বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

নেত্রকোণায় বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

যা যা মিস করেছেন

স্টাফ রিপোর্টার : বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার সময় ব্যাটের আঘাতকে কেন্দ্র করে মারামারি ঘটনায় আশরাফুল বাদশা (১৮) হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ। ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত সরোয়ার ওরফে সারু (২২) কেন্দুয়ার তবিয়ারগাতি ছয়দুনা গ্রামের আবুল হাসেমের ছেলে। সে এই হত্যা মামলার মূল আসামি।

তথ্য প্রযুক্তির সহায়তায় সারুকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর জলিলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনগত মধ্যরাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোণা জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান। এরআগের ভুক্তভোগীর পরিবার গত ৩০ অক্টোবর হত্যা মামলা দায়ের করেন বলেন জানান তিনি।

জানা যায়, ছয়দুনা তবিয়ারগাতি গ্রামের মেহের আলীর আলীর ছেলে জনৈক কলিম উদ্দিনের বসতবাড়ির সামনে ব্যাডমিন্টন খেলার সময় রাজাকুনের (১২) ব্যাটের আঘাত শিশু রাকিবের (৮) চোখে আঘাত লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আশরাফুল বাদশা গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তাকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের তড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ