কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য ১৫ লক্ষ উল্লেখ করে সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত রবিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। গোয়েন্দ তথ্যের ভিত্তিতে ওই বিওপি’র সুবেদার মো. রুহুল আমীনের ওই টহল দলটি সীমান্ত পিলার ১১৬৯/১৪-এস হতে আনুমানিক একশত গজ বাংলাদেশের ভেতরে চকলেট বাড়ি নামক স্থানে ভারতীয় ১০টি…
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বড়তলী এলাকায় শম্ভুচান বাবার আখড়ায় তালা ভেঙ্গে চুরির অভিযোগ দেয়ার আট ঘন্টার মধ্যে অর্থসহ চুরিকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় আরও তিনটি মামলা রয়েছে। রবিবার (২৩ মে) সন্ধ্যায় এতথ্য জানান, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ.কে.এম. মনিরুল ইসলাম। আটককৃতরা হলো- মোহনগঞ্জের বড়তলী গ্রামের মৃত মির্জা গোলাম মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও পার্শ্ববর্তী সুনাগঞ্জের ধর্মপাশা থানাধীন মেওহরী গ্রামের মো. আলী আকবর হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (২৮)। এর আগে গত শনিবার (২২ মে) দিনগত মধ্যরাত হতে ভোর পর্যন্ত কোন…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজলায় সৈয়দা সুমেনা আক্তার (৬৫) নামে এক নারীকে বিভিন্ন কৌশলে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার সৎ ছেলেদের বিরুদ্ধে। অত্যাচারের মাত্র বেড়ে গেলে এক পর্যায়ে সুমেনা তার বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিলে ফেরার পথ বন্ধ করতে তার নিজ ঘরে তালা লাগিয়ে দেন ছেলেরা। পাশাপশি তার জমিজমাও বন্ধক দিয়ে দিয়েছেন সৎ ছেলেরা। নিজের ঘরে ঢুকতে না পেরে আত্মীয়ের বাসায় থেকে বিষয়টি সমাধানে স্থানীয় নেতৃবৃন্দের দ্বারে দ্বারে ঘুরছেন সুমেনা। সুমেনা আক্তার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় চল্লিশ বছর আগে বাহাম গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খাঁন তার প্রথম…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের দশধার মান্নান্দা তলা গ্রামে শনিবার বেলা আড়াইটার দিকে বজ্রপাতে মহরম আলী (৫০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মান্নান্দা তলা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র মহরম আলী বেলা আড়াইটার দিকে নিজ বাড়ীতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে আহত হন। পরিবারের লোকজন মহরম আলীকে উদ্ধার করে দ্রæত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতে নিহত ব্যাক্তির দাফন কাপনের জন্য জেলা…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় এক নারীসহ ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা ২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মো: সেলিম মিঞা। এরআগে শুক্রবার সন্ধ্যায় তাদের নেত্রকোনা পৌরসভার সাকুয়া এলাকায় জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়। ভারত ফেরত কোয়ারেন্টিনে থাকা দুজন হলেন বিলকিছ বেগম (২২) ও মো. আবুল কালাম (৫৫)। তাদের বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামে। বিলকিছ কালামের পুত্রবধূ। এলাকার কয়েকজন বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, বিলকিছ আক্তারের স্বামী মো. সেলিম মিয়া (২৬) দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত ১৪ মার্চ সেলিমকে নিয়ে তার বাবা ও স্ত্রী চিকিৎসা করাতে ভারতে যান। সেখানে একটি…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : মিথ্যা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন করা হয়েছে। পাশাপাশি এ মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাওরাঞ্চল সাংবাদিক সমাজের বানারে মোহনগঞ্জ পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মোহনগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পাশাপাশি ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেয়। এ ছাড়াও সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহনগঞ্জের দৈনিক ইত্তেফাকের এসএম সারোয়ার খোকন, জনকন্ঠের আবুল কাশেম আজাদ, যুগান্তরের এসএম দোহা, দৈনিক জাহানের রফিকুল ইসলাম রকিব, ভোরের ডাকের কামরুল…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষে কথিত সরকারি নথি চুরির চেষ্টা এবং মুঠোফোনে ছবি তোলার অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্থা, গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তির দাবিতে নেত্রকোনায় সড়ক অবরোধ ও মানবন্ধনের মতো কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে পৌরশহরের মোক্তারপাড়ায় প্রেসক্লাবের সামনের সড়কে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যাগে মানববন্ধন পালন করা হয়। পরে মানববন্ধনটি প্রতিবাদ সমাবেশে রূপ নেয় এবং সড়ক অবরোধ করে বসে পড়ে সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে মামলা প্রত্যাহার, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্থায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহেরা বানু (৩২) নামক এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বনপাড়া গ্রামের আহের উদ্দিনের স্ত্রী সাহেরা বানু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘরে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন সাহেরা বানুকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ধর্ষণের অপবাদ সহ্য করতে না পেরে ঝুমা আক্তার (১১) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। এঘটনায় শুক্রবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মনোয়ার হোসেনকে (১৬) আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলায় গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা গ্রামে। নিহত শিক্ষার্থী ঝুমা আক্তার একই গ্রামের লিটন মিয়ার কন্যা। এরআগে আজ (শুক্রবার) সকালে ভিকটিম বিষপান করে। পরে ওই দিন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। কিটনাশক পান করায় ঝুমা আক্তারের মৃত্যু হয়েছে এতথ্য নিশ্চিত করেছেন ওই হাপসাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী বুশরা আমীনা। নিহতের মা আলপনা আক্তার জানান, ঈদের…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাহাড়ী মহাদেও নদীতে ডুবে আকাশ (৭) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে ওই নদী থেকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। নিহত আকাশ উপজেলার রংছাতি ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে। ঈদের পরে আকাশ তার মার সাথে একই ইউনিয়নের পার্শ্ববতী গ্রাম কুলিয়ারাজনগর পানেশ্বরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং বাড়ির পেছনে নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত আকাশের নানী হাসিনা বেগম জানান, বাড়িতে মেহমান থাকায় রান্না কাজে ব্যস্ত ছিলাম। নাতি আকাশ ও তার সমবয়সি দুই সহোদর মামা আনিস (৮) ও…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্ত এলাকায় প্রায় পৌনে পাঁচ লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় কসমেটিক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার দুর্গাপুর উপজেলায় উত্তর ভরতপুর এলাকা থেকে ভারতীয় কসমেটিক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) মেজর নূরুদ্দীন মাকসুদ। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে অবস্থিত ভরতপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) নায়েক সুবেদার মো. ইউনুচ আলীর নেতৃত্বে আট সদ্যস্যের একটি টহল দল অভিযান পরিচালনা করে। নিজস্ব গোয়েন্দ তথ্যের ভিত্তিতে এ অভিযানে ১১৬৮/৫-এস নং সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ফিরে নিজ ঘরে জয়নাল মিয়া (৩৫) নামে এক কাঠ মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) হাসপাতালে সুরতহাল প্রতিবেদন তৈরিতে ব্যস্ত ছিল পুলিশ। মৃত জয়নাল মিয়া উপজেলা পৌরশহরে মার্কাজ মোড় এলাকার মৃত মুরমুজ মিয়ার ছেলে। বিবাহিত জীবনে পাঁচ সন্তানের জনক ছিলেন তিনি এবং প্রায় সময় নেশাগ্রস্থ থাকতেন বলে স্থানীভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌরশহরে সোমেশ্বরী নদীর এপাড়ে জয়নাল মিয়ার বসত ঘর এবং ওপাড়ে তার শ্বশুরবাড়ি। পেশায় কাঠ মিস্ত্রী হলেও সবসময় নেশাগ্রস্থ থাকতেন। নেশা নিয়ে…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) ; “জেগে উঠি, রুখে দাঁড়াই, ফিলিস্তিনিদের পাশে দাড়াই, আরব শিশুর পাশে দাঁড়াই” শ্লোগানে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে নেত্রকোনায় মৌন মিছিল হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে কাফনের কাপড় পরে ও বিভিন্ন শ্লোগানের প্লেকার্ড নিয়ে মৌন মিছিলটি অনুষ্ঠিত হয়। এ মিছিলটি পৌরশহরের মোক্তারপাড়া মিতালি সংঘের সামনে মগড়া ব্রিজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মৌন মিছিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, কলেজের শিক্ষক সরোজ মোস্তফা, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, কার্টুনিষ্ট বিপুল শাহ, বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক আনোয়ার জহির লিটন, কবি স্বপন পাল, এনামূল হক পলাশ, নারী প্রগতির মৃণাল কান্তি চক্রবর্তীসহ…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নিকট আত্মীয়-পরিজনহীন হাজেরা বেগম চরম দারিদ্র্যের কষাঘাতে অতি কষ্টে দিন অতিবাহিত করছিলেন। এই অবস্থায় তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মোবাইলে ফোন দিয়ে তার দুরাবস্থার কথা জানান। তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করেন প্রতিমন্ত্রী এবং বৃহস্পতিবার (২০ মে) দুপুরে আর্থিক সহায়তার চেক নিয়ে হাজেরা বেগমের বাড়িতে উপস্থিত হন সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। নেত্রকোনা সদর উপজেলার নিশ্চিতপুর গ্রামে ওই নারীর হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদানের ৩০ হাজার টাকার চেক নিজ হাতে তুলে দেন প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী স্থানীয় এলাকাবাসীর খোঁজখবর নেন। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বয়স্ক ভাতা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে জেলা সমাজসেবা…
স্টাফ রিপোর্টার : ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল সেনাবাহিনীর গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ মে) বিকেলে পশ্চিমবাজার এলাকায় মুসলিম তৌহিদী জনতা ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বাহিনীর নৃশংস আক্রমণ ও হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন বারহাট্টা মনাস কেবি ফাজিল মাদ্রাসার প্রভাষক মোস্তফা কামাল, কলমাকান্দা ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. আলী উসমান যুক্তিবাদী, ঈমান আব্দুল্লাহ হক ও সাংবাদিক জহিরুল ইসলাম মামুন। সাংবাদিক জহিরুল ইসলাম মামুনের সঞ্চালনায় মানববন্ধন শেষে বিশ্বশান্তি ও মুসলিমদের কল্যান কামনায় দোয়া মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার : পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং মধ্যরাতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব মিলনাতয়নে এ প্রতিবাদ সভা হয়েছে। প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, রিফাত আহমেদ রাসেল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে বুধবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে নারী সাংবাদিক সংগঠন (নাসাস) এর উপজেলা…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, কোন শিশুই যেনো পথে অসহায় অবস্থায় না থাকে সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারি শিশু পরিবারগুলোকে আরও উন্নত করে গড়ে তোলা হচ্ছে। তাদের আরও উন্নত পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। বুধবার (১৯ মে) সকালে নেত্রকোনা শিশু পরিবারে সাবেক ও বর্তমান নিবাসীদের মাঝে মেধাবৃত্তির অর্থ বিতরণ ও সাইকেল প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১১ জন মেধাবী শিক্ষার্থীকে মোট…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রেজাউল করিম রাজিব হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১২টার দিকে মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের সামনের সড়কে মোহনগঞ্জ শ্রমিক পরিবহন সমবায় সমিতি ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রাজিবের মা জয়নাহার বেগম, স্ত্রী মুক্তা আক্তার, রাজনৈতিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দসহ এলাকার হাজারের মতো মানুষ এতে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে নিহতের স্ত্রী মুক্তা আক্তার তার ১৫ মাস বয়সী কন্যা শিশুকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তিনি এ ঘটনার সঠিক বিচার…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মেন্দীপুর ইউনিয়নের ভাবনীকোনা হাওর থেকে মঙ্গলবার বিকালে পরিচয়হীন ৬০ ঊর্ধ্বো বয়সি এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, স্থানীয় এলাকাবাসী মঙ্গলবার দুপুর দুইটার দিকে ভাবনীকোনা হাওরের মাঝে এক ব্যক্তির গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে আমাকে ফোন করে জানায়। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত ৬০ এর বেশি বয়সি অজ্ঞাত লাশের কোন পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তে…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা জেলার চার উপজেলায় মঙ্গলবার পৃথক পৃথক বজ্রপাতে নতুন করে আট জনের মৃুত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে খালিয়াজুরীতে ৩, কেন্দুয়া ২, মদনে ২ ও পূর্বধলায় ১ জন মারা যায়। এছাড়াও বজ্রপাতে খালিয়াজুরীতে ৫জন ও মদন উপজেলায় ৪ জন আহত হয়েছেন। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক ওয়াসেক মিয়া (৩২) একই গ্রামের আমির মিয়ার ছেলে কৃষক বিপুল মিয়া (২৮) ও বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনিরুল হক (২৮) বজ্রপাতে নিহত হয়েছেন। তারা সকলেই বরবরিয়া হাওরে ধার কাটার কাজ করছিলেন। এ সময় ৫ জন…