স্টাফ রিপোর্টার : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাড়ীর পাশে গর্তে বৃষ্টির জমানো পানিতে ডুবে মরিয়ম খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে কলমাকান্দার সদর ইউনিয়নে রাজাপুর গ্রামে পানিতে ডুবির ঘটনা ঘটে।
মৃত শিশু মরিয়ম একই গ্রামের মনির হোসেন ও সীমার দম্পত্তির তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিল।
জানা যায়, দুপুরের দিকে মরিয়মের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল মরিয়ম খাতুন। মরিয়মকে বাড়ীর উঠানে দেখতে না পেয়ে তার দাদী সুফিয়া সহ পরিবারের লোকজন খুঁজতে বের হন।
অন্যদিকে বাড়ীর উত্তর পাশে গর্তে বৃষ্টির জমানো পানিতে মরিয়ম খাতুনের মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মৃতদেহ থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।