কে. এম. সাখাওয়াত হোসেন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোণা-বারহাট্টা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। অন্যদিকে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ ও কেন্দুয়া উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা কাবেরী জালালের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা দুজন। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্তা আছেন বলেই আমাকে মনোনয়ন দিয়েছেন। অতীতে আমার এলাকার প্রত্যন্ত অঞ্চলের ভোটার…
Author: K.M. Shakawat Hosen
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় প্রাণীবৈচিত্র্য সংরক্ষণ জলবায়ু পরিবর্তন অভিযোজন ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কলমাকান্দা বারসিক রিসোর্স সেন্টারে আয়োজনে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাতলাবন জেবিসি স্কুলে সেমিনার কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে শিক্ষক বকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আলোচক ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ দারিং ও বিশেষ অতিথি ছিলেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং, ইউপি সদস্য সুরুজ মিঞা ও দৈনিক সমকালের প্রতিনিধি শেখ শামীম । বারসিক রিসোর্স সেন্টারের সমন্বয়কারী গুঞ্জন রেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- আদিবাসী নেত্রী কুমকুম নকরেক, মহাদেও নদীবরক্ষা কমিটির সভাপতি লুয়ের নংমিন, বীরমুক্তিযোদ্ধা বদিন জাম্বিল,…
কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোণার মদনে চাঞ্চল্যকর প্রবাস ফেরত স্বামী এখলাছ মিয়াকে (৩৩) পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মূলহোতা স্ত্রী মোছা. মুক্তা আক্তার (২৮) ও শ্বাশুরী মোছা. লুৎফুন নেছাকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার বিকেলে প্রেরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ময়মনসিংহ সদর ব্যাটালিয়নের উপপরিচালক ও অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন। আগের দিন দিবাগত রাত ১টার দিকে তার নেতৃত্বে র্যাবের একটি দল ব ময়মনসিংহ মহনগরীর সানকিপাড়া এলাকা থেকে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। র্যাব জানায়, আনুমানিক ছয় বছর পূর্বে নেত্রকোণা কেন্দুয়ার পাছার (মাইজপাড়া) গ্রামের মৃত আলী আমজাদ খাঁর ছেলে ভুক্তভোগী এখলাছ মিয়া পার্শ্ববর্তী একই জেলার মদন উপজেলার বাড়রী (সুতিয়ারপাড়)…
স্টাফ রিপোর্টার : নেত্রকোণার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক পত্র স্থানীয় সাংবাদিকদের প্রদান করেন তিনি। অবশ্য পদত্যাগের কারণ হিসেবে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন। উক্ত উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫(৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যানের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত ভাইস চেয়ারম্যান প্যানেল ০১ পারভীন…
কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোণার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জেষ্ঠ্যতা লঙ্ঘন করে জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের সত্যতা মিলেছে। এ বিদ্যালয়ের জেষ্ঠ্যতম শিক্ষক আবুল কালাম মোহাম্মদ এমদাদুর রহমানের স্থলে জুনিয়র শিক্ষক এইচ এম ইলিয়াসকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। চলতি মাসের ১৪ তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মা-২) মো. তরিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রের এ বিষয়ের সত্যতা পাওয়া যায়। এরআগে জেষ্ঠ্য শিক্ষক এমদাদুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে ওই অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা-১৪ (পরি ও উন্ন.) মো. শাহিনুর ইসলাম তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। মো. তরিকুল ইসলামের পত্র হতে জানা যায়, “তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ এবং বেসরকরি শিক্ষা…
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালে সংযুক্ত থেকে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) উদ্বোধন করবেন নবনির্মিত মোহনগঞ্জ পৌর শিশু পার্ক ও মোহনগঞ্জ অডিটেরিয়াম কাম মাল্টিপারপাস হল। মোহনগঞ্জ পৌরসভা অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় রমাহনগঞ্জ পৌর শহরের প্রবেশ দ্বার নওহালে ২১ কোটি ১৮ লাখ ৭১ হাজার ৬৩০ টাকা ব্যয়ে ৫.২৯ একর জমিতে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন শিশু পার্ক। ২০১৯ সালের জানুয়ারী মাসে শিশু পার্ক নির্মাণ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে পাকর্টি শিশুদের বিনোদনের জন্য পূর্ণাঙ্গরুপে নির্মিত হয়েছে। শিশুদের বিনোদনের জন্য পার্কটিতে নির্মাণ করা হয়েছে একটি ওয়ান্ডার হুইল, একটি মেরি-গো-রাউন্ড, একটি ৯ডি মভি রুম ও ১৯ টি বিভিন্ন রকমের রাইড। এছাড়াও ২০১৭-২০১৮ অর্থবছরে উপজেলা…
কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যকে ৩৫ পিস ইয়াবাসহ পুলিশ তাকে আটক করেছে। আটক মোজাম্মেল হক (৪০) খালিয়াজুরীর বোয়ালী গ্রামের ডেঙ্গু হোসেনের ছেলে। শনিবার (১১ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মো. খাইরুল বাশার। তিনি জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যুবলীগ সদস্য মোজাম্মেল হককে আজ সকালের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত শুক্রবার রাত ৯টার দিকে নিজের দোকানে ইয়াবা বেচা কেনার সময় ওই যুবলীগ সদস্যকে আটক করতে সক্ষম হন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকিব। এ বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম ফালাকের সাথে কথা…
কে. এম. সাখাওয়াত হোসেন : চারশো ৮০ পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। তিনি ময়মনসিংহের পাগলা থানাধীন নয়াবাড়ী গ্রামের মো. নুরুল সরকারের ছেলে। তার ব্যবহৃত একটি মোবাইল জব্দ করেছে র্যাব। বুধবার (৮ নভেম্বর) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য দীপেশ্বর এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে র্যাবের একটি আভিযানিক দল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ওই এলাকা থেকে আবু সাঈদকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও…
কে. এম. সাখাওয়াত হোসেন : পাজেরো জীপ হতে দুইশ’ বোতল (১৫০ লিটার) বিদেশী মদসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪। দুজনের মধ্যে একজন শিশু এবং আরেকজন সিলেটের জৈন্তিয়া থানাধীন ফান্দু গ্রামের আ. মান্নানের ছেলে মো. আলমগীর হোসেন (২৬)। এ কাজে ব্যবহৃত পাজেরো জীপ ও মোবাইল জব্দ করেছে র্যাব। মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব -১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মুহা. জাহিদ হাসান। তিনি জানান, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় শিশুর…
কে. এম. সাখাওয়াত হোসেন : আসবাবপত্র বহনকারী পিকআপ ভ্যানে অভিনব কায়দায় খাটের মধ্যে করে নেওয়ার পথে ৪০ কেজি গাঁজাসহ চার মাদককারবীরকে আটক এবং এ কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেছে র্যাব-১৪। আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ব্রাহ্মণগ্রাম গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে আহম্মদ (২৫) এবং বাকি তিনজন কুমিল্লা দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের মো. রশিদের ছেলে মো. ফয়েজ উল্লাহ (১৯), মো. শহিদের ছেলে মো. হৃদয় (১৯) ও মো. মহিউদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (১৯)। সোমবার (৬ নভেম্বর) র্যাব-১৪ (সিপিসি-২) এর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মুহা. জাহিদ হাসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রবিবার রাত…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে এক যুব র্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইদ্রিস আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদারসহ যুব সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি।…
স্টাফ রিপোর্টার : ৫০ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত মো. আল আমিন (২৮) নেত্রকোণা কলমাকান্দার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে মৃত ফজলুল হক ঢালীর ছেলে। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে এসব মাদকসহ আটক করা হয়। জেলা ডিবির (পূর্ব) উপ-পরিদর্শক (এসআই) মাজাহার ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন। নেত্রকোণা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন জানায় ঢাকায় বিক্রির উদ্দেশ্যে প্লাষ্টিকে বস্তায় ভারতীয় মদ মজুদ করে রেখেছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার : ঢাকায় গত ২৮ অক্টোবর সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেত্রকোণায় সাংবাদিকদের মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক লাভলু পাল চৌধুরী, ভজস দাস, সুজাদুল ইসলাম ফারাস, কামাল হোসাইনসহ আরো অনেকে। নেত্রকোণা প্রেসক্লাবে সদস্য সচিব অ্যাড. হাবিবুর রহমান বলেন, নজীরবিহীনভাবে সাংবাদিকদের টার্গেট করে হামলা চালিয়ে আহত করেছে। এই হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সেই সাথে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর যেন আর হামলা না হয় সেজন্যে প্রয়োজনীয় নিরাপত্তা…
স্টাফ রিপোর্টার : “স্মার্ট যুব, সমুদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হলো জাতীয় যুব দিবস ২০২৩। বুধবার (১ নভেম্বর) সাকুয়া বাজারস্থ যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর জাতীয় যুব দিবসের আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় যুব দিবসটি উপলক্ষে প্রথমে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও যুব উন্নয়ন অধিদপ্তরের পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য…
স্টাফ রিপোর্টার : বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার সময় ব্যাটের আঘাতকে কেন্দ্র করে মারামারি ঘটনায় আশরাফুল বাদশা (১৮) হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ। ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত সরোয়ার ওরফে সারু (২২) কেন্দুয়ার তবিয়ারগাতি ছয়দুনা গ্রামের আবুল হাসেমের ছেলে। সে এই হত্যা মামলার মূল আসামি। তথ্য প্রযুক্তির সহায়তায় সারুকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর জলিলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হন। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনগত মধ্যরাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোণা জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ…
কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রব্বানীকে (২৬) গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত রব্বানী কলমাকান্দার বিশ্বনাথপুর গ্রামের আ. মান্নানের ছেলে। গোয়েন্দা শাখার সহযোগীতায় তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আসামির অবস্থান নিশ্চিত করে কিশোরগঞ্জের র্যাব-১৪ (সিপিসি-২)। এ ক্যাম্পের কোম্পানীর কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে ও গাজীপুরের র্যাব-১ এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে রব্বানীকে গাজীপুরের সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির। তিনি জানান, চলতি বছরের গত ৫ আগস্ট রাত…
স্টাফ রিপোর্টার : নেত্রকোণার কলমাকান্দায় অটোরিকশার চার্জারের সংযোগ খুলতে গিয়ে অপু মিয়া নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে নিজ বাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত অপু মিয়া একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক। জানা যায়, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে বসত বাড়িতে নিজের অটোরিকশা চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন অপু। শনিবার সাকলে ঘুম থেকে উঠে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে যান। চার্জারের সংযোগ খোলার সময় অসাবধানতাবসত বিদ্যুৎপৃষ্টে ছটফট করতে থাকেন। পরিবারের সদস্যরা তা দেখেতাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে অপু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।…
স্টাফ রিপোর্টার : নেত্রকোণায় ২৬ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা চারটি স্কুল ও একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো- মৃত আ. মান্নানের ছেলে মো. বেলাল মিয়া (৫০), মৃত হাসিমের ছেলে মো. জামাল মিয়া (৩৫), মৃত তাহের মিয়ার ছেলে মো. ফিরোজ আহাম্মেদ (২২), মৃত হাসিম মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২২) ও মো. মরম আলীর ছেলে মো. ইকবাল মিয়া (১৮)। তারা সকলেই হবিগঞ্জের চুনারুঘাট…
স্টাফ রিপোর্টার : নেত্রকোণায় ৪৮ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। আটক নিকলেস সরকার (৩০) নেত্রকোণা পৌরশহরের পুকুরিয়া এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। এ কাজে ব্যবহৃত একটি প্লাটিনা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার দিকে কলমাকান্দার উব্দাখালী সেতুর দক্ষিণ পার্শ্বে চেকপোষ্ট বসায় পুলিশ। এ সময় মাদকসহ নিকলেস সরকারকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ও উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলামে নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। কলমাকান্দার থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ…
স্টাফ রিপোর্টার : নেত্রকোণায় শারদীয় পূঁজা উপলক্ষ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলাসহ পৌরসভার ১৭৬টি মন্ডপের পূঁজা আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ১৮ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়া হয়। এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষে ধর্ম পালনসহ সমান অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সভায় প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ…