দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালে নেত্রকোনায় কেন্দুয়া প্রেসক্লাবের গৌরবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (৩ মে)। ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম জানান, আনন্দ আয়োজনের মধ্যে রয়েছে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবন আলোকস্বজ্জিত করণ, শনিবার সকাল ১০টায় শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে কেক কাটা, প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের স্মরণ, রাজনৈতিক,প্রশাসনিক,সামাজিক,সাংস্কৃতিক নেতা-কর্মী, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, পেশাজীবী মহলের অতিথিদের বরণ, আলোচনা সভা ও রাত নাগাদ সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে বেতার, টিভিসহ দেশের প্রতিথযশা সংগীত শিল্পী,বাউল শিল্পীরা পরিবেশনা করবেন।

১৯৮৫ সালের ৩ মে প্রতিষ্ঠিত কেন্দুয়া প্রেসক্লাবটি জেলার সাংবাদিকদের প্রিয় প্রিষ্ঠান প্রেসক্লাবের মধ্যে প্রথম স্থাপিত ঐতিহ্যবাহী এই প্রেসক্লাব। এটি নেত্রকোনা জেলার প্রথম প্রেসক্লাবটির প্রথমে নিজস্ব ভবন না থাকলেও পরে ২০০৪ সালে কেন্দুয়া পৌরশহরে নিজস্ব ভবন নির্মিত হয়।

কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম বলেন, প্রেসক্লাব সদস্যরা কেন্দুয়া উপজেলার গণমানুষের সমস্যা, দুঃখ, বেদনায় সব সময়েই পাশে থেকেছেন। আবার সম্ভাবনা, উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শিল্প-সংস্কৃতিতেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিগত দিনে কেন্দুয়ার সব মহলের অকৃপণ সহযোগীতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে প্রেসক্লাব প্রতিষ্ঠার এই আনন্দ আয়োজনে সবাইকে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন সাংবাদিকদের দুই নেতা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version