শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

জয়পুরহাটের কালাইয়ে ট্যাপান্টাডলসহ ৩ মাদককারবারী আটক

বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটে কালাইয়ে অভিযান চালিয়ে ৩২ পিচ ট্যাপান্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব -৫ ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার রাতে উপজেলার বড়াইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার রাঘবপুর গ্রামের আশরাফ আলীর পুত্র আইয়ুব আলী (৩৮) বেড়াই গ্রামের মতিউর রহমানের পুত্র রবিউল হাসান (২৮), কুসুমসারা গ্রামের আব্দুল গফুর মন্ডলের পুত্র রবিউল ইসলাম রনি (২৩)।

সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান,
আটক আইয়ুব আলী এলাকার চিহ্নিত খুচরা মাদক কারবারী চক্রের প্রধান। রবিউল ও রনি তার সহযোগী হিসেবে কাজ করতো। এরা কালাই উপজেলার বেড়াই গ্রামে অবৈধ মাদকদ্রব্য ট্যাপান্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে মাদক মামলায় কালাই থানায় সোর্পদ করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

নাগরপুরে শহীদি মার্চ পালন