তানভীর আহমেদ: সুনামগঞ্জ: সোহেল মিয়া (৪৭), পেশায় দিনমজুর। সারাদিন কাজ করে যা উপার্জন করেন, তা দিয়েই অভাবের সংসার চলে তার। ১ম রমজানে সেহেরি খাওয়ার জন্য বাজারে এসেছেন মুরগি নিতে। দোকানে গিয়ে মুরগির দাম শুনেই মাথায় হাত পড়ে সোহেল মিয়ার। বাজারে প্রতিকেজি মুরগি খুচরা বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা। গত একমাসের ব্যবধানে দাম বেড়েছে ১০০ টাকারও বেশি। সোহেল মিয়া বলেন, ‘আগে মুরগির দামডা কম আছিল। প্রতি সপ্তাহে কিইন্যা খাইবার পাইছি। অহন তো দাম খালি বাইড়াই যাইতাছে। চাল কিনলে মুরগি কিনবার পাই না, মুরগি কিনলে চাল কিনবার পাই না। পুলাপান তো হেইডা বুঝে না। মাসেও একবার কিনবার পারি না। বেশকিছু দিন…
Author: Tanvir Ahmed
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মাথা গোঁজার নিজস্ব ঠাঁই না থাকা আরও ২৫ টি পরিবার নিজের নামে ঘর পেল। এসব পরিবারের কাছে আজ ঘর হস্তান্তর করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে দেশব্যাপী ভূমি ও গৃহহীন পরিবারকে সরকারি জায়গায় ঘর তৈরি দেওয়ার ঐতিহাসিক প্রকল্প হাতে নিয়েছিল বর্তমান সরকার। ইতোমধ্যে তিন ধাপে ভূমি ও গৃহহীন পরিবারের কাছে আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর সমঝিয়ে দেওয়া হয়। এবার চতুর্থ ধাপের ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল ১১টা উপজেলা প্রশাসন আয়োজনে উপহারের ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা…
নিজস্ব প্রতিবেদক: ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রাফসান জামান। রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফলাফল ঘোষণার পর এ তথ্য জানান। রাফসান চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। তিনি ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। এ বছর ভর্তি পরীক্ষায় মোট পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে ২৮ হাজার ৩৮১ জন এবং ছেলে ২০ হাজার ৮১৩ জন। এদিকে শিক্ষার্থীরা তিনভাবে ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদনকারীর…
ক্রীড়া ডেস্ক: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটে পাঠিয়েছিল বাংলাদেশ অধিনায়ক সাবিক আল হাসান। মিরাজ-তাসকিনদের আঘাতে ইংলিশ শিবির লণ্ডভণ্ড। সব ওভার খেলে সব উইকেটের বিনিময়ে ১১৭ রান করে বাটলারের দল। এখন বাংলাদেশের সামলে লক্ষ্য ১১৮ রান। লক্ষ্য তাড়ায় ব্যাটে নেমেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এখনো কোনো ফরমেটেই সিরিজ জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার নিজেদের মাঠে ওয়ানডে হাত ছাড়া হলেও আশার আলো জাগিয়েছে টি-টোয়েন্টি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মিরপুরের দুটিতে হারে তামিম ইকবালের দল। কিন্তু চট্টগ্রামে গিয়ে পাল্টে যায় চিত্র। শেষ ওয়ানডে নিজেদের করে নেয় টাইগাররা। এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতায়…
সুনামগঞ্জ প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র্যালী ও আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে একটি র্যালী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা।
তানভীর আহমেদ: নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি সুনামগঞ্জের তাহিরপুরে ফসলরক্ষা বাঁধের কাজ। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) আওতায় গেল বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব বাঁধ তৈরির কাজ শতভাগ শেষ করার কথা। কিন্তু ৪ মার্চ (শনিবার) সকাল পর্যন্ত এসব বাঁধের মাত্র ৬০-৬৫ ভাগ কাজ শেষ হয়েছে। যদিও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২৮ ফেব্রুয়ারীর মধ্যে ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং ৭ মার্চের মধ্যে সবক’টি বাঁধের মাটি ভরাটের কাজ শেষ হবে। তবে স্থানীয় লোকজনের দাবি, এই পর্যন্ত ৬০ থেকে ৬৫ ভাগ কাজ হয়েছে। অনেক বাঁধে এখনো মাটির কাজই শেষ হয়নি। নির্ধারিত সময়ে কাজ শেষ…
সুনামগঞ্জ প্রতিনিধি: জরিমানা ও মুচলেকায় মুক্তি পেলেন সুনামগঞ্জের তাহিরপুরে আটককৃত দুই পিআইসির সভাপতি। শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা ও মুচলেকার রায় দেন। এ তথ্য নিশ্চিত করে সুপ্রভাত চাকমা বলেন, আগামী ৬ মার্চের মধ্যে বাঁধের কাজ শেষ করবেন মর্মে মুচলেকা দেন আটকরা। দুইজনকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাঁধের কাজ ওঠানোর স্বার্থে দুইজনকে জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলেন, উপজেলায় মহালিয়া হাওরের ১৬ নম্বর পিআইসি সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক। অপরজন ১৯ নম্বর পিআইসি সভাপতি মোসাহিদ মিয়া। শুক্রবার…
সুনামগঞ্জ প্রতিনিধি: ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজে গাফিলতির অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মহালিয়া হাওরের দুই প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর সভাপতিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) সকাল ১১ টায় তাদের আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি এই তথ্য নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহালিয়া হাওরের ১৬ ও ১৯ নম্বর পিআইসির সভাপতি ফজলুল হক ও মোসাহিদকে আটক করার নির্দেশ দেন। পরে থানা পুলিশ তাদের আটক করে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, বাঁধনির্মাণ কাজে গাফিলতির কারণে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটক করা হয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি:: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে চারদিকে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের ছোঁয়া পুলিশেও লেগেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জের শাল্লার থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন। আবদুল্লাহ আল-মামুন বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স সে নীতিতে পুলিশ কাজ করছে। বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এসময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
তানভীর আহমেদ: সুনামগঞ্জ: দীর্ঘ অপেক্ষার পর ফাল্গুনের শুরুতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রথম মৌসুমি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল মাতাল হাওয়া। স্বস্তির এই বৃষ্টিতে ভিজেছে হাওরাঞ্চলের বোরো ফসল। এতে বোরো ফসলের ভালো ফলন হওয়ার আশা কৃষকদের। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে তাহিরপুর উপজেলায় হালকা বৃষ্টি হয়েছে। আগের দিন মঙ্গলবার ভোরে সুনামগঞ্জের আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন। সূর্যের কড়া আলোর দেখা মেলেনি সকাল থেকে দুপুর পর্যন্ত। আজ বুধবার সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। এক পর্যায়ে হালকা বৃষ্টি হয়। সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত হালকা বৃষ্টি পড়ে। এক ঘণ্টার বৃষ্টিতে স্বস্তি মিলেছে হাওরের কৃষকদের মধ্যে। এই বৃষ্টি কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এমন…
সুনামগঞ্জ প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে জেলা জাতীয় শ্রমিকলীগ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: সেলিম আহমদ এর নেতৃত্বে পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ সহ সভাপতি আবু হানিফ, সহ সভাপতি মহসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক, মো: রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল বাশার অপু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রফিক,…
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ২০ ফেব্রুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ সিভিল সার্জল কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে শহরের ইপি আই ভবণের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের কোল্ড চেইন টেক মো. ফজলুল করিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। সিভিল সার্জন ডা.আহমদ হোসেন বলেছেন আগামী ২০ ফেব্রুয়ারী সকাল ৮ হতে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জের পুরো জেলায় ৬…
সুনামগঞ্জ প্রতিনিধি: শহরের ব্যস্ততা আর ক্লান্তি ভুলে একটু জিরিয়ে নিতে সবাই ছুটে যাচ্ছেন নতুন গড়ে উঠা পর্যটন স্থান পুষ্প কাননে। উপভোগ করছেন পুষ্প কাননের সৌন্দর্য। তুলছেন সেলফি, সময় কাটাচ্ছেন নিজের মতো করে। শুধু তাই নয় চাইলে পাওয়া যাচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফারও। এতে আয়ের নতুন উৎস তৈরি হয়েছে নারী উদ্যোক্তা জাহানারা বেগমের। সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামে প্রায় ১০০ শতাংশ জমি চার মাসের জন্য ১২ হাজার টাকা দিয়ে ভাড়া নিয়ে বাগান করেছেন জাহানারা বেগম। নাম দিয়েছেন পুষ্প কানন। বাগানে রয়েছে সূর্যমুখী, গাঁদা, সিলভিয়া, কুসুমসহ ২০ ধরনের ফুল। বাগানের উদ্বোধন হয় ১ জানুয়ারি। এরপর থেকে বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ২০…
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ঢাকা পোস্টের সমস্ত কলা কৌশলিকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন তিন প্রকারের সংবাদ দেখি। অনলাইন, ছাপা ও টেলিভিশন সংবাদ। মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতার কারণে আমরা এখন সাথে সাথেই সব খবর পেয়ে যাই। এবং সাথে সাথেই আমরা বুঝতে পারি আমাদের কী করা উচিত। আমার মতো প্রশাসনের কর্মকর্তারা যারা কাজে কোনো ভুল হলে বুঝতে পারি। জনপ্রতিনিধিরা বুঝতে পারে তাদের কী করা উচিত। এসবই সম্ভব হয়েছে ডিজিটাল প্রযুক্তির উন্নতির কারণে। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইসতেহার অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কেউ দমাতে পারেনি, পারবে না। বৃহস্পতিবার বিকেলে ঢাকা পোস্ট তিন বছরে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায়…
তানভীর আহমেদঃ শীতকালে ঝরে পড়া পাতার ফাঁকা জায়গা পূরণ করতে গাছে গাছে আবার নতুন পাতা গজায়, পাতার ফাঁকে বসে কুহু-কুহু গান ধরে কালো কোকিল এবং ফুলে ফুলে ভরে যায় গাছগাছালি। মনের আনন্দে পাখিরা গান গাইতে শুরু করে এই বসন্তে। চারিদিকে শুধু ফুলের মৌ মৌ সুগন্ধ। আর তাই ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির পাশাপাশি রঙ্গিন সাজে বর্ণিল উৎসবে মেতে উঠে তরুণ-তরুণীরা। ঋতুর রাজা বসন্তের আগমনে মৃদুমন্দ বাতাসে প্রকৃতির রূপ লাবণ্যে সজ্জিত শিমুল বাগানে যেন পূর্ণতা পেয়েছে। কবির ভাষায় বলা যায়-এতো ফুল ফোটে/এতো বাঁশি বাজে/এতো পাখি গায়। বাগানের প্রতিটি গাছে শত ভাগ গাছের ফুল ফুটেছে। দূর থেকে দেখলে মনে হয় লাল ফুলের গালিচা…
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিন মনোনীত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে সম্মেলন পরবর্তী কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এরআগে দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। নেতারা মঞ্চে আসন গ্রহণ করার পর সূচনা বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবিরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি দলের কেন্দ্রীয় কমিটির…
তানভীর আহমেদ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে (সুলেমানপুর বাজার সংলগ্ন) নাব্য সংকটের কারণে আটকা পড়েছে প্রায় দুই শতাধিক নৌযান। প্রতি বছর এই সময়ে নদীটির পানি কমে যাওয়ায় দেখা দেয় তীব্র নৌজট। এতে কখনো কখনো ৩০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগে যায় ১৫ থেকে ৩০ দিনেরও বেশি। এবছরও ব্যতিক্রম হয়নি। গেল ৩-৪ দিন যাবৎ পাটলাই নদীতে দেখা দিয়েছে তীব্র নৌজট। ফলে নদীতে আটকে পড়েছে শত শত বাল্কহেড। তবে নৌযানগুলো কবে নাগাদ তীরে ভিড়বে তার নিশ্চয়তা নেই। জানা যায়, মালামাল পরিবহনে তাহিরপুর উপজেলার সঙ্গে সরাসরি কোনো সড়ক যোগাযোগ নেই। বর্ষা ও হেমন্তে ভরসা কেবল নৌপথ। প্রতি বছর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া, বাগলী…
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে তিন দিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা চলছে। ঘোড়দৌড়ে অংশ নিতে সুনামগঞ্জের বাইরে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ অন্যান্য জেলা উপজেলা থেকেও ঘোড়া নিয়ে এসেছেন শৌখিন ঘোড়া মালিকরা। রোববার (২৯ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) পর্যন্ত। তিন দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কয়েক শতাধিক ঘোড়া। বিশাল এই ঘোড়দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার দর্শনার্থী। বোরো চাষাবাদ মৌসুমে কৃষকদের বিনোদনের মাধ্যমে উৎসাহিত করতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরা এবং গ্রামের মানুষের বিনোদনের জন্য ঘোড়দৌড়কে উৎসাহিত করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন।…
বিশেষ প্রতিনিধিঃ চলতি বছরের (২০২৩) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। রোববার (৩০ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডে কর্মকর্তা ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কারণে পুনর্বিন্যাস করা সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত কয়েক বছর আগে থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমান পরীক্ষা আরম্ভ হলেও ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়।
তানভীর আহমেদঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় ১১টি হাটবাজার গুলোতে সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। গত চার দিন ধরে তাহিরপুর উপজেলা সদর বাজার সহ সবকটি বাজারই দেখা দিয়েছে সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট। বাসাবাড়ি সহ বিভিন্ন খাবার হোটেল-রেস্টুরেন্টে ব্যবহার করা হয় সিলিন্ডার গ্যাস। কিন্তু চার দিন বাজারে গ্যাস না আসায় খাবার হোটেল-রেস্টুরেন্ট ও বাসাবাড়িতে রান্না করতে গিয়ে ভোগান্তিতে পরছেন ভোক্তারা। অনেকেই লাকড়ি ব্যবহার করে চালিয়ে নিচ্ছেন আবার অনেকে হোটেল থেকে খাবার কিনে সংকট মোকাবেলা করছেন। তাহিরপুরে চাকুরীরত উন্নয়ন সংস্থার কর্মী আশরাফুল ইসলাম বলেন, চাকুরীর সুবাদে পরিবার নিয়ে তাহিরপুরে থাকি। হঠাৎ করে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। তাহিরপুর বাজারে গ্যাস না পেয়ে পার্শ্ববর্তী…