স্টাফ রিপোর্টার : নেত্রকোণায় ২৬ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা চারটি স্কুল ও একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো- মৃত আ. মান্নানের ছেলে মো. বেলাল মিয়া (৫০), মৃত হাসিমের ছেলে মো. জামাল মিয়া (৩৫), মৃত তাহের মিয়ার ছেলে মো. ফিরোজ আহাম্মেদ (২২), মৃত হাসিম মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২২) ও মো. মরম আলীর ছেলে মো. ইকবাল মিয়া (১৮)। তারা সকলেই হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন ইকরতলী গ্রামের বাসিন্দা।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন নেত্রকোণা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।