নিজস্ব প্রতিবেদক: হত্যা, চাঁদাবাজীসহ প্রায় ডজন খানেক মামলায় পালিয়ে বেড়ানো আসামি নেত্রকোনা বারহাট্টার আওয়ামী লীগ নেতা আল আমিন সেনাবাহিনীর হাতে গ্রেফতার। তিনি বারহাট্টার নৈহাটি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের ছোট ভাই আল আমিন।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে আল আমিনকে গত রবিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ মধ্য বাড়েয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর সার্জেন্ট জাহের বলেন, হত্যা, চাঁদাবাজীসহ বিভিন্ন মামলার আসামি আল-আমিন দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি ময়মনসিংহ মধ্য বাড়েয়া এলাকায় ছোট একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ ১৯ দিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে অবশেষ গত রবিবার মধ্য রাতে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে বারহাট্টা থানায় হত্যা, চাঁদাবাজীসহ অনেক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আল আমিনকে বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বারহাট্টা থানার ওসি কামরুল হাসান জানান, অনেকগুলো মামলার আসামি আল আমিন পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ হবে।