Author: News Editor

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি বিমানক্ষেত্রের হ্যাঙ্গারের ওপর বিমানটি আছড়ে পড়ে। এতে আরও সাতজন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদাম নিজেলস্কি জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানীর কাছে ক্রিকিনো গ্রামে এই দুর্ঘটনা ঘটনা। খবর এএফপির। দেশটির দমকল বাহিনী বলেছে, খারাপ আবহাওয়া থেকে বাঁচতে মানুষ এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিলেন। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। খবরে বলা হয়েছে, ওয়ারশ থেকে ৪৫ কিলোমিটার দূরের ক্রিকিনো গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেখানে চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিধ্বস্ত বিমানটি ছিল সেসনা ২০৮ মডেলের।

আরও পড়ুন

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন হিরো আলম। হিরো আলমের উপর হামলার ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখা গেছে, হিরো আলমকে কেন্দ্র থেকে ধাওয়া দিয়ে বের করে নেওয়ার সময় হামলাকারীরা তাকে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান। এরপর রাস্তায় ফেলে তাকে লাথি ও কিলঘুষি মারা হয়। একপর্যায়ে নিজেকে বাঁচাতে খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে থাকেন হিরো আলম। কিছু দূর যাওয়ার পর তিনি একটি রিকশায় উঠেন। এসময় দুজন তাকে সহযোগিতা করেন। এরপর রিকশা থেকে নেমে আবার তিনি দৌড়াতে শুরু করেন। পরে হিরো আলম একটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় আশপাশে সবাই…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। সোমবার (১৭ জুলাই) রাতে বেঙ্গল কনভেনশন হলে সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রবাসী, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের লোকজন অংশগ্রহণ করেন। চেম্বার সভাপতি ও মৌলভীবাজার উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আহমেদ হাসান, যুক্তরাজ্য প্রবাসী শাহাবুদ্দিন সাবুল, যুক্তরাজ্য প্রবাসী মাহমুদ আলী প্রমুখ। সংবর্ধিত…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুর ও গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে চন্ডিপুর ইউপির সাধারণ নির্বাচনে মেহেদী মোস্তাফা মাসুম ও তালুককানুপুর ইউপির উপ-নির্বাচনে মাসুদ আলম মন্ডলকে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়। সোমবার (১৭ জুলাই) সকাল ৮ থেকে বিকেলে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এসময় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, জেলার চন্ডিপুর ইউপির সাধারণ নির্বাচন ও তালুককানুপুর ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া একই দিনে গোবিন্দগঞ্জের নাকাই ইউপির ৩নং ওয়ার্ড সাধারণ সদস্য ও বল্লমঝাড় ইউপির ৩ নম্বর সংরক্ষিত নারী…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও বালু পরিবহনের দায়ে গাড়ীর মালিক শামিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন করে ডায়না ট্রাক যোগে বালু বহনের দায়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার তালুকদার। এসময় ২২’শ ঘনফুট বালু রক্ষিত অবস্থায় রাখা বালু জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার তালুকদার জানান, উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে গাড়ীর মালিক শামিম মিয়াকে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ২০১০ এর মোতাবেক বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয়ভাবে ১১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেশব্যাপি ৪টি রুটে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ তরারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী আইনের সংস্কার, দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিরসন, রেশনিং ব্যবস্থা চালু, বন্ধকৃত রাষ্ট্রায়াত্ব পাটকল-চিনিকলসহ সকল কল কারখানা চালু, লুটেরা-দুর্নীতিবাজ-অর্থ পাচারকারীদের আটক ও বিচার, পাচারকৃত অর্থ ফেরত আনা, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল নিবর্তনমূলক আইন বালিত, দেশের রাজনীতিতে বিদেশীদের হস্তক্ষেপ বন্ধসহ অন্যান্য দাবিতে পদযাত্রা-গণসংযোগ, পথসভা, সমাবেশ, প্রচারপত্র বিতরণ চলাকালেযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে পদযাত্রা ও পথসভা শেষে বসুন্দিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে আওয়ামী সন্ত্রাসী রবিন অধিকারী ব্যাচা ও তার সন্ত্রাসী বাহিনী শর্টগান, পিস্তল, রড, উইকেট নিয়ে পদযাত্রার গাড়িতে…

আরও পড়ুন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে সোমবার রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান নৌকার প্রার্থী আরাফাতকে বিজয়ী ঘোষণা করেন। আরাফাত পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। এই আসনের আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৬০৯ ভোট। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান (লাঙ্গল) পেয়েছেন এক হাজার ৩২৮ ভোট। ঢাকা-১৭ আসনের ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মাত্র ১২ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে, ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫…

আরও পড়ুন

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলা ঋতু চক্রে সময়টা এখন বর্ষা । এই ঋতুর রঙের শেষ নেই। কখনো আকাশে ফুটে ওঠে ঝলমলে রোদ, খানিক পরেই রোদ ঢাকা পড়ে কালো মেঘের ভেলায়। আবার কখনো হয়ে যায় একপশলা বৃষ্টি। গ্রামের পথে হাঁটতে থাকলে যত দূর চোখ পড়ে, দেখা যায় নিবিড় সবুজ মাঠ। আকাশের দিকে তাকালে দেখা যায়, মুক্ত প্রকৃতিতে রঙিন ঘুড়িতে আকাশ ছেয়ে গেছে। পড়ন্ত বিকেলে উত্তরের জেলা গাইবান্ধার গ্রামাঞ্চলের আকাশে উড়ছে বাহারি রঙের ঘুড়ি। লাল, নীল,কালো , হলুদ, বেগুনি নানা রঙের ঘুড়ি দেখে মনে হচ্ছে, রঙের মেলা বসেছে আকাশজুড়ে। এসব ঘুড়ি উড়ানোর জন্য কাঁচা রাস্তা ও ফসলের মাঠের আইলকে নিরাপদ স্থান হিসেবে…

আরও পড়ুন

(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে ৫৪ কোটি ৬৬ লক্ষ ৭৬ হাজার ১১৮ টাকা এক পয়সা বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় পৌর অডিটোরিয়ামে মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক এ বাজেট ঘোষনা করেন। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৮৯ লক্ষ ৭ হাজার ২১৮ টাকা এক পয়সা। ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ৯২ হাজার ৫৪৯ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫০ কোটে ৭৭ লক্ষ ৪ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে সমপরিমান টাকা। বাজেটে রাজস্ব খাতে ্উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৪ লক্ষ ৭৯ হাজার ৫৬৯ টাক এক পয়সা। তবে নতুন…

আরও পড়ুন

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ১৮০ বস্তা(৯ হাজার কেজি) ভারতীয় চিনিসহ ৭ চোরাকারবারিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। সোমবার (১৭ জুলাই) ভোরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের হামিদপুর পশ্চিম সাকিনস্থ ইকরছড়ি খালে পুলিশের বিশেষ অভিযানে একটি ইঞ্জিন চালিত ইষ্টিল বডি নৌকায় থাকা ১৮০ বস্তা ভারতীয় চিনি সহ ৭ চোরাকারবারি কে গ্রেফতার করা হয়। গ্রেফতার চোরাকারবারিরা হলেন- মধ্যনগর উপজেলার সাউদপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে অপু মিয়া(৩০),আন্তরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রাজন মিয়া(২৫),ভোলাগঞ্জ গ্রামের নুরুল হকের ছেলে কামরুল মিয়া (৩২), নবাবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ শামীম (৩১), একই গ্রামের আব্দুল আলীর ছেলে মোঃ আরিফ মিয়া (২৮)ও মৃত…

আরও পড়ুন

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ থানাধীন ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ও ৩০টি বিদেশী মদের বোতলসহ মোঃ আব্দুল্লাহ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট হাবিবপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে মোঃ আব্দুল্লাহ (৫০)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায়…

আরও পড়ুন

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ সরকারি কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সুধাপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে মোঃ জুবায়ের (৩৪) ও একই ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার, মোঃ কেফায়েতুল্লাহ (২৯)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভার ০৬নং ওয়ার্ডের অন্তর্গত টেকনাফ কলেজ রোডস্থ টেকনাফ সরকারি…

আরও পড়ুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (১৭ জুলাই) উপজেলার শমশেরনগর বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফলের দোকান, প্রসাধনীর দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধণী পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমশেরনগর বাজারে অবস্থিত শাপলা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ফল ভান্ডারকে ১ হাজার…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনকে সভাপতি ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১৭জুলাই) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এই কমিটির অনুমোদন দেন। ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. ইদ্রিস আলী ও অধ্যাপক মোহাম্মদ সেলিম, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান ও অধ্যাপক ড. শাহীনুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল গফুর…

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ৩নং তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান নৌকা প্রতীকে ৬হাজার ৬৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদদ্বী স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার সরদার বিদ্যুত আনারস প্রতিকে পেয়েছেন ৪হাজার ৩১৮ভোট। ১৭জুলাই সোমবার সকাল ৮ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিলনা ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোট গ্রহণ করা হয়। ওই ইউনিয়নে নারী ভোটার সংখ্যা ৯৭০৮ ও পুরুষ ভোটার সংখ্যা ৯৫৯৪ সহ সর্বমোট ১৯হাজার ৩০২জন। উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে সারা ইউনিয়নে গড়ে ৬১%ভোট কাষ্ট হয়েছে। উল্লেখ্য যে গত ৪এপ্রিল ২০২৩ইং তারিখে ওই ইউনিয়ন…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিশ্বের অন্যতম আসর জার্মানিতে স্পেশাল অলিম্পিক গেমস স্বর্ণজয়ী মৌলভীবাজার ব্লুমিং রোজেস অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের চার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। সোমবার (১৭ জুলাই) শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এতে উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান প্রমুখ। স্পেশাল অলিম্পিক গেমস স্বর্ণজয়ী কৃতি খেলোয়াড় ও অ্যাথলেটরা হলো- সাঁতারে মাহিমা আক্তার, ফুটবলে মহিমা…

আরও পড়ুন

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে (১০)ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে রবিবার(১৬জুলাই) রাতে ডাসার থানায় ধর্ষক স্বপন বেপারী(১৮)কে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়েই ধর্ষক স্বপন বেপারী তার পরিবারের লোকজন কে নিয়ে পলাতক রয়েছেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের শহিদুল বেপারীর ছেলে স্বপন বেপারী (১৮) একই গ্রামের তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রী(১০) কে বাড়িতে একা পেয়ে লোভ দেখিয়ে রান্না ঘরে নিয়ে গত ৩০শে জুন বেলা আনুঃ ৩ ঘটিকায় সময় জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিয়ে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ ও দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী আইনের সংস্কার, দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিরসন, রেশনিং ব্যবস্থা চালু, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত্ব পাটকল ও চিনিকল সহ সকল কল কারখানা চালু, লুটেরা দূর্নীতিবাজ পাচারকারীদের আটক ও বিচার, পাচারকৃত সম্পদ ফেরত আনা, ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালো আইন বাতিল, উজানে পদ্মার সাথে মাথাভাঙা – ভৈরবের সংযোগ সহ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানসহ অন্যান্য দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ১১ থেকে ২০ জুলাই দেশব্যাপী পদযাত্রা,গণসংযোগ, প্রচারপত্র বিতরন ও পথসভা চলছে। আজ রবিবার (১৬ জুলাই) সকাল এগারোটায় কেশবপুর বাজার,দুপুর সাড়ে বারোটায় মনিরামপুর,বিকাল পাঁচটায়…

আরও পড়ুন

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে দলটির উপজেলা কমিটির নেতৃবৃন্দ। রবিবার (১৬ জুলাই) বিকেলে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধ্যনগর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব রাহাত আনোয়ার রয়েল। সংবাদ সম্মেলনে কৃষকলীগের এই নেতা বলেন, মধ্যনগর উপজেলা হওয়ার পর কৃষক লীগের কোন কমিটি না থাকায় আমরা মধ্যনগর এর তৃণমূলের কৃষক লীগের কিছু নেতাকর্মী সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি এবং সদস্য সচিব বিন্দু তালুকদারের সঙ্গে যোগাযোগ করি। উনারা আমাদেরকে দলের কাজ করার পরামর্শ দেন, আমরা দীর্ঘদিন…

আরও পড়ুন

নেত্রকোনাপ্রতিনিধি :- নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর এলাকায় কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রার অফিসে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের আকবর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫), একই ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মো. জমির আলীর ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (৫২) ও মৃত সুলতান মিয়ার ছেলে জানে আলম জনি (৪২)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। প্রত্যক্ষদর্শী ও সাব রেজিষ্ট্রার মো. মিজানুর ও কৃষি ব্যাংক ম্যানেজার মো. মাজহারুল ইসলাম…

আরও পড়ুন