ঝালকাঠিতে অসহায় দরিদ্রদের মাঝে সহয়তা হিসেবে ষাঁড় গরু, লেবু, মরিচ ও পেপে গাছের চারা বিতরণ করছেন বেসরকারি সংস্থা ব্র্যাক।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের খাগুটিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির সদস্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। এসময় ব্র্যাক জেলা সমন্বয়ক রিসান রেজা মোঃ সাহেদ,
পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপিজি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ইউপিজিপির আমিরাবাদ শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
জানাগেছে ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি ২০০২ সাল থেকে গ্র্যাজুয়েশন মডেলে দারিদ্র্য বিমোচনের জন্য কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতে আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি নয় হাজারের বেশি পরিবারকে গ্র্যাজুয়েশন কর্মসূচির আওতাভুক্ত করে সেবা প্রদান করেছে ব্র্যাক। ২০২৫ সালের কোহর্টে ইউপিজি কর্মসূচি চাহিদা ভিত্তিক জেলার প্রায় এক হাজার দরিদ্র সদস্যদের আওতাভুক্ত কাজ করার লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে।