সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

বারহাট্টায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যা যা মিস করেছেন

কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোণায় ১৭ গাঁজাসহ মো. মোখলেছুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। গ্রেফতারকৃত মোখলেছুর জেলার মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে। মাদক পরিবহন কাজে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে চালিত অটোরিকশার (সিএনজি) চালক তিনি।

সিএনজি থামানোর সময় সুকৌশলে তিনজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হন। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ ৪০ হাজার টাকা এবং সিএনজিটি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার (১৬ অক্টোবার) সকালে এসব তথ্য নিশ্চিত করেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা।

তিনি বলেন, গত রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি যোগে মাদক নিয়ে মাদক ব্যবসায়ীরা ময়মনসিংহের দিকে যাচ্ছে গোপন তথ্যে এ ধরণের খবর পাই। পরে বারহাট্টার গেরিয়া মোড়ে পুলিশের টহল পাঠানো হয়। মোহনগঞ্জ থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজি থামানোর চেষ্টাকালে পেছনে যাত্রীবেশে বসে থাকা তিনজন লোক সুকৌশলে চলন্ত সিএনজি থেকে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় সিএনজি চালক মোখলেছুর রহমান পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সিএনজি তল্লাশীকালে তিনটি স্কুলের ব্যাগে প্রতি পুটলায় এক কেজি করে ১৭ কেজি গাঁজা উদ্ধার এবং এ কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

ওসি খোকন কুমার সাহা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোখলেছুর রহমান জানিয়েছে পালিয়ে যাওয়া তিন ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু শেষে জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ