নিজস্ব প্রতিবেদক: বন্ধ থাকা লোকাল ট্রেন চালুর দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতীকী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চলাচলকারী ওই লোকাল ট্রেনটি ইঞ্জিন সংকটের অজুহাতে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বুধবার (২৬ মার্চ) বিকেলে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এসব কর্মসূচি পালন করা হয়। সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম এসব কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মো. আল হেলাল তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো.…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মাধ্যমে গঠন করা নেত্রকোনার বারহাট্টা উপজেলার তিলসিন্দুর ও এস দাখিল মাদ্রাসার এডহক কমিটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি সংশ্লিষ্টদের এ বিষয়ে কারণ দর্শাতের বলা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটি গঠনের জন্য প্রার্থীদের কাগজপত্র বোর্ডের কাছে প্রেরণ করা আমাদের কাজ। এর বাইরে কেন, কিভাবে, কি হলো তা জানা নেই। এ বিষয়ে করা অভিযোগ, মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, গত ৯ জানুয়ারি মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মোহাম্মদ নাছিমূল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এডহক কমিটি গঠনের নির্দেশ দেন ওই মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) হাফিজাহকে। সুপার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর পৌরসভা, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাব সহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পরবর্তিতে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা প্রশাসন। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাবার বিরুদ্ধে ১৫ বছর বয়সী নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে দিবাগত রাতে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত বাবা (৫৫) উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। এদিকে ধর্ষণের বিষয়টি জানাজানির পর থেকেই অভিযুক্ত বাবা গা ডাকা দিয়েছে বলে জানা গেছে। মামলায় ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তাঁর ১৫ বছর বয়সী মেয়েকে তার স্বামী (মেয়ের বাবা) দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুড়ি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঐ দিনের পরে একই রকম ভয়ভীতি প্রদর্শন করে নিজ মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের কথা কারো…
নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বৈষম্যহীন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেত্রকোনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৫ পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়। সুর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নেত্রকোনা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ও সাতপাইয়ে নির্মিত স্মৃতিসৌধে সকল সরকারী, আধা সরকারী, সায়ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টার দিকে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান…
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ মার্চ) সকালে কেন্দুয়া অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ৩০২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়, যার মধ্যে ১৩৩ জন জীবিত এবং ১৬৯ জন মৃত মুক্তিযোদ্ধা। তাদের মধ্যে যারা জীবিত রয়েছেন তারা সরাসরি সংবর্ধনা গ্রহণ করেন এবং মৃত মুক্তিযোদ্ধাদের পরিবার সদস্যরা তাদের সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা…
কে. এম. সাখাওয়াত হোসেন: ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও দেশীয় দোসর দের দ্বারা ২৫ মার্চ রাতে সংগঠিত গণহত্যায় শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন ও আলোর মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা শাখা। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নেত্রকোনা পৌরশহরে সাতপাই কালিবাড়িস্থ জেলা কার্যালয় থেকে আলোর মিছিল শুরু হয় এবং নেত্রকোনা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের এসে শেষ। পরে অপরাপর সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে একত্রে আলোক প্রজ্জ্বলন করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নে সভাপতি আহাম্মেদ…
কে. এম সাখাওয়াত হোসেন: শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং শ্রমিক ও ছাত্র নেতাদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে নেত্রকোণায় মশাল মিছিল হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৭টার দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোণা জেলা সংসদের উদ্যোগে নেত্রকোণা পৌরশহরের সাতপাই কালিবাড়ি মোড় থেকে মশাল মিছিলটি যাত্রা করে। তেরিবাজার ও ছোট বাজার হয়ে শহীদ মিনারের সামনে ্ পরে শহীদ মিনারের সামনে সংগঠনের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে ও আজিজুর রহমান সায়েমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পৃথ্বীরাজ রুদ্র ও অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশি হামলা এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়ের উপর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে আইডিইবি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নেত্রকোনা জেলা শাখা এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। নেত্রকোণা আইডিইবি’র সভাপতি এস এম মুসার সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাদেক খান দীপের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা আইডিইবি’র সাবেক সভাপতি নেত্রকোণা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ বাবু রতন কুমার পন্ডিত, নেত্রকোণা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল কবীর, নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ, নেত্রকোণা পৌরসভার সহকারী প্রকৌশলী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারের সময় ১০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নাজিরপুর বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ জড়ো হয়ে চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। স্থানীয়রা অভিযোগ করেন, গরিব-অসহায়দের জন্য বরাদ্দকৃত ১০ কেজি করে চাল ঈদ উপহার হিসেবে দেওয়া হলেও অনেক পরিবার তাদের প্রাপ্য চাল পায়নি। অভিযোগ রয়েছে, চেয়ারম্যান আব্দুল আলী ও তার ছেলে স্বাধীন এবং বিশ্বস্ত লোকজনের মাধ্যমে সরকারি চাল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পূর্বধলা উপজেলায় মো. মাসুদ রানা (৩৬) নামে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়া বাজার (বামনডহর) এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের দিকে মাসুদ রানাকে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত সোমবার সন্ধ্যায় পূর্বধলার ইলাশপুর চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্বধলা শাখার একজন কর্মী। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানা ওসি মো. নূরুল আলম জানান, গত ২৪ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে দায়ের মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে মাসুদ রানাকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তেন গণহত্যা দিবস উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মাহমুদুদল হাসান, সিপিবি সভাপতি আলকাছ উদ্দীন মীর, বৈষম্য বিরোধী ছাত্র…
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাব-গাম্ভির্যের মধ্যদিয়ে নেত্রকেনার দুর্গাপুরে সম্মানীত সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সম্মানে দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় আলোচনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি তোবারক হোসেন খোকন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, ওসি মাহমুদুল হাসান, পৌর বিএনপি‘র আহবায়ক আবু ছিদ্দিক রুক্কু, সদস্য সচিব সম্রাট গণি, এডভোকেট মানেশ সাহা, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সামাজসেবক হাজী…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। তিনি ৫ আগষ্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত সোমবার (২৪ মার্চ) রাতে বাসায় ফিরেন। ওইদিনই দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রকোনা জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মোটরসাইকেল পুড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় টুকুকে গ্রেফতারের করা হয়েছে এবং তিনি সিরাজগঞ্জসহ নেত্রকোণা সদর থানায় ছয়টি মামলার এজাহারনামীয় আসামি বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত জেলা আ.লীগ নেতা টুকু নেত্রকোনা পৌরশহরের মসজিদ কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং মৃত গাজী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে তিন হাজার ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত দুজন হলেন- আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম এবং একই উপজেলার শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. জিয়া আহমেদ। অভিযানে জব্দকৃত চাল ও আটক ব্যক্তিদের সোমবার (২৪ মার্চ) দিনগত মধ্য রাতেই আটপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে ৬৩ ইষ্ট বেংগলের উপ-অধিনায়ক মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো.…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সুমন মিয়া (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকালের দিকে ময়না তদন্তের জন্য মৃতদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এরআগে গত সোমবার (২৪মার্চ) সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সুমন একই গ্রামের রফিক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া মানসিক প্রতিবন্ধী ছিল। গত সোমবার সন্ধ্যায় সুমনকে একা বাসায় রেখে তার বাবা রফিক মিয়া ধান খেতে পানি দেওয়ার জন্য বের হন। খেতে পানি দেওয়া শেষে বাসায় ফিরে দেখেন তাঁর ছেলের নিথর দেহ ঘরের আড়ার সাথে ঝুলছে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সম্মানে কুরআন উপহার প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে কেন্দুয়া উপজেলা মডেল মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামের আলোকে শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কুরআন উপহার প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সকলের অংশগ্রহণে এক আনন্দঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ছাত্র শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি কিরণ…
কে. এম. সাখাওয়াত হোসেন: মাদরাসার শিক্ষার্থীকে অপহরণ মামলার এজাহারনামীয় আসামি মো. মুজাহিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৪। সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চেংজানা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। সোমবার (২৪ মার্চ) রাত পৌনে ৮টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান মিডিয়া অফিসার। এরআগে একই দিন বেলা আড়াইটার দিকে মুজাহিদুল ইসলামকে চেংজানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত মুজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ সদর থানায় গত ১ ডিসেম্বর দায়ের করা মাদরাসার শিক্ষার্থী অপহরণ মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের এবং এক ব্যক্তির আটককে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার (২৪ মার্চ) কেন্দুয়া উপজেলা পরিষদের সামনে আটককৃত কামরুজ্জামানের মুক্তির দাবিতে স্থানীয় গ্রামবাসী এবং সামাজিক সংগঠন ‘স্বদেশপ্রেম গ্রুপ’ এর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এম এ রউফ, ইয়াসিন আরাফাত, মো. সাইদুর রহমান, নুরে আলম তালুকদার, রাছেল আহমেদ হলুদ ও শাখাওয়াত হোসেন। বক্তারা অভিযোগ করেন, মৃত ফজলে এলাহীর পুত্র সৈনিক আরিফুজ্জামান পরিকল্পিতভাবে নিজ বাড়িতে আগুন দিয়ে এলাকায় সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তাঁরা বলেন, এই ধরনের মিথ্যা মামলা জনমনে বিভ্রান্তি তৈরি…
কে. এম. সাখাওয়াত হোসেন: কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমুল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রভাবে ক্ষতিগ্রস্থ প্রান্তিক পর্যায়ে নারী দল সদস্যদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম শুরু করার লক্ষ্যে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিস) পরিচালিত অ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইমেন অ্যান্ড মারজিনালাইজড্ পিপল (আওয়াম) প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে ২০জন নারীদল সদস্যকে আয় বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে অংশীদারিত্বের ভিত্তিতে নারী সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। নেত্রকোনা পৌরশহরের পূর্বকাটলী এলাকার কেন্দ্র অফিসে প্রশিক্ষণের উদ্বোধন এবং নারী সদস্যদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রৌফ সরকার।…