Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: সবেমাত্র এইসএসসি পেরিয়ে ডিগ্রিতে যাত্রা শুরু করেছেন। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে চাকরি করে বাবার সংসারের হাল ধরবেন। কিন্তু সেই স্বপ্ন পুরণের আগেই মাত্র ২১ বছর বয়সে তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান জুলহাস মিয়া। তাকে ঘিরে বাবা মায়ের ছিল যত স্বপ্ন কিন্তু দেড় বছর আগে ছেলের মলদ্বারে ক্যান্সার হলে, সব কিছুই যেন উলট-পালট হয়ে যায় তাদের। জানা যায়, একা-একা চলাফেরা করতে পারে না জুলহাস। গোসল কিংবা খাবার খাওয়া সব কিছু চলে মা-বাবার সহযোগীতায়। কখনও খেতে পারে আবার কখনও পারে না। এভাবেই কষ্টের মধ্য দিয়ে থমকে আছে তার…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: বিশ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। এছাড়া একটি বাটন মোবইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। গ্রেফারকৃত মাদক ব্যবসায়ী মো. জামাল হোসেন (৩৮) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ছোট বোয়ালিয়া গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। রবিবার (৪ মে) সকল সাড়ে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়ার অফিসার ও সিনিয়র সহকারি পরিচালক। এরআগে গত শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় বাইপাস রহমত মোড় হতে পূর্বদিকে জনৈক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পুকুরিয়া উজিয়াখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে শনিবার (৩ মে) এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম হয়। ৯০ বছর বয়সী সাহেরা বেগম নাতির হাত ধরে জনতা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হন। বয়সের ভারে ন্যুব্জ হলেও ভোটাধিকার প্রয়োগে তাঁর আগ্রহ ও উদ্দীপনায় ছিল প্রশংসনীয় উদাহরণ। ভোট দিয়ে বেরিয়ে উচ্ছ্বসিত সাহেরা বেগম বলেন, “বয়স অনেক হইছে, কিন্তু ভোট দেওন থাইকা পিছাই না। বহুবছর পর আবার ভোট দিতে পারলাম। বেঁচে থাকলে আবার ভোট দিব।” দুপুরের দিকে তিনি ভোট প্রদান করেন। তাঁর নাতি জুবায়েল মিয়া জানান, দাদি সকালেই ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় জমির সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্ধে হত্যা মামলার আসামি মো. শিহাবকে (২৮) চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।  গ্রেফতারকৃত শিহাব নেত্রকোনার মদনের কাপাসাটিয়া গ্রামের বসিন্দা। জমির সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্ধে একই গ্রামের দীন ইসলাম হত্যা মামলার পাঁচ নম্বর এজাহারনামীয় আসামি তিনি। শুক্রবার (২ মে) বেলা ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পরিচালক এতথ্য জানান। এরআগে গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ও র‌্যাব-৭ (সিপিএসসি) এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানাধীন নারিকলে তলা এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. শিহাবকে গ্রেফতার করতে সক্ষম হয়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালে নেত্রকোনায় কেন্দুয়া প্রেসক্লাবের গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (৩ মে)। ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম জানান, আনন্দ আয়োজনের মধ্যে রয়েছে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবন আলোকস্বজ্জিত করণ, শনিবার সকাল ১০টায় শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে কেক কাটা, প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের স্মরণ, রাজনৈতিক,প্রশাসনিক,সামাজিক,সাংস্কৃতিক নেতা-কর্মী, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, পেশাজীবী মহলের অতিথিদের বরণ, আলোচনা সভা ও রাত নাগাদ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে বেতার, টিভিসহ দেশের প্রতিথযশা সংগীত শিল্পী,বাউল শিল্পীরা পরিবেশনা করবেন। ১৯৮৫ সালের ৩ মে প্রতিষ্ঠিত কেন্দুয়া প্রেসক্লাবটি জেলার সাংবাদিকদের প্রিয় প্রিষ্ঠান প্রেসক্লাবের মধ্যে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন স্থানীয় এক ছাত্রদল নেতা। চাঁদা না দিলে ওই ব্যবসায়ীর দোকান ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ওই নেতা। এমন অভিযোগ ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মো. সোহেল রানা নামে এক ব্যবসায়ী। তিনি উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। অভিযুক্ত ছাত্রদল নেতার নাম জুবায়ের আহমেদ শাকিব (২৮)। তিনি উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। শাকিব উপজেলার কাশিপুর গ্রামের মো. দিলোয়ার হোসেনের ছেলে। অন্যরা অভিযুক্তরা হলো- একই উপজেলার কাশিপুর গ্রামের মো. আরিফ (৩০), মো. বাবলু মিয়া (৩৫), মো. দিলোয়ার হোসেন (৫৮), মো. নান্টু মিয়া (২৪)…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক আহবায়ককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ হলেন নেতা ইখতিয়ার হোসেন (৩২)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জফরপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে এবং কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছিলেন। শুক্রবার (২ মে) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন থানার ওসি মো. মিজানুর রহমান। এরআগে ইখতিয়ায়র হোসেনকে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ওসি আরো জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দুয়া উপজেলার আহবায়ক ইখতিয়ার হোসেনকে আজ (শুক্রবার) আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেআ জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টার দিকে মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে। মৃত গোলাপ মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাপ মিয়া তার বাবা ও ভাইদের নিয়ে দুপুরের দিকে বাড়ির সামনে জমিতে ধান কাটছিলেন। বেলা ২টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে হঠাৎ একটি বজ্রপাতে গোলাপ মিয়া ক্ষেতের মধ্যে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে গোলাপকে মৃত ঘোষণা করেন।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অভিযানের নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক এমপি’র ব্যক্তিগত সহকারি (এপিএস) মাহাবুবুর রহমান রূপাকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাহাবুবুর রহমান রূপা পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের মৃত শামসুদ্দিন তালুকদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য এবং সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের চাচাতো ভাই। বৃহস্পতিবার (১ মে) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে গত বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে মাহাবুবুর রহমান রূপাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ওসি জানান, গত ১ ডিসেম্বর পূর্বধলা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তেলুজিয়া গ্রামের বিরিশিরি রিসোর্টে ১৯ বছর বয়সি তরুণীকে ধর্ষণ মামলায় একমাত্র আসামি উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক (বর্তমানে দল থেকে বহিস্কৃত) মো. ফয়সার আহমেদ দুর্জয়। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় অভিযুক্ত ফয়সাল বর্তমানে করাগারে আছেন। মো. ফয়সল আহমেদ দুর্জয় জেলার দুর্গাপুরের চন্ডীগড় গ্রামের মজিবুর রহমান ও মোছা. খাদিজা আক্তার দম্পত্তির ছেলে। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধর্ষণ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, সাজানো ও পরিকল্পিত ঘটনা উল্লেখ করে ফয়সাল আহমেদ দুর্জয়ের মা নিজের ছেলেকে নির্দোষ দাবি করে দুর্গাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। মোছা. খাদিজা আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, আমার পুত্র মো. ফয়সাল আহাম্মদ দুর্জয়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে এবং “দুনিয়ার মজদুর, এক হও, এক হও” এ প্রতিপাত্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠন বারহাট্টা উপজেলার শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শ্রমিক দল কাঙ্গালী ভোজের আয়োজন করে।  উপজেলা প্রশাসনের ব্যানারে র‌্যালিটিতে নেতৃত্বে দেন ইউএনও মো. খবিরুল আহসান। এ র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের র‌্যালিটি গোপালপুর বাজার গরুহাট্টা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। শ্রমিক দলের র‌্যালিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বারহাট্টা উপজেলার শাখার সভাপতি শেখ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ‘‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা শ্রমিক দল, মটরযান শ্রমিক ইউনিয়ন, নির্মান শ্রমিক ইউনিয়ন, ফুটপাত শ্রমিক সংগঠনের উদ্দ্যোগে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উওোলন শেষে উপজেলা প্রশাসনসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তিতে উপজেলা পরিষদ চত্ত্বরে বক্তব্য রাখেন, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর। আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি‘র সিনিয়র-যুগ্ন আহবায়ক মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) উপজেলা প্রশাসন ও কেন্দুয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দুপুরে উপজেলা প্রশাসন ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের নেতৃত্ব শোভাযাত্রায় অংশ নেন কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলারসহ অনেকে। শোভাযাত্রার আগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মস্থলে নিরাপদ পরিবেশ এবং মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া মাঠ থেকে মহান মে দিবসের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার প্রারম্ভে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বেশ কিছু এলাকায় বোরো ধান খেতে বাদামি গাছ ফড়িং (কারেন্ট পোকা) আক্রমণ করেছে। ফলে এই এলাকার কৃষক পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এ কারণে পুরোপুরি পাকার আগেই তারা ধান কাটতে শুরু করেছেন। আবার অনেকে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী খেতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন।  বৃহস্পতিবার (১ মে) উপজেলার নাজিরপুর ও লেংগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, মাঠে মাঠে বোরো আধা কাঁচা-পাকা ধান বাতাসে দোল খাচ্ছে। শিষের ভারে নত ধানগাছ। এসব খেতের কিছু কিছু অংশের ধানগাছ মরে গেছে। কিছু কৃষককে খেতে কীটনাশক ছিটিয়ে দিতেও দেখা গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় ফয়সাল আহমেদ নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফয়সাল আহমেদ উপজেলা গোপালপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং বারহাট্টা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন তিনি। বৃহস্পতিবার (১ মে) বারহাট্টা থানার ওসি কামরুল হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ফয়সালকে মঞ্চ ভাঙচুর, আগুন জ্বালানো ও ককেটল নিক্ষেপ মামলায় আসামি হিসেবে বুধবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে ফয়সালকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির বারহাট্টায় দ্বি বার্ষিক সম্মেলনে মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো, ককটেল নিক্ষেপ ও মারপিটের ঘটনায় গোপালপুর গ্রামের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সভ্যতা গড়ে উঠলেও ভাগ্যের চাকা ঘুরেনা নেত্রকোনার দুর্গাপুরের জহুরাদের। সংসারের হাল ও সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে জহুরাদের মত অনেক নারী শ্রমিকরা দালান, সেতু, রাস্তার কাজে ব্যবহৃত ভাঙ্গা ইটের টুকরো তৈরীর কাজ করে চলেছেন। দুর্গাপুরের পৌর শহরের দেশওয়ালী পাড়া এলাকার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জায়গায় ১০ থেকে ১৫ বছরেরও অধিক সময় ধরে ইট ভাঙার কাজ করে আসছেন শতাধিক নারী। এদের মধ্যে কারও স্বামী নেই, কারও স্বামী অসুস্থ। কেউ সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে, কেউ দিনমজুর স্বামীর সংসারে সচ্ছলতা ফেরানোর চেষ্টায় ইট ভাঙার কাজ করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে হাতুড়ি দিয়ে ইট ভেঙে খোয়া তৈরির কাজ। প্রতি বস্তুায় পারিশ্রমিক ১৫…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়য় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়। আয়োজিত র‍্যালি পরিচালনা করেন প্রস্তাবিত উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. সাইফুল ইসলাম এবং সদস্য সচিব কারী তরিকুল ইসলাম। র‍্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাগর আহমেদ নাজিম, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, রফিকুজ্জামান রফিক, জিহাদ খান মিতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঞাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কেন্দুয়া পৌরসভার কমলপুর এলাকার একটি কার ওয়াশের সামনে থেকে তাকে আটক করা হয়। জাকির হোসেন ভূঞা কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এরআগে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। সর্বশেষ মোজাফরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। এদিকে জাকির হোসেন ভূঞাকে গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী এই ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: অপহরণ ও কিশোরীকে ধর্ষণ মামলায় সাইদুল (৩৮) নামে  মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার ও অপহৃত কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক নেত্রকোনার মোহনগঞ্জ ‍উপজেলার সহিলদেও গ্রামের বজলু মিয়ার ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের দেওথান এলাকায় একটি মাদরাসায় শিক্ষকতা করেন। বুধবার (৩০ এপ্রিল) ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারী পরীক্ষা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ ও পরে সেখান থেকে ভুক্তভোগীর জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। এরআগে গত মঙ্গলবার মোহনগঞ্জ পৌরশহর এলাকা থেকে সাইদুলকে গ্রেফতার এবং এই দিনই তাকে জেলা আদালতে প্রেরণ করা হয় জানায় মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম। পুলিশ ও মামলার অভিযোগ সুত্রে জানা যায়, গত ২২ মার্চ গ্রেফতারকৃত শিক্ষকের ভাই…

আরও পড়ুন