বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

কালাইয়ে বিএসটিআইয়ের অভিযাম মমমন, জরিমানা ৩০ হাজার

যা যা মিস করেছেন

জয়পুরহাট প্রতিনিধিঃ
বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত জয়পুরহাটের কালাই উপজেলায়  মান সনদ ও নকল মোড়কে পণ্য মোড়কজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার কালাই উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র মান সনদ না থাকায় ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে  বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কালাই পাঁচশিরা বাজার এলাকার তানিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধারীকে ২৫  হাজার টাকাসহ ১৬ কেজি নকল প্যাকেট জব্দ করা হয়। এছাড়াও একই এলাকার যমুনা ফিড ইন্ড্রা লি: অন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করে ফিস ফিড উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। এতে প্রসিকিউটর হিসেবে অভিযানে সহযোগিতায় ছিলেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের  ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন।
বিএসটিআই কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় থেকে প্রায় সব জেলায় অভিযান চলছে। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ