নিজের মাথার অর্ধেক চুল কেটে সেগুলো চ্যারিটি কাজে দান করলেন পাকিস্তানের এক মডেল ও অভিনেত্রী। তার নাম শেফা জব্বার খট্টক।
ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভক্তদের তা জানিয়েছেন তিনি। খবর গালফ টুডে ও জাং ডট পিকে’র।
ইনস্টাগ্রাম পোস্টে এই অভিনেত্রী বলেন, ‘আরও একবার আমার জীবনকে পরিবর্তন করার কথা ভাবছি এবং চুল কেটে ফেললাম, আমার চুলগুলো #হেয়ারটুহেলপপাকিস্তান-কে দান করা হবে, এটা কেবল কাটা সম্পর্কে নয়, এটি নিজের ওপর ক্ষমতা সম্পর্কে।’
ক্ষমতা পরীক্ষার মাসে (রমজান মাস) এটি করার জন্য সঠিক সময় বলে মনে হয়েছে। এটিই যে সঠিক পন্থা এমনটা বলার চেষ্টা করছি না, আমি যা বিশ্বাস করি কেবল সেটিকেই সমর্থন করছি। এই বিশ্বে আমার দ্বারা ভালো কিছু করার চেষ্টা করছি, যোগ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন পাকিস্তানি এই অভিনেত্রী। অধিকাংশই তার এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।