ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (২৬ জুন)বিকেলে তালতলা বিজি ইউনিয়ন একাডেমি মাঠ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা অভিযোগ করেন,গত ২৫ জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেইসবুকে) জানতে পারি সুবিদপুর ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছে নলছিটি উপজেলা যুবদল শাখা। কিন্তু কমিটিতে দলের দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়নি। যা অত্যন্ত দু:খজনক। অযোগ্য অদক্ষদেরকে দিয়ে এসব কমিটি করেছে। নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন,যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম লাবলু, সদস্য সচিব পলাশ সজ্জন দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে এসব কমিটি গঠন করেছেন। আমরা…
Author: নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলা জজ আদালতেীর প্রবেশপথে গতকাল বিকেলে বিচার প্রার্থীদের বসার স্থান “ন্যায়কুঞ্জের” আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি মোঃ ওবায়দুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর, জেলা ও দায়রাজজ আবু শামীম আজাদ, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোঃ সাইফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল সহ সকল বিচারকবৃন্দ। পরে প্রধান বিচারপতি সেখানে একটি বকুল ফুলের গাছ রোপণ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, আদালতে আগত বিচারপ্রার্থীরা…
ঝালকাঠির নলছিটিতে নিজ চাচাতো ভাইয়ের মেয়ে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ এনে চাচার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি এলাকায় নিজ বাড়িতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী সাইদুর রহমান শাওন ভরতকাঠি এলাকার হারুন অর রশিদ হাওলাদারের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইদুর রহমান শাওনের স্ত্রী তানহা বলেন,আমার শ্বশুরের সাথে তার আপন ভাই সুলতান হাওলাদার ও তার ভাইয়ের ছেলে জসিম হাওলাদারের সাথে জমিজমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে ২ টি মামলা চলমান রয়েছে। গত ২৪ মেয়ে বিথি বেগম মেয়ের চাচী বাদি হয়ে জসিম…
ঝালকাঠির এক ব্যবসায়ীর ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল । মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বিকাশে অন্যত্র চলে যাওয়া উদ্ধার করা ২৩ হাজার টাকা ওই ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) মো.আনোয়ার সাঈদ উপস্থিত ছিলেন। ভুক্তভোগী বাবু (৩৩) ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে। এ বিষয়ে ভুক্তভোগী বাবুবলেন, ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই খুশি। দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য ঝালকাঠি পুলিশ সুপার স্যারের কাছে আমি কৃতজ্ঞ।
ঝালকাঠির নলছিটিতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সোমবার (২৪ জুন) উপজেলার আমিরাবাদ এলাকায় ১১০ টি পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়। এসম ব্র্যাকের ঝালকাঠি জেলার জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ, আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির ডেপুটি ম্যানেজার মোঃ শিহাব উদ্দিন, মানবসম্পদ বিভাগের সিনিয়র অফিসার আসাদুজ্জামান, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম, আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির শাখা ব্যবস্থাপক কার্তিক দাস উপস্থিত ছিলেন । ব্র্যাক জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ জানান, নলছিটি উপজেলার আমিরাবাদ শাখায় আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির আওতায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ প্রাথমিক পর্যায়ে চিহ্নিত অতি দরিদ্র ১১০ টি পরিবারের সদস্যদের মাঝে ঘরের টিন…
ঝালকাঠি জেলায় পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন শহিদুল আলম । তিনি জেলার নলছিটি থানায় কর্মরত আছেন। রোববার (২৩ জুন) পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অর্থ ) মোঃ আনোয়ার সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম,সহকারী পুলিশ সুপার( রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা…
ঝালকাঠির নলছিটিতে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেনকে (৩২) কুপিয়ে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নলছিটি পৌরসভার নান্দিকাঠি এলাকার একটি ডোবা থেকে দুইটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। রোববার (১৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল আলম। তিনি জানান, শ্রমিকলীগ কর্মী ইমরান হত্যা আসামি আল আমিনকে ১ দিনের রিমান্ডে আনা হয়েছে। তার তথ্যমতে হত্যাকাণ্ডের ঘটনাস্থলের পাশে একটি ডোবা থেকে দুইটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে ইমরান মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। নান্দিকাঠি এলাকায় পৌঁছালে পথে রশি টানিয়ে…
জেলা প্রতিনিধি,নড়াইল: যশোরের এক পুলিশ সদস্য তার সাবেক স্ত্রীকে নিয়ে নড়াইলের একটি আবাসিক হোটেলে যান। সেখানে ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গ ব্লেড দিয়ে জখম করেন সাবেক স্ত্রী। মঙ্গলবার বিকালে নড়াইল পৌরশহরের স্টেডিয়ামের পাশে শেখ রিজেন্সি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় বিকাল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন ওই পুলিশ সদস্য। তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।আহত ইমদাদুল হক (২৭) নড়াইলের লোহাগাড়া উপজেলার আমদা গ্রামের বজলেয়ার হকের ছেলে। নায়েক পদবীধারী ইমদাদুল হক যশোর পুলিশলাইনে কর্মরত রয়েছেন। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ গণমাধ্যমকে জানান, ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গের বেশিরভাগই কেটে…
ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ১০শয্যা বিশিষ্ট হাসপাতালের সেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় উক্ত হাসপাতাল চত্বরে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগি অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সভার আয়োজন করে। হাসপাতালে সেবা গ্রহণ করতে গিয়ে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা, মতামত, অভিযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় উক্ত সভায়। ডাক্তার ও অন্যান্য শুন্য পদে লোকবল নিয়োগ, সেবাগ্রহীতাদের (নারী-পুরুষ) জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা, প্রেসক্রিপশনের সাথে ঔষধের মিল না থাকা, মূল রাস্তা থেকে হাসপাতালের প্রবেশের রাস্তা সংস্কার, পর্যাপ্ত সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন, ঔষধ প্রদানে…
ঝালকাঠি সদর হাসপাতালের সেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জুন) দুপুর ১২টায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগি অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সভার আয়োজন করে। হাসপাতালে সেবা গ্রহণ করতে গিয়ে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা, মতামত, অভিযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় উক্ত সভায়। টিআইবি’র বিশেষায়িত মোবাইলভিত্তিক এপস্ (প্যাকট্যাপ) এর মাধ্যমে কমিউনিটি মনিটরিং থেকে প্রাপ্ত তথ্য ও কমিউনিটি অ্যাকশন মিটিং-এ সেবাগ্রহীতাদের নিকট থেকে প্রাপ্ত বিভিন্ন সমস্যার কথা সভায় হাসপাতাল কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হয়। হাসপাতালের রোগীদের প্রয়োজনের তুলনায় বেশি টেস্ট করানো, বেসরকারী ডায়াগনিস্টিক সেন্টার এর…
ঝালকাঠি ১০০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে সাধারণ রোগীদের বাইরে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করাতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। এ ছাড়া দালালদের কারণে রোগী ও তাঁদের স্বজনেরা হয়রানির শিকার হচ্ছেন। তাদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ জুন) দুপুরে হাসপাতালের তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ এ আবেদন করেন। তিনি আবেদনে উল্লেখ করেন, ঝালকাঠি সদর হাসপাতালে অতিসম্প্রতি ডায়াগনস্টিক সেন্টার সমুহের দালালদের উৎপাত আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে বেশির ভাগ ল্যাব টেস্টের সুবিধা থাকা সত্ত্বেও এ সকল দালাল বিভিন্ন মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে রোগীদের কে ফুসলিয়ে বাহিরে অতিরিক্ত মূল্যে পরীক্ষা করায়। হাসপাতালের চিকিৎসকগণ…
ঝালকাঠি সদর উপজেলা ভূমি অফিসের সেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের রুপসিয়া এলাকায় উক্ত কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগি অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এই সভার আয়োজন করে। সভায় ভূমি অফিসে সেবা গ্রহণ করতে গিয়ে সাধারণ জনগণের অভিজ্ঞতা, মতামত, অভিযোগের বিষয়ে আলোচনা করা হয় ।সেবাগ্রহীতাদের নিকট থেকে প্রাপ্ত তথ্যগুলো লিপিবদ্ধ করেন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা। টিআইবি’র বিশেষায়িত মোবাইলভিত্তিক এপস্ (প্যাক্ট্যাপ) এর মাধ্যমে কমিউনিটি মনিটরিং থেকে প্রাপ্ত তথ্য ও কমিউনিটি অ্যাকশন মিটিং-এ সেবাগ্রহীতাদের নিকট থেকে প্রাপ্ত…
মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় সরকারি খাদ্য গুদাম (এলএসডি) গোডাউন থেকে ১৩১ মে: টন চাল, ও ৬৮মে: টন গম আত্মসাত এর অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল্যা আল মামুনের বিরুদ্ধে। সেই সাথে ৩৪ হাজার ৯২৬টি খালি বস্তা কথাও শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, তবে তদন্ত প্রতিবেদনে পাওয়া যাবে বস্তার সঠিক হিসাব। এদিকে চাল ও গম আত্মসাত এর ঘটনা জানাজানি হলে গা-ঢাকা দিয়েছে ওই খাদ্য কর্মকর্তা। যদিও কর্তৃপক্ষ বলছে তাকে বদলী করার পাশাপাশি ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাদ্য গুদাম সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের আদেশে পলাশবাড়ী খাদ্য গুদাম এর খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা…
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে পৌর মেয়র পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছেন সমাজসেবক সাইদুর রহমান সাইদ মোল্লা। নলছিটি পৌরসভার উন্নায়নে পৌরবাসিকে একটি আধুনিক মানের মডেল পৌরসভা উপহার দিতে তিনি পৌরবাসিকে স্বপ্ন দেখাচ্ছেন।ইতিমধ্যে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন তিনি। এ বিষয়ে নলছিটি পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইদুর রহমান সাইদ মোল্লা বলেন, পৌরবাসি আমাকে সমার্থন করলে একটি আধুনিক মানের মডেল পৌরসভা উপহার দিতে চাই। পৌর বাসির দীর্ঘ দিনের চাওয়া পাওয়া ও অসামাপ্ত কাজ করে পৌরবাসির স্বপ্ন পূরণ করতে চাই। পৌরসভার একাধিক বাসিন্দা জানান,সাইদ মোল্লা নলছিটি বাসস্ট্যান্ড থেকে থানার পোল পর্যন্ত পৌনে ১ কিলোমিটার রাস্তার সংস্কারে পৌরসভাকে অনুদান দেন। তার অনুদানে জনগুরুত্বপূর্ণ এই…
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কোরবানি ঈদ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইন ‘সিঙ্গার মারহাবা ইস্তানবুল ’-এর আওতায় সিঙ্গার ঝালকাঠি ব্রাঞ্চ থেকে ফ্রিজ কিনে শতভাগ ডিসকাউন্ট পেলেন ময়না বেগম। বুধবার (৫ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে ১০০% ডিসকাউন্ট তুলে দেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বরিশালের ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদুজ্জামান মুবিন। এসময় ঝালকাঠির ব্রাঞ্চ ম্যানেজার বেলাল হোসেন ও ক্রেডিট ইন্সপেক্টর মাহমুদ উপস্থিত ছিলেন। ময়না বেগম বলেন, ১০০% ডিসকাউন্ট পাবো যা কল্পনাই করিনি কখনও। সিঙ্গার আরও জনপ্রিয় হোক এটিই আমার প্রত্যাশা। ঝালকাঠির ব্রাঞ্চ ম্যানেজার বেলাল হোসেন বলেন, আমার গ্রাহক এই ফ্রিজটা পেয়েছে এটা আমি আনন্দ প্রকাশ করতে পারবো না। আমি চাই বাংলাদেশের সবাই এরকম উপহার জিতে নিবে।সবাই জানো সিঙ্গারকে ভালোবাসে…
ঝালকাঠিতে৷ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। গত সোমবার (৪ জুন) জেলার নলছিটি উপজেলা ও কাঁঠালিয়া উপজেলায় এ সহয়তা প্রদান করা হয়। নলছিটির ব্র্যাক শাখা অফিসে সহয়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম। ব্র্যাক জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদের নেতৃেত্ব এলাকা ব্যবস্থাপক মোঃআসাদুজ্জামানসহ শাখা ব্যবস্থাপক ও শাখা হিসাব কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নলছিটি উপজেলার মোট ১৬০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ২০ হাজার টাকা বিতরন করা হয়। পাশাপাশি ব্র্যাকের উপজেলা ভভিত্তিক কন্টিনজেন্সি ফান্ড থেকে ৯১ টি পরিবারকে প্রায় ১০ লাখ টাকার খাদ্যসামগ্রী…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারহানা ইয়াসমিন ইতি। তিনি দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদে নির্বাচিত হলেন। ফারহানা ইয়াসমিন ইতি যুব মহিলা লীগের নড়াইল জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন ইতি (কলস) প্রতীকে ৩৬ হাজার ৭১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা. কাকলি বেগম (হাঁস) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১৩ ভোট। এছাড়া আরেক রাতে কণিকা ও ওছিউর (ফুটবল) প্রতিকে পেয়েছেন ১০২৯১ ভোট। এর আগে ইতি ২০১৯ সালে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে (কলস) ১৮৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় ধাপে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারেই বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে খন্দকার মোস্তফা কামাল লিওন টিউবওয়েল প্রতীকে ২৩ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোমান রায়হান টিয়া পাখি প্রতীকে ২১ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। এদিকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একে এম ফয়জুল হক রোম। তিনি প্রথমবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একে এম ফয়জুল হক রোম আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিকদার আব্দুর হান্নান রুনু হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬০০ ভোট। দ্বিতীয় ধাপে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।…
ঝালকাঠি সদর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এবং আরএমও’র জাল স্বাক্ষরে সাদা স্লিপে লিখে বিনামূল্যের মূল্যবান ও অত্যাবশ্যকীয় ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এতে ইন্টার্নি নার্সদের কার্যক্রম স্থগিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (২০ মে) দুপুর ১২টায় অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর হাসপাতালে সরেজমিনে বহিঃবিভাগের ওষুধ বিতরণ কেন্দ্র পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় দুটি নার্সিং কলেজের প্রশিক্ষণরত নার্সদের সদর হাসপাতালে প্রশিক্ষণকালীন কার্যক্রম সাময়িক স্থগিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি নার্সিং কলেজ দুটির অধ্যক্ষের সাথে আগামী শনিবার আলোচনা করে প্রশিক্ষণরত নার্সদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টি. এম. মেহেদী হাসান সানী। জানা…
ঝালকাঠির সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানকে ৩য় বারের মতো কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন কমিশন।এর আগে গত ৩ মে ও ১৫ মে তাকে শোকজ করা হয়। রোববার (১৯ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন। শোকজ নোটিশে বলা হয়েছে, আজ ১৯ মে, বিকালে ঝালকাঠি পৌরসভার বিভিন্ন স্থানে কয়েকশত লোকের সমাগম ঘটিয়ে মিছিল। শো-ডাউন করেছেন যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১১(২) এর সুষ্পষ্ট লঙ্ঘন।এমতাবস্থায়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর উল্লিখিত বিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা করায় কেন…