নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী গ্রামের মিয়াপাড়ায় প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসেছে এক কিশোরী প্রেমিকা। প্রেমিক নাঈম (১৬) একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। প্রেমিকা (১৪) একই ইউনিয়নের টাঙ্গুয়া গ্রামের মেয়ে। এ বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা বিভিন্ন মতামত ব্যক্ত করছেন। বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে প্রেমিকা সরাসরি নাঈমের বাড়িতে এসে উপস্থিত হয়ে জানায়, নাঈমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। বিয়ে না হওয়া পর্যন্ত প্রেমিকা নাঈমের বাড়ি ত্যাগ করবে না বলেও সাফ জানিয়ে দেয়। কিশোরী জানান, প্রায় এক বছর আগে আমার বড় বোনের বাড়িতে (মিয়াপাড়া) বেড়াতে গিয়ে নাঈমের সঙ্গে…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় আট বছর বয়সি পুত্রকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিতা হলেন- নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে মো. এরশাদ মিয়া (৩৬)। বুধবার (১৪ মে) বিকালে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাতে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম জানান, ১৫ বছর আগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাততী গ্রামের মতিয়র রহমানের মেয়ে মোছা. আফরোজা আক্তারের সাথে এরশাদ মিয়ার বিয়ে হয়। এরইমধ্যে…
নিজস্ব প্রতিবেদেক: নেত্রকোনায় সহজ সরল নিরাপরাধ মোস্তাক মিয়ার উপর মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে নেত্রকোনা-পূর্বধলা আঞ্চলিক সড়কের দুধকুড়া নামক স্থানে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোস্তাকের মাতা মোছা. সাহেরা আক্তার, মো. ছাদেক মিয়া, মো. মিলন মিয়া, মোছা. হাজেরা খাতুন, মো. গনি মিয়া, সুলতানা আক্তার, মো. মাহফুজ হাসান তামিম ও মো. হাশিম উদ্দিনসহ অরো অনেকে। মানববন্ধনে বক্তারা, মোস্তাক মিয়া একজন গ্রামের সহজ সরল ও শান্তিপ্রিয় লোক। তিনি আওয়ামীলীগ ও বিএনপি কোন রাজনৈতিক দলের কর্মকান্ডের সাথে জড়িত নয়। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় নারী কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার নগর মাদানিয়া বালিকা মাদরাসায় বাংলাদেশ মাদানি ছাত্রী কাফলার উদ্যোগে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন নেত্রকোনা অঞ্চল মহিলা জমিয়তের আহবায়ক বেগম শরীফা আমীন, নগর মাদানিয়া বালিকা মাদরাসা ছাত্রী সংসদের জিম্মাদার নওরিন আক্তার, ছাত্রী জমিয়তের জিম্মাদার আকলিমা আক্তার, তায়্যিবা জান্নাত প্রমুখ। সচেতন মুসলিম নারী সমাজের সভানেত্রী বেগম শরীফা আমীন বলেন, সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে নারী কমিশনের সুপারিশ আমরা মেনে নিতে পারি না। কতিপয় নাস্তিক্যবাদী মহিলারা পশ্চিমাদের কৃষ্টিকালচার আমাদের উপর জোর পুর্বক চাপিয়ে দিতে পারে না। পতিতাবৃত্তিকে শ্রমিকের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলার কৃষি অফিসের জরিপ অনুযায়ী জানা গেছে, চলতি বছর লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। কিন্তু বাজারের দামের তুলনায় সরকারি গুদামে ধানের দাম বেশি থাকার পরও কৃষক গুদামে ধান বিক্রি করছে না। কৃষক গুদামে বোরো ধান বিক্রি করার আবেদন করার পরও কেন ধান নিয়ে গুদাম মুখি হচ্ছেন না এমন প্রশ্ন তাদের মনেও। চলতি মাসের ৯ তারিখ খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, চলতি বছর মোট এক হাজার ৮৯ মেট্রিকটন ধান কেনা হবে। তার মধ্যে তারা মাত্র এক টন ধান কিনেছে। কৃষি অফিস কর্মকর্তা শারমিন সুলতানা গত ৯ মে বলেছিলন, তিনি এক হাজার ৬১৬ জন আগ্রহী কৃষকের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মগড়া নদীতে পানিতে ডুবে দাদি-নাতনির মৃত্যু খবর পাওয়া গেছে। নিহতরা হলেন উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি বহেরা কান্দা গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) এবং তার নাতনি লিজা আক্তার (৭)। বুধবার (১৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। জানা যায়, গত মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে ফাতেমা বেগম তার নাতনিকে নিয়ে মেয়ে দেলোয়ারা বেগমের শ্বশুরবাড়ি নারায়ণডহর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। দীর্ঘ সময়েও তারা গন্তব্যে না পৌঁছানোয় রাত ৯টার দিকে ফাতেমার মেয়ে দেলোয়ারা তার ভাই লিটন মিয়াকে ফোনে বিষয়টি জানান। পরে পরিবারের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাব্বি মিয়া একই গ্রামের আব্দুর বারেকের ছেলে। মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোমেশ্বরী নদীর চড়ে গরু চরাতে নিয়ে যান রাব্বি মিয়া। পরে হঠাৎ করে আকাশে মেঘ জমে বৈরি আবহাওয়া তৈরি হয়। গরু আনতে নদীর চড়ে গেলে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলার সিধলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে যুবক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত ১৩ নং বিট পুলিশীং কার্যক্রমের আওতায় নেত্রকোনা মডেল থানা এই মতবিনিময় সভার আয়োজন করে। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি নেত্রকোনা পৌরসভার মেয়র পদে ধানের শীষের নমিনী আব্দুল্লাহ আল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে এক হত দরিদ্র কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চীনাকুরি বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জামাল মিয়া (৩০) ওই ইউনিয়নের নেতপাড়া গ্রামের বাসিন্দা৷ গরু দুটির বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় লাখ টাকার মতো। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক জামাল মিয়া চীনাকুরি বিলে ঘাস খাওয়ার জন্য গরু দুটিকে রেখে আসেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হলে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। বৃষ্টি থামলে গরুর মালিক মাঠে গিয়ে দেখেন গরু দুটিকে মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরে গরুর মালিক কান্নায় ভেঙে পড়েন। কৃষক জামাল মিয়া বলেন,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামের নুরুল আমিন ওরফে নুরু নিখোঁজের ঘটনায় হরিপুর গ্রামের সাইদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম পেশায় একজন বংশীবাদক এবং তিনি মৃত মাইনুল ইসলামের ছেলে। মঙ্গলবার (১৩ মে) এতথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. মিজানুর রহমান। এরআগে গত সোমবার নেত্রকোনা জেলা আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেন্দুয়া থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম এ মামলার আট নম্বর এজাহারনামীয় আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ মামলার প্রধান আসামি করা হয়েছে নিখোঁজ নুরুল আমিনের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে বলে জানা গেছে। তবে শ্রেণিকক্ষের তালা ভাঙা ছিলো না। চাবি দিয়ে তালা খুলে কক্ষে প্রবেশ করেছে চোর। এদিকে বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা ছিলো। মঙ্গলবার (১৩ মে) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরআগে গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি চারদিক থেকে দেয়াল দিয়ে সুরক্ষিত। মূল ফটকও থাকে তালাবদ্ধ। রাতে পাহারাদার থাকলে কিছুদিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে চুরির সময় শ্রেণিক্ষকটির তালা ভাঙা হয়নি। চাবি দিয়ে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগার থেকে তালিকাভুক্ত ‘পথ পাঠাগারের’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২০ সালের ২ জুন পথ পাঠাগারের যাত্রা শুরু হয়। মঙ্গলবার (১৩ মে) নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক তারা দুজনের এ তথ্য নিশ্চিত করেন। এরআগে গত সোমবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয় কলেজ রোডে উপস্থিত সকল সদস্যদের উপস্থিতিতে আগের কমিটি বিলুপ্ত করে নয় সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। উপস্থিত সকল সদস্যের সম্মতিতে নাজমুল হুদা সারোয়ারকে সভাপতি ও রাজেশ গৌড়কে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি করা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. জিয়াউল হক শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল আলম সজীব,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম। ইউপি সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। এরই মধ্যে দিন-ভর থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বিকেলে ধান ক্ষেতে কৃষক খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সেসময় তারা চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় জুলাই আন্দোলনে আহতদের তালিকা থেকে ছাত্রলীগের কর্মীর নাম বাদ দেওয়ার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বারহাট্টা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ শাখার ছাত্রদল আহবায়ক আব্দুল আল মামুন, সদস্য সচিব মুন্নাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার আসমা ইউনিয়নের সক্রিয় ছাত্রলীগের কর্মী নুরুল আমিন। সে গত ৪ আগস্ট ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায়। ছাত্র জনতার উপর হামলা চালানোর সময় সে সামান্য আহত হয়। চিকিৎসার জন্য সে হাসপাতালে ভর্তি হয়। গত ৫…
নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাজাহারুল ইসলাম মাজু (৩৪) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ভুক্তভোগী মাজাহারুল ইসলাম মাজু নেত্রকোনার মদন উপজেলার মাহড়া ফকির বাড়ির মৃত হাজী হোসেন আলী ফকিরের ছেলে। গ্রেফতারকৃত আসামি রতন ফকির (৪৫) একই গ্রামের মৃত মিজাজ আলীর ছেলে। তিনি মাজু হত্যার মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি। সোমবার (১২ মে) বেলা ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়কের পক্ষে মিডিয়ার অফিসার (সিনিয়ার সহকারি পরিচালক) এতথ্য জানান। এরআগে গত রবিবার দেড়টার দিকে কিশোরগঞ্জ র্যাব-১৪ একটি আভিযানিক দল নেত্রকোনার কেন্দুয়া থানাধীন বাদেকেন্দুয়া দুলাইন এলাকা থেকে আসামি রতন ফকিরকে গ্রেফতার করতে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কুমিল্লার লাকসামের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহাব্বত আলীর নামে আলোচিত অবৈধ সম্পদ কেলেঙ্কারিতে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রংছাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজামুল ইসলাম সরকার (দলিল লেখক), ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন মিয়া ও আব্দুল হান্নান। সোমবার (১২ মে) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, একটি চক্র মনগড়া ও সাজানো গল্প বানিয়ে আমাদের জড়িয়ে একটি রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে আমাদের সম্মান, সামাজিক অবস্থান ও রাজনীতিক পরিচয়কে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, সাবেক মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহাব্বত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের দাবিতে মাদরাসা পড়ূয়া এক ছাত্রের বাড়িতে অবস্থান নিয়েছে এক স্কুল ছাত্রী। এ ঘটনায় ওই মাদরাসা ছাত্র ও বাবা-মাসহ পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান। রবিবার (১১ মে) দুপুরে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সাকরাজ গ্রামের আব্দুস ছালামের ছেলে আলী নূরের বাড়িতে অবস্থান নেয় ওই ছাত্রী। সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই ছাত্রী সেখানেই অবস্থান করছে বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, আলী নূর ও স্কুল ছাত্রীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। আলী নুর উপজেলার সাকরাজ গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসায় দশম শ্রেণিতে পড়াশোনা করেন। অপরদিকে স্কুল ছাত্রী উপজেলার সুয়াইর ইউনিয়ের নলজুরী গ্রামের বাসিন্দা ও স্থানীয়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবার পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ মে) দুপুরে রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে জাকারিয়া নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জাকারিয়া নল্লাপাড়া গ্রামের মোঃ জাকির মিয়া ও সুইটি আক্তারের ছেলে। মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল পাঠান জানান, জাকির ও তার স্ত্রী রবিবার দুপুরে বাড়ির পিছনে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় শিশু জাকারিয়া সেখানে বসাছিল। সকলের অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে পার্শ্ববর্তী ছোট পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাউদপাড়া এলাকায় বাড়ি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে্ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রোয়াইলবাড়ি আমতলা গ্রামের আলম (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আহতদের মধ্যে কয়েকজন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মো. সিরাজুল ইসলামের দুই ছেলে আনোয়ার ইসলাম রিয়াদ (৩৫) ও নুরুল ইসলাম জনি (২৫) এবং নুরুল ইসলামের স্ত্রী সৈয়দা স্মৃতি আক্তার (২৪)। তারা সকলেই উপজেলার সাউদপাড়া এলাকার বাসিন্দা। রবিবার (১১ মে) গ্রেফতারকৃত তিনজনকেই দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করেছে বলে জানান…
নিজস্ব প্রতিবদেক: নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান নেত্রকোনা পৌরশহরের কাটলী এলাকার মৃত শফিকুর রহমান খানের ছেলে। শনিবার (১০ মে) দিনগত রাত ১২টার দিকে কাটলী এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানান নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। ওসি আরও জানান গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। বিগত সময়ে দায়ের করা নাশকতা মামলায় তাকে ১১ মে (রবিবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে।