Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: বাংলা লোকসাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রকাশনা ও চর্চার ক্ষেত্র প্রসারের লক্ষ্যে ‘বাংলাদেশ লোকগবেষণা পরিষদ’ নামে তরুণ লোকগবেষকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত ৫ জুলাই (শনিবার) ২০২৫ বেলা ১১টায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। দেশের নানা প্রান্তের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদেরকে নিয়ে সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইফুল ইসলাম শাহীন ও সুমন শিকদার। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি শামসুল আরেফীন ও সুমন বণিক, সহ সাধারণ সম্পাদক ড. অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সরকার, পরিকল্পনা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ১২ জুলাই শনিবার। এ সম্মেলন ঘিরে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উপজেলা জুড়ে চলছে পোস্টারিং, গেট নির্মাণ, দাওয়াতপত্র বিতরণসহ নানা আয়োজন। দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে চার জন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচ জন প্রার্থী এবারের সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশই উপজেলার পরিচিত মুখ, দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ও অভিজ্ঞ সংগঠক। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বর্তমান উপজেলা বিএনপি’র আহবায়ক এমএ খায়ের, সাবেক সাবেক আব্দুস ছালাম কেরণ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান পাঠান বাবুল ও…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: এক বছর আগে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ এনে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আরও একটি মামলা হয়েছে।  বৃহস্পতিবার (৩ জুলাই) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি। এরাআগে গতকাল বুধবার উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজলু মিয়া বাদী হয়ে থানায় মামলাটি করেন। জেলায় কর্মরত সাংবাদিকরা জানান, নেত্রকোনায় গত দুই-তিন মাসে যে কয়েকটি মামলা হয়েছে তাতে দেখা গেছে বিএনপি’র পক্ষ থেকে মামলা হলেই জেলায় পেশাগত সাংবাদিকদেরকে মামলায় ফাঁসানো হচ্ছে। যা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ও নিন্দীয়। মুলতঃ স্বাধীন সংবাদ প্রবাহে বাঁধা প্রদানের উদ্দেশ্যে সাংবাদিকদের মামলায় ফাঁসানো হচ্ছে। এই কয়েক মাসে ১০ জনের বেশি সাংবাদিককে দলীয় রাজনৈতিক মামলায় ফাঁসানো…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বাত্মক সাহায্য করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার’ উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাপাসাটিয়া বাজারে সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  সভায় শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায়, মানবাধিকার প্রতিষ্ঠা ও  বাস্তবায়ন সংস্থা দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি জুয়েল রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও  বাস্তবায়ন সংস্থার মহাসচিব মো. নুরুল ইসলাম।  প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেত্রকোনা এই কর্মসূচির আয়োজন করে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী, ডা. মাজহারুল আমীন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: ময়মনসিংহের র‌্যাব-১৪ (সিপিএসসি) ও গাজীপুরের র‌্যাব-১ (সিসিএসসি) এর যৌথ অভিযানে হুমায়ুন কবির (৩২) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রাশিদুল ইসলাম রানা ওরফে রাসুকে (২২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো. রাশিদুল ইসলাম রানা ওরফে রাসু ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনাকান্দি গ্রামের মো. শামসুল হকের ছেলে। তাকে গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে প্রেরিত ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান মিডিয়া অফিসার। র‌্যাব জানায়, গত ১৩ জুন অনুমান সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী হুমায়ুন কবির পাচার বাজার যাওয়ার সময় গৌরীপুরের সহনাটি শাহগঞ্জ ইউনিয়নের সোনাকান্দি সরকারি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের একটি হাওর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মৃতদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি জেলার পার্শ্ববর্তী উপজেলা মদনের কুলিহাটি পশ্চিমপাড়া আড়গিলা গ্রামের আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।  রাসেলের পরিবার জানায়, গত সোমবার (৩০ জুন) দুপুর থেকে রাসেল নিখোঁজ ছিলেন। সঙ্গে তার অটোরিকশা ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পরিবারের পক্ষ থেকে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। চারদিন পর বৃহস্পতিবার কেন্দুয়ার জালালপুর হাওর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোগ বাজার সংলগ্ন জালালপুর হাওর এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে স্থানীয়রা হাওরে একটি বড় বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কেন্দুয়া থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলে ভিতরে থাকা একটি পুরুষের লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা (বিকেল সাড়ে ৩টা) পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে, তাকে হত্যা করে মরদেহ হাওরে ফেলে দেওয়া হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যারা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে খুন হন আবুল কালাম (৩৬)। এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি এমদাদুলকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত এমাদাদুল কেন্দুয়ার ব্রাহ্মণজাত গ্রামের আতিক মিয়ার ছেলে। তাকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান মিডিয়া অফিসার। র‌্যাব জানায়, গত ১৭ মে রাত অনুমান পৌনে ৮টার দিকে আইথর গ্রামের সেনবাড়ী মোড়স্থ জনৈক নেপালের চায়ের দোকানের সামনে মামলা বিবাদীরা জমি সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগী আবুল কালামকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করেন। গুরুতর আহত অবস্থায়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় সোয়া ১৪ কেজি গাঁজাসহ দুজন মদক কারবারিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র‍্যাব-১৪ (সিপিএসসি)। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ ৮৫ হাজার টাকা। গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন- আব্দুল আলিমের ছেলে রাশেদ খান (২২) ও সেলিম ভুঁইয়ার ছেলে মো. আশিক (২৪)। তারা দুজনে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মিডিয়া অফিসার। এরআগে গত বুধবার আনুমানিক রাত ৯টার দিকে নেত্রকোনার সদর থানাধীন সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে নুর উদ্দিন (রঃ) ক্বওমী মহিলা মাদরাসর বালক হিফজ বিভাগের সামনে অভিযান পরিচালনা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপি’র সভাপতি খোকন আহমেদের গুদাম থেকে ৩০৪ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান। এরআগে গত মঙ্গলবার (১ জুলাই) আদালতের নির্দেশে কেন্দুয়া থানায় মামলাটি রেকর্ড করে পুলিশ। জানা যায়, জব্দকৃত আতব চালগুলো হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য সরকার নির্ধারিত ছিল। তবে সেগুলো অবৈধভাবে কেন্দুয়ার আঠারো বাড়ি এলাকায় অবস্থিত খোকনের মালিকানাধীন মেসার্স নাহার ট্রেডার্সের গুদামে মজুত রাখা হয়। চালগুলো বিভিন্ন প্রকার বস্তায় রাখা ছিল, যার মধ্যে খাদ্য অধিদফতরের পাটের বস্তা, টিসিবির বস্তা, এবং নীল, সাদা ও হলুদ রঙের প্লাস্টিকের বস্তা ছিল।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সরকারি ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় “ভূমিসেবা সহায়তা কেন্দ্র”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩ টায় ‌’কেন্দুয়া আইটি পার্ক অ্যান্ড স্মার্ট সার্ভিস পয়েন্ট’ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন নিপা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ভূমিসেবা সহজ করতে সরকারের উদ্যোগ উদ্বোধনী বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, ভূমি অফিসের সেবাগুলো যেন একজন সাধারণ মানুষও সহজে গ্রহণ করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। এই…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ‘বিএনপিকে কোণঠাসা করতে সরকারপন্থী মহল নানা দিক থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে বিএনপি রাজপথের আন্দোলনেই জবাব দেবে।’ বুধবার (২ জুলাই) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গোপালপুর হাইস্কুল মাঠে আয়োজিত কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বৃদ্ধ, অসুস্থ শরীরেও আপোষহীন। আর তারেক রহমান নির্বাসনে থেকেও শত ষড়যন্ত্রের মধ্যেও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁরা চাইলে ক্ষমতা আর বিলাসিতা বেছে নিতে পারতেন। কিন্তু তাঁরা বেছে নিয়েছেন ত্যাগের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক দুই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) উপজেলার লেংগুড়া ও রংছাতি ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে লেংগুড়া ইউনিয়নের মানিকপুর গ্রামে তিন বছর বয়সি নিহত শিশু মো. মুমিন। সে ওই গ্রামের ওমর ফারুক ও জোৎস্না বেগম দম্পতির সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশুটির মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মুমিন বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: দশ কেজি গাঁজাসহ নেত্রকোনা জেলার একজন ও কুমিল্লা জেলার চারজনসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এছাড়াও মোবাইল ও সিম কার্ডসহ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নেত্রকোনা মদন উপজেলার গাবেরতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে মিজান (২৫)। এছাড়া বাকি চারজন কুমিল্লার কোতোয়ালী থানাধীন শাহপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রুহুল আলী (২৬), আবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২২), মৃত ভুলু মিয়ার ছেলে রাফি (২৬) ও মৃত মতিনের ছেলে মো. নাছির (৩৪)। বুধবার (২ জুন) দুপুরের দিকে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এরআগে একই দিন রাত আনুমানিক পৌনে ১টার দিকে পাঁচ মাদক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধান মাড়া্ই করার খলাকে কেন্দ্র করে হাবিব মিয়া হত্যার মামলার পাঁচ জন এজাহারনামীয় ও একজন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত এজাহানামীয় পাঁচ আসামি হলেন- মৃত জয়নুলের ছেলে তারাব নুর (৩৫), ইজ্জত আলীর ছেলে আজিদ নুর (৫৫), আজিদ নুরের ছেলে সোহেল (২০), তারাব নুরের স্ত্রী ফারজানা (২৮) ও মৃত জয়নুরের ছেলে শামীম (২৮)। এছাড়া হত্যা মামলায় সন্দিদ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয় আজিদ নুরের ছেলে রাহেলকে (২০)। গ্রেফতারকৃতরা সকলেই খালিয়াজুরী উপজেলার বল্লী (নতুনপাড়া) এলাকার বাসিন্দা। বুধবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার। এরআগে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় নেত্রকোনার কলমাকান্দায় অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫। বুধবার (২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলমাকান্দা। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান, PARTNER প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ড. মো. সালাউদ্দিন কায়সার এবং উপজেলা বিএনপির…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কৃষক আন্দোলনের অন্যতম বিপ্লবী নারী নেত্রী, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের বিপ্লবী নেত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা কমরেড অণিমা সিংহের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা হয়েছে। মঙ্গলবার (১জুলাই) বিকেলে মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে এ স্মরন সভা হয়৷ শুরুতে মহীয়ষী বিপ্লবী নেত্রীর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্মরণসভায় কৃষক সমিতি উপজেলা কমিটির সভাপতি আব্দুল মালেক সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, মণি সিংহ ও অণিমা সিংহের একমাত্র সুযোগ্য সন্তান কমরেড…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমঘটিত সম্পর্কের জেরে বিষ (কীটনাশক) পানে সুমাইয়া আক্তার (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সুমাইয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের দিনমজুর সাহাব উদ্দিন ও জোছনা আক্তার দম্পত্তির কন্যা। এ মৃত্যুকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা যায়, একই ইউনিয়নের নিলাম্বরখিলা গ্রামের মো. আরজু মেম্বারের ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী পূর্ণ এর সাথে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। উপজেলার রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসায় পড়ার সময় দুজনের সম্পর্ক গড়ে ওঠে। মৃত্যু আগে সুমাইয়া চিরকূটে লিখেন, গত ১৫-২০ দিন ধরে পূর্ণ তাকে এড়িয়ে যাচ্ছিল। পূর্ণর অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি উল্লেখ রয়েছে চিরকূটে। এই থেকেই মানসিকভাবে ভেঙে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ হতে ১৩ বছরের মাদরাসা শিক্ষার্থীকে অপহরণপূর্বক মুক্তিপণ দাবি। অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। অপহরণ চক্রের গ্রেফতারকৃত দুই সদস্য হলেন- ময়মনসিংহের তারাকান্দা থানাধীন মধুপুর গ্রামের মো. আলমের ছেলে নাঈম ইসলাম (২৩) এবং আরেকজন একই গ্রামের হুনরত আলীর ছেলে ওলিওল্লাহ (৩৫)। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‌্যাবের (সিপিএসসি) অধিনায়কের পক্ষে থেকে এতথ্য জানায় মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক। র‌্যাব জানায় , গত ২৫ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে বাড়ি থেকে মাদরাসা যাওয়ার পথের মধ্যে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার হাটমোহনগঞ্জ এলাকার কাপড় পট্টি মোড় থেকে অজ্ঞান করে ভুক্তভোগী মাদরাসার শিক্ষার্থীকে মাইক্রোতে তুলে নিয়ে…

আরও পড়ুন