নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে মাছ শিকারী ও স্থানীয়দের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিত লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় শতাধিক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থল থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সকালের দিকে উপজেলার রসূলপুর গ্রামের পাশে ধনু নদীর ফেরিঘাটে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী ও মদন উপজেলার বিভিন্ন ইাজারাকৃত জলমহালের মাছ লুটপাট করার মহাৎসব চালিয়েছে এক শ্রেনির লোকজন। পূর্ব ঘোষনা অনুযায়ী প্রতিদিনিই ময়মনসিংহের নান্দাইন, গৌরিপুর, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জের তাড়াইল, নেত্রকোনা সদর, আটপাড়া, কেন্দুয়া, মদন ও…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও চোরাচালান নিয়ে অভিযান চলাকালিন সময়ে মো. মোস্তফা (৩৫) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে কানিয়াইল আবাসন প্রকল্প থেকে তাকে আটক করা হয়। মোস্তফা উপজেলার ধানশিরা এলাকার মতিউর রহমানের ছেলে। সেনাবাহিনী সুত্রে জানা গেছে, কানিয়াইল এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে গোয়েন্দা মাঠকর্মীদের এমন গোপন সংবাদের ভিত্তিতে, সেনা ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজনকে আটক করা হয়। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে অন্যরা তাৎক্ষনিক ওই এলাকা থেকে সটকে পরে। পরবর্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের…
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কেন্দুয়া উপজেলায় “নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন এবং নারী ও কন্যার উন্নয়ন” শীর্ষক একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলায় হলরুমে এ আলোচনা সভা আয়োজন করা হয়। এর আগে একটি র্যালি কেন্দুয়া বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড কেন্দুয়া মাহমুদুল হাসান , ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এবং কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই…
নিজস্ব প্রতিবেদক: ‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওয়াইডব্লিউসি এর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, নারী উদ্দ্যেক্তা শেফালী হাজং প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত ও উপজেলা বিএনপির আহবায়ক এমএ খায়ের। থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস ছালাম কেরণ, রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, লেংঙরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ দিবসটি পালিত হয়। শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় ইউএনও এর কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে , মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন ইসলাম মীম এর পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কলি আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম,…
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, কলমাকান্দা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন চার জন। তারা হলেন, উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের শাফায়েত মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (১৫), কৈলাটী ইউনিয়নের শ্যামপুর কৈলাটী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. আহাদুল (১৬), কলমাকান্দা সদর ইউনিয়নের বটতলা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান।…
কে. এম. সাখাওয়াত হোসেন: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তবে, মদ জব্দ করতে পারলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ মাধুপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। মাদকবিরোধী এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৮২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মদ জব্দ করতে পারলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়ন। শুক্রবার (৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। মাদকবিরোধী এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮০ হতে…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দায় বোরো চাষে বিদ্যুতের সেচসংযোগ পেতে কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতি ও সেচ কমিটির নিকট প্রায় দেড় বছর ধরে ঘুরাঘুরি করছেন কৃষক মো. হুজায়েল মুন্সী। বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি তাকে দিচ্ছে না বিদ্যুতের সেচসংযোগ। এতে করে এ বছর উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর বৈঠাখালী গ্রামের মাঠে পানির অভাবে প্রায় দশ একর কৃষিজমি পতিত রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। স্থানীয় বাসিন্দা ও কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, বিশ্বনাথপুর গ্রামের কৃষক মো. হুজায়েল মুন্সী ২০২৩ সালে সেচ লাইসেন্স প্রাপ্ত হন (লাইসেন্স নং-১৭৬)। এরপর তিনি বিদ্যুৎ সংযোগের জন্য কলমাকান্দা পল্লী…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মোবাইল ব্যাংকিং (রকেট) এর ১৭ লাখ টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সিহাব উদ্দিন। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফারাংপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। থানায় অভিযোগ দায়ের করেছেন ডাচ-বাংলার মোবাইল ব্যাংকিং সেবা রকেট এর ডিস্ট্রিবিউটর ও পৌর শহরের কথা টেলিকমের স্বত্বাধিকারী মো. মোক্তার হোসেন শামীম। অভিযোগ সূত্রে জানা যায়, সিহাব ওই প্রতিষ্ঠানের একজন বিশ্বস্ত কর্মচারী হওয়ায় রকেট ব্যবসার সকল দিক পরিচালনা করতেন তিনি। ব্যবসার মূল সিমকার্ডে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কৃষি খামারের কেয়ারটেকারকে হত্যা করে সাতটি গরু ডাকাতি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার (৫ মার্চ) দিনগত রাতে উপজেলার শুকনাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত জয়নাল উদ্দিন (৬৫) দুর্গাপুরের কাকৈড়গড়া ইউনিয়নের পুকুরিয়া এলাকার বাসিন্দা। তিনি কৃষি খামারে গত আড়াই মাস যাবত কাজ করে আসছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতের কোন এক সময় একদল দুর্বৃত্ত ওই খামারে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় তারা কেয়ারটেকার জয়নাল উদ্দিনকে হত্যা করে ও খামারের সাটি গরু লুট করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা বরকত খান বলেন, বদলী কেয়ারটেকার হেলাল উদ্দিন সকালে খামারে এসে নিত্যদিনের কার্যক্রম দেখতে না পেয়ে…
কে. এম. সাখাওয়াত হোসেন: মহানবী (সা.) কে নিয়ে ফেইসবুকে বিভিন্ন জনের পোস্টে কটুক্তিকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সুপ্ত সাহা অনিককে আটক করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় আটক সুপ্ত সাহা অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের ২০২৩ সনে সহ-সভাপতি ছিলেন। অনিকের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামে এবং সুনীল সাহার ছেলে। তিনি বিভিন্ন সময়ে ফেইসবুক পোস্টের কমেন্টে কটুক্তি করে মহানবীকে অবমাননা করেন। এরই পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসুল্লিগণ বিভিন্ন সময়ে বিক্ষোভ কর্মসূচি করেছে। গত ২৮…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোণা ইউনিয়নে হারাকান্দি গ্রামের কৃষক মো. আজিম উদ্দিনের প্রায় দেড় একর কৃষিজমিতে সেচ না পাওয়ায় বোরোধানের চারা রোপণ করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ৩০ জানুয়ারি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষকের ছেলে গার্মেন্টসকর্মী মো. জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম জানান, তিনি ঢাকায় চাকরি করলেও তার বৃদ্ধ বাবা-মা গ্রামে থাকেন। তাদের দেড় একর জমির চাষাবাদই পরিবারের খাদ্য চাহিদা মেটানোর প্রধান উৎস। গার্মেন্টসের চাকরিতে পর্যাপ্ত আয় সম্ভব না হওয়ায় এবং বর্তমানে চাকরির অবস্থাও খারাপ হওয়ায়, এই জমি তাদের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে গত ছয় বছর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইটভাটা মালিক সমিতির উদ্যোগে শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষা এবং জিগজ্যাগ ইটভাটা মালিকদের ব্যাংক ঋণ পরিশোধে ভাটা চালু রাখার দাবিতে এক প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় মেসার্স শাপলা ব্রীকস এর স্বত্তাধিকারী দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল এর নেতৃত্বে ইটভাটা মালিম শ্রমিকদের একটি বিশাল মিছিল কেন্দুয়া পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। জানা যায়, বর্তমানে প্রশাসনিক জটিলতার কারণে জিগজ্যাগ ইটভাটার সমস্যার সমাধান আটকে আছে। ভাটামালিকরা আশা করছেন, মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান হবে। ইটভাটা মালিকরা এবং শ্রমিকরা…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক পৃথক স্থান থেকে অন্তঃসত্ত্বা নারী ও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহ দুটি হলো- গৃহবধূ লিজা আক্তার ((২০)। তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের এহসানুল হক মিলনের দ্বিতীয় স্ত্রী। অপরজন অন্তঃসত্ত্বা ও এক সন্তানের জননী নুরুন্নাহারের (২৩)। তিনি কলমাকান্দার সীমান্তবর্তী এলাকা লেংগুরার তারানগর গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আঠারো মাস আগে লিজার আক্তারের সাথে এহসানুল হক মিলনের বিয়ে হয়। বিবাহের পর থেকে কলমাকান্দা মধ্য বাজারে ফ্ল্যাট বাসায় বাড়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় টিনের চাল কেটে একটি মনোহারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দোকান থেকে নগদ টাকাসহ প্রায় আট থেকে ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। সোমবার (০৩ মার্চ) দিবাগত রাতে কোনো একসময় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় বাজারের মো. আব্দুল হামিদ খাঁ এর দোকানে এ ঘটনা ঘটে। আজ (মঙ্গলবার) সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন তিনি। এদিকে এ ঘটনা জানাজানির পর থেকেই বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মো. আব্দুল হামিদ খাঁ জানান, প্রতিদিনের মতোই গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। এরপর আজ সকাল দশটার দিকে দোকান খুলতে আসেন।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে ৮০জন পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর মাঝে এই গরু বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, ডা; শিলা রানী দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, টিডব্লিউ এর সাবেক সভাপতি গিলবার্ট চিচাম, আদিবাসী নেতা বিন্নামিন আরেং, সুজন জেংচাম, হেমিংটন কুবি প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশের সমতল ভূমিতে বসবাসরাত…
নিজস্ব প্রতিবেদক: ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরস্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। তারা বিক্ষোভ সমাবেশও পালন করেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কলমাকান্দা ইট প্রস্তুতকারী মালিক সমিতি এসব কর্মসূচি পালন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন, মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম কেরণ ও সাধারণ সম্পাদক মো. শাহবাজ মিয়া। বক্তারা বলেন, ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড এবং অপর আরেকজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন- আজাহারুল ইসলাম আকাশ (২১) তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ওবায়দুল হক (২২) নামে অপর আরেকজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রবিবার (২ মার্চ) বিকেলে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এ অভিযানে সহায়তা করেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন…