স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, বিশ্ব মহামারি করোনাভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনার ফলেই স্বাস্থ্য সেবায় বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। বিশ্বে অনেক দেশ যখন করোনা সংক্রমণরোধে টিকাদান কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ বিনামূল্যে সফলতার সাথে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা ইপিআই ভবনে আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি…
Author: K.M. Shakawat Hosen
স্টাফ রিপোর্টার : কর্তৃপক্ষের গাফিলতিতে উপবৃত্তি থেকে বঞ্ছিত অর্ধশত শিক্ষার্থীনেত্রকেনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির প্রায় অর্ধশত শিক্ষার্থী এবার উপবৃত্তি থেকে বঞ্ছিত হয়েছে। এর কারণ হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিইে দায়ী করছেন শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষার্থীরা। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হতো না। এখন উপবৃত্তি বঞ্ছিত হয়ে টিউশন ফিও দিতে হচ্ছে। ফলে এ বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ বিরাজ করছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে নবম শ্রেণিতে তিন শাখায় মোট ২৮৬ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ২২১ জন অটোপাশের মাধ্যমে অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উঠেছে। বাকিরা নতুন ভর্তি হয়েছে। ২২১ জন শিক্ষর্থীর মধ্যে ১০৮ জন শিক্ষার্থী শুরু থেকে…
স্টাফ রিপোর্টার : সিজারের পর সেলাই কাটতে স্ত্রীকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যান আ. রহিম। সেলাই কাটা বাবদ চারশত টাকা দাবি করেন চিকিৎসক। সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে চিকিৎসা নেওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি আ. রহিম। ক্ষুব্ধ হয়ে শেষে প্রাইভেট ক্লিনিকে গিয়ে স্ত্রীর সেলাই কেটে বাড়ি ফেরেন তিনি। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) শহীদুল্লাহ। অভিযোগকারী আ. রহিমের বাড়ি পাশের উপজেলার বারহাট্টা গ্রামের চন্দ্রপুর গ্রামে। আ. রহিম বলেন, স্ত্রী হাওয়া আক্তারের সিজার করিয়েছে নেত্রকোনায়। টাকা বাঁচাতে সেলাই না কেটেই ওখান থেকে নিয়ে আসি। পরে শুক্রবার বিকালে তাকে মোহনগঞ্জ হাসপাতালে…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পারিবারিক কলহে স্বামী বিষ খেতে বলায় জোসনা আক্তার (২৭) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামের আনিস মিয়া (৩০) এর স্ত্রী এবং এই দম্পত্তির দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। এরআগে গত শুক্রবার বিকেল ৩টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষপানের ১৬ ঘন্টা পর মারা যান ওই গৃহবধূ। নিহতের ভাই মো. মোমিন মিয়া জানান, আমার বোনকে মারপিট না করার…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ডোবার পানিতে ডুবে রবিউল হাসান ওরফে তামিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তামিম উপজেলার সান্দিকোনা ইউনিয়নে আটিগ্রমের আবুল হাসান রুবেলের ছেলে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খেলার ছলে বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন স্থানীয় সূত্রে এতথ্য জানা গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, নিহতের পরিবারে আবেদনের প্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মৃতদেহ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জসিম উদ্দিন (৩৫) নামে কথিত শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার জারিয়া ইউনিয়নের গোজালীকান্দা গ্রামের আব্দুস ছমেদ মিস্ত্রীর ছেলে। আওয়ামীলীগের ভূঁইফোড় সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ অটোরিকশা শ্রমিকলীগ’ নেত্রকোনা জেলা শাখার সাবেক সভাপতি হিসেবে জসিম উদ্দিনের পরিচিতি রয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গোজাখালীকান্দা বাজার থেকে গ্রেফতার হন জসিম উদ্দিন। জাপা নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের দায়ের করা তথ্য প্রযুক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী আনোয়ার হোসেন (২৫) হত্যাকান্ডকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের পরে স্ট্রোক করে আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নে কান্দাপাড়া বাজারে তর্ক-বিতর্কে ও ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। নিহত মো. মফিজ আলী নাজিরপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এবং তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাপসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে জানায় পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কান্দাপাড়া বাজারে নিহত আনোয়ারের মামা মোহাম্মদ আলীর সাথে দেখা হয় ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মো. মফিজ আলীর। এসময় মফিজ আলী এবং তার…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মদন উপজেলায় অগ্নিকান্ডে আলম মিয়া (৩৮) নামের এক দরিদ্র কৃষকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর সাথে সুরুজ্জামান ও উল্লাদ মিয়া নামের আরো দুই কৃষকের বসত ও গোয়াল ঘর আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে তিন কৃষক পরিবারের প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং বৈদ্যুতিক শর্ট সার্কিক অগ্নিকান্ডের সূত্র প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। মদন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যুৎের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে তিন…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় বাড়ির কাছে পেয়ারা গাছ থেকে মোছা. রোকেয়া আক্তার (৫৫) নামে চার সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে মৃতদেহ উদ্ধার করে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। রোকেয়া আক্তার উপজেলার চন্ডিগড় ইউনিয়নের শাখাইয়া গ্রামের রিকশাচালক মো. নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি মানসিক রোগী ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে। মৃতের ছেলে রুবেল মিয়া জানায়, সকালে ঘুম থেকে উঠে আমার বড় বোন সামছুন্নাহার পেয়ারা গাছে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমাকে ডাক দেয়। পরে মাকে পাঞ্জা দিয়ে উদ্ধার করি। তখন একটু একটু দম ছিল। পরে মা মারা যান।…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ১০ দিন বয়সি নাতনির মৃত্যু খবর পেয়ে যাবার পথে সালেমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের দুর্গাপুর-কমলাকান্দা আঞ্চলিক সড়কে চন্ডিগড় বাজারে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে তিনি ঘটনাস্থলে নিহত হন। নিহত সালেমা খাতুন দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে শান্তিপুর গ্রামের মৃত কদ্দুস আলীর স্ত্রী এবং তিনি তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ছিলেন। জানা যায়, দুর্গাপুরের পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলায় নাজিরপুর ইউনিয়নে রামপুর গ্রামের সালেমা খাতুন তার সম্পর্কে ভাগ্নির দিকে ১০ দিন বয়সি নাতনির মৃত্যুর খবর পেয়ে সকালে বাড়ি থেকে যাত্রা করেন।…
কে. এম. সাখাওয়াতে হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে ৩ টন চা-পাতা ও ৮ টনের ওপরে সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব ভারতীয় পণ্যের সিজার মূল্য ৪৫ লক্ষ ৬৭ হাজার পাঁচশ’ টাকা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে নলুয়াপাড়া বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। গত বুধবার দিনগত রাত দেড়টার দিকে এই বিওপির সুবেদার মো. ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে ১৪ সদস্যের টহল দল দায়িত্ব পালন করছিল। এসময় গোপন সংবাদে সীমান্ত পিলার নং…
স্টাফ রিপোর্টার : বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভরতপুর ও উত্তর বারমারী এলাকায় মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে ২৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া আজ (বুধবার) দুপুর দেড়টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে ভরতপুর ও বারমারী বিওপি’র সমন্বয়ে ১৩ সদস্যের একটি টিম মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভরতপুর ও বারমারী সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : স্বামীর মৃত্যুর পরে পুরতন প্রেমিকের সাথে বেড়াতে যাবার পথে মোটর সাইকেল থেকে পড়ে নিহত হন চার সন্তানের জননী জেসমিন আক্তার (৩০)। এ ঘটনায় প্রেমিক মুরসালিন ওরফে জোবাইদ ওরফে জোবাইর (৩২) এর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে নেত্রকোনার কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জোবাইদকে আদালতে প্রেরণ করেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে নিহতের বাবা কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মানিকদি (পুরানগাঁও) গ্রামের মো. কাজল মিয়া বাদী হয়ে নেত্রকোনার কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় একমাত্র নাম উল্লেখ আসামি জোবাইদ একই উপজেলায় টান কৃষ্ণনগর গ্রামের আ. রাজ্জাকের…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার আটপাড়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় রাসেল মিয়া (১৩) নামে স্কুল পড়ূয়া এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত রাসেল উপজেলার মাটিকাটা গ্রামের মো. আলকাছ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্থানীয় সুত্রে জানা গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-মদন আঞ্চলিক সড়কের মাটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা পিকাআপ ভ্যান চালককে আটক করে পুলিশে সোপার্দ করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার অভয়পাশা এলাকা থেকে পিকআপ ভ্যানটি উপজেলার নাজিরগঞ্জ বাজরের উদ্দেশ্যে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেত্রকোনা-মদন আঞ্চলিক সড়কে মাটিকাটা এলাকায় রাসেল মিয়া সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। দ্রুতগামী পিকআপের…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রোয়াইলবাড়ি ফাজিল মাদরাসায় কয়েকটি পদে গোপনে নিয়োগের প্রক্রিয়ার প্রতিবাদে মাদরাসার গভনিং বডির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম এবং মাদরাসার গভর্নিং বডির সদস্য ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল হকের বিরুদ্ধে রোয়াইলবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয়া গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এই প্রতিবাদ মিছিলটি রোয়াইলবাড়ি বাজারের মাছ মহাল থেকে শুরু করে বিভিন্ন গলিপথ প্রদিক্ষণ করে। মিছিলকারীরা ‘আ্যাকশান, আ্যাকশান’, ‘ডাইরেক্ট আ্যাকশান’, ‘নুরুলের চামড়া তুলে নেব আমরা’, ‘হকের চামড়া তুলে নেব আমরা’ এমন ধরণের শ্লোগান প্রদান করেন। জানা যায়, সম্প্রতি গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে নবসৃষ্ট পদে একজন করে অফিস সহকারী কাম হিসাব সহকারী,…
কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানী জব্দৃকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০৭ পিস কুমারিকা তৈল, ১১৬ পিস মেসওয়ক টুথপেষ্ট, ৬৯৩ পিস ডার্ক ফ্যান্টার্সি বিস্কুট, ২৪৫০ পিস ওরিয় বিস্কুট, ৬০০ পিস স্কীন সাইন ক্রীম, ২৭৭৬ পিস পার্ক চকলেট ও ২৩৫ পিস কিটকাট চকলেট। জব্দকৃত এসব চোরাচালানী পণ্যে সিজার মূল্য চার লক্ষ ৫৫ হাজার ৮৯৭ টাকা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। জানা যায়, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের নলুয়াপাড়া বিওপি (বর্ডার…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা থানা কমপ্লেক্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মৎস্য অবমুক্ত করেন ময়মনসিংহ বিভাগের মৎস্য বিভাগের উপ-পরিচালক ডা. আফতাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা শাজাহান কবির, কলমাকান্দা উপজেলার মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান সহ পুলিশ সদস্যবৃন্দ। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, থানা কমপ্লেক্সে পুকুরটি পরিস্কার করে আড়াই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া গ্রামে ৪ সন্তানের জননী বিধবা কুমকুম আক্তারের দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভ‚ক্তভোগী জানায়। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ঘটনার দিন রাতের খাবার খেয়ে বিধবা কুমকুম আক্তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর সোয়া ৪টার দিকে ফজরের নামাজ পড়ার জন্যে ঘুম থেকে জেগে দেখেন ঘরে আগুনে লেলিহান শিখা জ্বলছে। পরে তিনি সন্তানদের নিয়ে কোনমতে ঘর থেকে বের হতে সক্ষম হন। এ সময় তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ও খবর…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে আড়াই বছরের সায়েম নামে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। সায়েম উপাজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও গ্রামের সাঈদ মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ির সামনের পুকুর থেকে সায়েমের ভাসমান লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, পরিবারের অগোচরে সকালে কোন এক সময় সায়েম বাড়ির পুকুরে পড়ে যায়। সকাল থেকে সায়েমের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজির শুরু করেন। এক পর্যায়ে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে সায়েমকে ভাসতে দেখেন তারই সহোদর বড় ভাই নাঈম (১০)। তার ডাক-চিৎকারে স্থানীয়দের সহায়তায় সায়েমকে উদ্ধার করে পরিবারের লোকজন কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কলমাকান্দা স্বাস্থ্য…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার পৌরশহর থেকে ঘরের সিঁধ কাটার মুলহোতা আরিফ (১৯) নামে চোরকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে শহরের সাতপাই এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় সিঁধ কাটার লৌহার কয়েকটি যন্ত্র, একটি করে স্বর্ণ মাপার স্কেল, মোবাইল, ট্যাব ও ব্যাগসহ একগুচ্ছ ছাবি ও বেশ কয়েকটি মোবাইলে ব্যবহৃত কভার জব্দ করেছে পুলিশ। আটককৃত আরিফ সদর উপজেলার কুমড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে। তারে দেয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত মালামাল ক্রয়কারী তুহিনকে (২০) সাতপাই রেলক্রসিং এলাকা থেকে আটক করা হয়। সে একই এলাকার সোনাফর খানের ছেলে। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ সিঁদেল চুরির মুলহোতা…