নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের বিভিন্ন এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়াবদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থাপিত ৩১ দফার লিফলেট বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরের দিকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. আরিফা জেসমিন নাহীন তিনি ৩১ দফার লিফলেট বিতরন করেন। রাষ্ট্র মেরামতে ৩১ দফা লিফলেট তিনি নেত্রকোনার মোক্তারপাড়া থেকে শুরু করে ছোটবাজার, তেরী বাজার, বড় বাজার, আরামবাগ, জয়নগর ও কুরপাড় এসব এলাকার জনসাধারণ, অফিস, দোকান ও বাসা-বাড়িতে পৌঁছে দেন। এ সময় তাঁর সাথে ছিলেন, অ্যাড. মাহমুদা খানম রিতা, অ্যাড. রাকিব আল মান্নান, পারভিন আক্তার, রেহানা আক্তার, শতাব্দী বাধন,…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি হয়। এ সময় স্বাস্থ্য সহকারীরা তাদের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন দিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলার সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা শাখার সভাপতি আকিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি আবিদা সুলতানা প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছি। অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছি।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শান্তি-সম্প্রীতি রক্ষা ও সহিংসতা প্রতিরোধে সংবেদনশীল সমাাজ গঠন ও সচেতনতা বৃদ্ধির জন্য জনগোষ্ঠী সমাবেশীকরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে রাশিমনি স্মৃতি সৌধ চত্বরে উপজেলা যুব ফোরাম ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপজেলা যুব ফোরামের আহ্বায়ক রাজেশ গৌড় এর সভাপতিত্বে ও সদস্য মুক্তা দত্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির ডেপুটি হেড করিন আলেকজেন্দ্রা। বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, জাতিসংঘের সাবেক কর্মকর্তা এম এ জিন্নাহ, জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য পল্টন হাজং, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, রূপান্তরের…
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত অসহায় কৃষ্ণ হাজংয়ের চিকিৎসার খোঁজখবর নিতে এবার হাসপাতালে ছুটে গেলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (২৩ জুন) তিনি ঢাকার পিজি হাসপাতালে গিয়ে কৃষ্ণ হাজংয়ের শয্যাপাশে বসে তার সামগ্রিক চিকিৎসার খবর নেন। এসময় তিনি ডাক্তারদের সাথেও কথা বলেন। এর আগে গত ১৮ই জুন বিএনপির এই কেন্দ্রীয় নেতার উদ্যোগে ঢাকায় উন্নত চিকিৎসা শুরু হয় কৃষ্ণ হাজংয়ের। জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন কৃষ্ণ হাজং। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন। বেঁচে থাকার যুদ্ধে দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ঢাকায় চিকিৎসা নেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ তাই পড়েন…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নতুন সমাজ বিনির্মানে যুবকদের ভুমি অপরিশীম। রাষ্ট্র তথা সমাজের নানা ক্ষেত্রে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদেরকে দায়িত্ববান ও আত্মনির্ভরশীল করে সু-সংগঠিত উৎপাদনমুখী শক্তিতে রূপদান করতে যুব ফোরামের মাধ্যমে কাজ করছে স্থানীয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত ‘আস্থা’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগে ২৮টি উপজেলায় যুব ফোরাম গঠনের মাধ্যমে শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করার জন্য নেত্রকোর দুর্গাপুর উপজেলায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ডিএসকে মিলনায়তনে, যুব ফোরামের সদস্য এস এম শাহীনের সঞ্চালনায়, উপজেলা কমিটির আহবায়ক রাজস গৌড় এর সভাপতিত্বে, শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে…
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি কল্যাণরাষ্ট্র গঠনের স্পষ্ট নির্দেশনা- এমন মন্তব্য করেছেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। সোমবার (২৩ জুন) বিকেলে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কৃষি ও শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তার নেতৃত্বে একটি জবাবদিহিমূলক ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ডায়ানোস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। সোমবার (২৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে পাঁচটি ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে একটি ডায়ানোস্টিক সেন্টার সিলগালা এবং বাকি চারটি ডায়াগনোস্টিক সেন্টারকে সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান এবং বারহাট্টা থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে। এ অভিযান বারহাট্টা হাসপাতাল রোড, অডিটোরিয়াম এলাকা এবং এর আশেপাশের ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে সম্প্রতি একাধিক অভিযোগ সামনে এসেছে, বিশেষত ২৬ ধারার মামলার জন্য ইনজুরি সার্টিফিকেট ইস্যু নিয়ে। চিকিৎসা না করে কিংবা রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করার পরেও ইনজুরি রিপোর্ট সরবরাহ করা। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকা নিয়ে ব্যাপক আলোচনা চলছে স্থানীয়দের মধ্যে। সম্প্রতি বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের মনিরুজ্জামান (৫০) জমি সংক্রান্ত বিরোধের জেরে গুরুতর আহত হয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (MMCH) রেফার্ড করা হয়। অথচ, নিয়ম অনুযায়ী রিপোর্ট দেওয়ার এখতিয়ার থাকা সত্ত্বেও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেকে) হাসপাতালের পরিবর্তে কেন্দুয়া হাসপাতাল থেকেই ইনজুরি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া গ্রামে ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী কামরুল ইসলাম অভিযোগ করে জানান, তিনি মরিচপুর-গৈচাশিয়া রোডসংলগ্ন জমি আমির হোসেনের কাছ থেকে ক্রয় করেন। ওই জমি নিয়ে বিরোধে থাকা আহমেদ হোসন ও তাঁর ছেলে মালেক, শামীম ও জসিমসহ আরও কয়েকজন অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, বিবাদীরা তাঁর ক্রয়কৃত জমি থেকে কাঁঠাল, সুপারি ও বাঁশ কেটে নিয়ে যায়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে পথিমধ্যে মারধর করে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় রাহেলা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাহেলা বেগম জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাহেলা বেগম তার মেয়েকে সঙ্গে নিয়ে নেত্রকোনা থেকে সিএনজি চালিত অটোরিকশায় কেন্দুয়া যাচ্ছিলেন। পথে সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনের গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয় এবং অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে রাহেলা বেগম গুরুতর আহত হন। এ সময় একই গাড়িতে থাকা এক ব্যাংক কর্মকর্তাও আহত হন। স্থানীয়রা…
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সাজিউড়ায় লোকজ সংগ্রহশালা ও গণপাঠাগার এর উদ্যোগে মরমী কণ্ঠশিল্পী বাউল সাধক আব্দুল মজিদ তালুকদার এঁর (মরনোত্তর) সম্মাননা প্রদান উপলক্ষে শিল্পী ও কবি বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২১ জুন ২০২৫ শনিবার চারণ কবি সমরেন্দ্র বিশ্বশর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সুফি কবি এনামূল হক পলাশ। অনুষ্ঠানে আলোচনা করেছেন মোখলেছুর রহমান বাঙ্গালী, কবি মাহবুবা খান দীপান্বিতা, গীতিকার মীর্জা রফিকুল হাসান, কবি রহমান জীবন, কবি মো. শাহাবুল কাদির ভূঞা, কবি জহিরুল হক, শিল্পী আবুল বাশার তালুকদার, মুকুল সরকার, সাংবাদিক মো. লুৎফুর রহমান…
নিজস্ব প্রতিবেদক: ‘‘সংগ্রাম, সাম্য ও সমকালের প্রসঙ্গ নজরুল’’ এই প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আয়োজনে, তরুণ প্রজন্মদের নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী ভাবনা, সৃজনশীলতা ও সংগ্রামী চেতনা শীর্ষক আলোচনায় নজরুল ইনস্টিটিউটের সহকারি পরিচালক মো. ফখরুল আলম এর সঞ্চালনায়, ইনস্টিটিউটের পরিচালক কে, এম, আল-আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি ও কথাসাহিত্যিক, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, মো. লতিফুল ইসলাম শিবলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বিএনপি দলীয় জেলা কার্যালয় ভাংচুর ও নাশকতা মামলায় সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ জুন) তাকে আদালতে প্রেরণের কথা জানায় পুলিশ। এরআগে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উত্তর সাতপাই এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃত সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে দ্বায়িত্বরত ছিলেন। বর্তমানে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাসেল তা অমান্য করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাছাড়া শুক্রবার সকালে হওয়া আওয়ামীলীগের মিছিলে সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল পরোক্ষভাবে জড়িত ছিল বলেও জানায় পুলিশ। এব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান,…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে বিশ্বজিৎ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকালের দিকে উপজেলার হিন্দু চকপাড়া ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখতে দেখে স্থানীয়রা। নিহত বিশ্বজিৎ উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামের অনিলের ছেলে। তার মরদেহের পাশে মদের বোতল ও ট্যাপেন্ডাল জাতীয় ঔষধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক নারী প্রথমে মৃতদেহটি দেখতে পান। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় কলেজ রোড এলাকায় নাহার এন্টারপ্রাইজের একটি গোডাউনে যৌথবাহিনীর অভিযানে ১৩ হাজার ৫১৫ কেজি চাল জব্দ করা হয়েছে। অভিযানে যৌথ বাহিনীর একটি টিম অংশ নেয় এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। তবে পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। শনিবার (২১ জুন) কেন্দুয়ার থানার ওসি মিজানুর রহমান জানান, এই ঘটনায় কাউকে গ্রেফতার দেখানো হয়নি এবং কোনো মামলা দায়ের করা হয়নি। এরআগে শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। কেন্দুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত চালগুলো ছিল ডিলার রেশন (ডি.আর) কর্মসূচির আওতাভুক্ত। যা বিধি লঙ্ঘন করে একত্রে মজুদ…
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেঁজগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বাদ জুমা আটিগাঁও যাত্রিক সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কুদ্দুছ হাওলাদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা শামীম হাবিব। এছাড়াও বক্তব্য রাখেন, বেঁজগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোয়াজ্জেম হোসেন মাঝি, উপজেলা বিএনপির নেতা মাইনুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন সদস্য সচিব আবু তাহের মৃধা, বিএনপি নেতা সাওখাত…
নিজস্ব প্রতিবেদক: নির্মাণের শুরু থেকেই প্রায় বিকল হয়ে আছে পানি সরবরাহের একমাত্র অ-গভীর নলকূপটি। খামারের পাঁচটি পুকুরের মধ্যে প্রায় গুলোতে পানি নেই। নেই কোন ড্রেনেজ ব্যবস্থাও। নানা জটিলতায় অর্ধযুগ ধরে প্রায় বন্ধ রয়েছে নেত্রকোনার দুর্গাপুরের মৎস্য বীজ উৎপাদন খামার। এতে মাছের পোনা সংগ্রহে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় মৎস্য খামারিরা। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ না নিলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে দুর্গাপুর উপজেলার একমাত্র সরকারি মৎস্য বিজ উৎপাদন খামারটি। উপজেলা মৎস্য বীজ উৎপাদন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬০ বছরের পুরনো এই মৎস্য খামারটি উপজেলা পরিষদ সংলগ্ন ৬ একর জায়গার উপর নির্মিত হয়েছে। পরবর্তিতে ১৯৯২ সনে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরে হঠাৎ ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এছাড়াও এতে অংশগ্রহণ করেন আট-দশ জন দলীয় নেতাকর্মী। বর্তমানে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে হঠাৎ এমন ঝটিকা মিছিল হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার (২০ জুন) ভোরে ছোট বাজারস্থ ভাংচুর হওয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই ঝটিকা মিছিল শুরু হয়ে কিছুটা সামনে যেতে দেখা যায়। এরকম একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজটি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফেসবুকে শেয়ার করতে দেখা গেছে। একটি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে অনাথ শিশুদের পাশে দাঁড়ালো স্থানীয় মানবিক-সামাজিক ও অরাজনৈতিক সংগঠন যুব শক্তি। বৃহস্পতিবার (১৯জুন) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মানবকল্যাণকামী অনাথালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার অনাথালয়ের আশ্রম মাতা নিশা দেবীর হাতে নগদ দশ হাজার টাকা অনুদান তুলে দেন। অনুদান প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন ডন বস্কো কলেজের অধ্যক্ষ ফাদার পাওয়েল, সংগঠনটির সাধারণ সম্পাদক মামুন রণবীর, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড় এবং যুব শক্তির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মিয়া। আর্থিক সহায়তা পেয়ে নিশা দেবী বলেন, এই সহায়তা পেয়ে আমাদের খুব উপকার হলো। আমরা দাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরো…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দুয়া থানা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ফলপ্রার্থীদের নিয়ে একটি দিনব্যাপী শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকাল ৬টায় কেন্দুয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে সফরের যাত্রা শুরু হয়। যাত্রার শুরুতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন কেন্দুয়া থানা ছাত্রশিবির সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী এবং সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি কিরণ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মিলন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শুধু পড়ালেখা নয়, পাশাপাশি প্রয়োজন বিভিন্ন দক্ষতা অর্জন ও নৈতিক মূল্যবোধে নিজেকে গড়ে তোলা। দেশ…