঁছাতেই বাসটির টায়াররড ভেঙে সড়কেই উল্টে পড়ে।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি সড়কের ওপর থেকে সরিয়ে নিতে চেইন কোপ্পার লোকজনকে ডাকা হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ। অল্প সময়ের মধ্যেই বাসটি সরানোর কাজ শুরু হবে, তাই যান চলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security