আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর)বিকেলে নলছিটি সরকারি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খান,ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ রেজাউল করিম জাকির,জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল শরীফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ শাওন ইসলাম বাবু। প্রমুখ। এসময় বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।