বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় পানিতে ডুবে রাব্বি নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার খালিশা চাঁপানি ইউনিয়নের লালকুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

শিশু রাব্বি ওই গ্রামের ফয়সাল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা৷কোথাও না পেয়ে বাড়ির পাশে লালকুড়ায় রাব্বি কে ভাসতে দেখেন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশিষ বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ