শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

পাঁচবিবি বিএমআই কলেজে শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত, ইরফান স্বপ্না নির্বাচিত

 

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের স্কুল ও কলেজ শাখার সাধারণ শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর৷ সোমবার সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে এ দুটি পদের ভোট গ্রহণ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২টি পদের বিপরতীতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। ভোট গণনা শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান নির্বাচনের এসএসসি ভো: শাখায় মোছাঃ শিরিন আক্তার স্বপ্নাকে ও কলেজ শাখায় মোঃ ইরফান হোসেনকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ভোট পাওয়ায় বে- সরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন ।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মোঃ ওবাইদুর রহমান জানান, সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোন রকম বিশৃংখোলা সৃষ্টি না হওয়াই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনে প্রার্থীরাও সন্তুষ্ট প্রকাশ করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ