ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) আশরাফুর রহমান ও জেলা লেডিস ক্লাবের সভপতি মিজ মাফুজা খানমকে বিদায় সংবর্ধনা দিয়েছন নলছিটি উপজেলা প্রশাসন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ওবায়দুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি রিজভী আহমেদ সবুজ, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম উপস্থিত ছিলেন।বিদায়ী জেলা প্রশাসক সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে পদোন্নতি পান। বর্তমানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠির নতুন…
Author: নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ঝালকাঠির প্রেসক্লাবে কাজী খলিলুর রহমান মিলনায়তনে তাকে ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা দেন প্রেসক্লাবের সদস্যরা। একজন সৎ যোগ্য ও মানবিক জেলা প্রশাসক ছিলেন আশরাফুর রহমান বলে মন্তব্য করে বক্তারা বলেন, মাত্র ১ বছর ২ মাসে তিনি জেলার সকলের কাছে একজন আস্থার প্রতীক হিসেবে পরিচিত লাভ করেন।তিনি প্রতিটি মানুষের কথা শুনতেন, তাদের সমস্যা সমাধান করতেন।বিশেষ করে প্রতি সপ্তাহের একদিন সাধারণ মানুষের কথা শুনতেন। গরীব অসহায় মানুষের সাহায্য করতেন।তিনি উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবায় যে নিষ্ঠা ও আন্তরিকতা দেখিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।এসময় তারা সুস্বাস্থ্য ভবিষ্যৎ…
ঝালকাঠিতে ‘দুর্নীতি রোধে তথ্য অধিকার আইন: বাস্তবায়ন ও প্রয়োগ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঝালকাঠি প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) সম্মেলন কক্ষে উক্ত ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগি ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ আরটিআই ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠানটি আয়োজন করেন। “তথ্যই শক্তি; জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই শ্লোগানে এবং ‘‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’’ এই প্রতিপাদ্যের উপর ভিত্তি করে এর আয়োজন করা হয়। সনাক সভাপতি সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই এর…
ঝালকাঠি জেলায় পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন জাহিদুল ইসলাম। তিনি জেলার ডিএসবিতে এসআই হিসেবে কর্মরত। বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর ) মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় নলদী ইউনিয়নের কালিনগর গ্রামের আসাদুজ্জামানের ছেলে হাসমত আলীর (৪৫) বিদেশ থেকে পাঠানো টাকায় ভাইয়া নিজেরা জমি ক্রয়, রাস্তার পাশে বাড়ি করে জায়গা দখল, চলাচলের রাস্তা না দেয়াসহ ফলজ গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে তারই ৪ ভাই শওকত আলী, আজমল মুসল্লি, আনোয়ার হোসেন ও সৎ ভাই লিয়াকত আলীর বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) সন্ধায় সরেজমিনে হাসমত আলীর বাড়িতে গেলে গাছ তুলে ফেলার বিষয়টি নজরে আসে। হাসমত আলী অভিযোগ করেন, তিনি ২০০১ সালে বিদেশে যান। বিদেশে গিয়ে তার মা ও ভাইদের কাছে টাকা পয়সা দিয়েছেন। তারা জমি ক্রয় করছে নিজেদের নামে কয়েক জায়গায় জমিতে তার নাম থাকলেও…
এইচ এম সিজার, নলছিটি।। ঝালকাঠির নলছিটিতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হাসপাতাল সড়কে অবস্হিত সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। এ সময় ডাঃ সুব্রত দাস (এমবিবিএস, শেরে বাংলা মেডিকেল কলেজ, এক্স আরএমও, স্কয়ার হাসপাতাল, ঢাকা) ও ডাঃ ইসরাত জাহান (এমবিবিএস, গাইনী এন্ড অবস, শেরে বাংলা মেডিকেল কলেজ) ফ্রি চিকিৎসা সেবা দেন। সেবা নিতে আসা রোগীরা জানান, সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর এ ধরনের সেবা মূলক উদ্যোগ আমাদের জন্য স্বাস্থ্য সেবায় মাইলফলক। এখানকার ডাক্তারগন ধৈর্য্য ধরে ও সময়…
টাইফয়েড প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে। যা শিশুদের টাইফয়েড সংক্রমনজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাস করবে। ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। উল্লেখ্য যে, উক্ত টিকাদান কার্যক্রম চলাকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে। গত ২১ শে…
ঝালকাঠির নলছিটিতে নিজ নেওয়ার নামে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান বিল্পব ও তার ভাই বদরুজ্জামান কাওসারের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৪ অক্টোবর নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চান মল্লিক। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়র মৌজার ৬৭১ শতাংশ জমি ২০১০ সাল থেকে লিজ নেওয়ার কথা বলে অভিযুক্তরা ভোগদখল করে আসছে। জমি ফেরত চাইলে জমি ফেরত দেননি তারা। এ বিষয়ে বদরুজ্জামান কাওসার বলেন,আমরা যাদের কাছ থেকে জমি লিজ নিয়েছি তাদের কাছে টাকা দিয়ে দেই। আমাদের জানা নেই সেখানে তাদের জমি আছে। নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান জানান, উভয়ই পক্ষকে থানা…
ঝালকাঠি জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝালকাঠি জেলা হেযবুত তাওহীদের সভাপতি মো. সাফায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদ বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উখবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, বরিশাল জেলা হেযবুত তাওহীদের সভাপতি লোকমান হোসেন, পিরোজপুর জেলা হেযবুত তাওহীদের সভাপতি সুমন তালুকদার এবং বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম উখবা বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি…
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন বলেন,শিক্ষার্থীরা ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠলে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে। এজন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার উপর গুরুত্ব দেয়া প্রয়োজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ইসলামীয়া সিনয়র মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামীয়া কিন্ডার গার্ডেন এর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিয়া কিন্ডার গার্ডেনে বিদ্যা উৎসাহী সদস্য ও ঝালকাঠি জেলা জামাতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি…
ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন সমস্যা দূর করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক কমিটি (সনাক)। প্রাথমিক শিক্ষার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অধিপরামর্শ সভায় এই আহ্বান জানান সনাক সদস্যরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল বেলা ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। টিআইবি-ঝালকাঠির সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাটি আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত। সভায় ঝালকাঠির জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো: শাহিনুল ইসলাম মজুমদার বলেছেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা দূরীকরণে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। অনিয়ম দূর করতে বিদ্যালয়গুলোতে পরিদর্শণ বাড়ানো হবে। জেলা ও…
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। বৃহস্পতিবার( ২৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি এলাকা থেকে গণসংযোগ শুরু রাত ৮ টা পর্যন্ত গণসংযোগ করেন। জনসাধারণ কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে জনমত তৈরিতে কথা বলেন। তিনি আগামী নির্বাচনে ন্যায় ও সাম্য ভিত্তিক উন্নত বাংলাদেশ গড়াতে ধানের শীষের পক্ষে থাকার আহবান জানান। এসময় ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন,…
জেলা প্রতিনিধি, নড়াইল: খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ও পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনায় প্রশংসিত হচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র। ভূমি সেবায় দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা, অবৈধ দখল উচ্ছেদ, রিজার্ভ ল্যান্ডের তসদিক বাতিল, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। পাশাপাশি পৌরসভায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ নতুন মাত্রা যোগ করেছে। গত এক বছরে পৌর এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লোহাগড়া থানার সামনে চৌরাস্তা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ৩০০ মিটার রাস্তা নির্মাণ, লোহাগড়া বাজার ফলপট্টি থেকে বাজার…
ঝালকাঠি সদর হাসপাতাল কেন্দ্রীক অ্যাক্টিভ সিটিজেনস গ্রুপ (এসিজি) সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সমন্বয়ক হিসেবে সুমাইয়া আক্তার, সহ-সমন্বয়ক নুসরাত জাহান বৃষ্টি ও সুব্রত সাহা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি সনাক কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন হিমু।এসময় টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানসহ এসিজি সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাটি গ্রামের কৃতি সন্তান মো. মেহেদি হাসান (পিতা মো: ইউনুচ হাওলাদার, মাতা: মাকসুদ বেগম), পড়াশোনার পাশাপাশি মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র ৪ বছরে তিনি বিভিন্ন রোগীর জন্য রক্তের যোগান নিশ্চিত করেছেন মোট ৩৩০০ ব্যাগ ব্লাড। বর্তমানে তিনি অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। তার মানবিক যাত্রার শুরুটা হয়েছিল এক ভিন্ন অভিজ্ঞতা দিয়ে। পা ভেঙে দীর্ঘদিন ঘরে বসে থাকার সময় থেকেই মানুষের জন্য কাজ করার চিন্তা তার মনে জন্ম নেয়। পরে তার বন্ধু সজিবের সাথে পরামর্শ করে তারা দুজনে মিলে এই মহৎ উদ্যোগ শুরু করেন। আজ সেই ছোট্ট উদ্যোগ আরও বিস্তৃত আকার ধারণ করেছে।…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্ব-নির্ভর কর্মসূচীর আওতায় অসহায়,দরিদ্র নারী ও প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় ফকিরবাড়ি রোড প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের মাঠে অসহায়,দরিদ্র নারী ও প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা উপদেষ্টা, মারুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ফয়সাল রহমান ও প্রকল্প পরিচালক আজমির হোসেন তালুকদার। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সহযোগিতায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা অসহায়,দরিদ্র নারী ও প্রতিবন্ধী ১০ টি পরিবারের…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (ইউপি সদস্য) ও যুবলীগ নেতা মোস্তফা কামাল (মোস্ত মেম্বার)কে ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের সকল কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা, পুরো ইউনিয়নে আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষের ওপর নানা সময়ে জুলুম-অত্যাচারের অভিযোগ থাকা এই নেতাকে এখন বিএনপির অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দিতে দেখা গেছে। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ও স্থানীয় মহলে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনুসন্ধানে জানা যায়, বিগত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের পরের দিন একই ইউনিয়নের ফেদি (আলীগঞ্জ) বাজার থেকে নৌকার বিরোধিতা করা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী মোর্তজা এনামকে বেধড়ক…
নিজস্ব প্রতিবেদক ।। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামে পেয়ারা গাছ কাটা কে কেন্দ্র করে দুই দফায় হামলা চালিয়ে একই পরিবারের ৩ জনকে হত্যার চেষ্টা চালিয়েছে সৎ ভাই ও তার পরিবারের লোকজন। তারা জোরপূর্বক ভুক্তভোগীর পেয়ারা গাছটি কেটে ফেলে। তিনি বাড়িতে না থাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কায়দায় হুমকি দেয়। গত সোমবার (১সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩ টায় দেউলী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (নয়া মিয়া)’র ছেলে ও বরিশাল আলিফ টেলিকম এর স্বত্বাধিকারী ইসমাইল হোসেন ও তার মা আলেয়া বেগম এবং ভাতিজা জুয়েল হোসেন। আহতদের মধ্যে ইসমাইল ও তার মা আলেয়াকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য…
ঝালকাঠি সরকারী হরচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে কোমলমতি শিশুদের সাথে শিক্ষকের অশোভনীয় আচরণ এবং প্রতিবন্ধী বলে অকথ্য ভাষায় অভিভাবকসহ গালি দেয়ায় জেলা প্রশাসক ও প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার একজন অভিভাবক বাদী হয়ে চারু-কারু শিক্ষিকা অপর্ণা দাস’র বিরুদ্ধে এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রভাতী শাখার সি গ্রুপের ছাত্রী টাপুর রাণী শীল ও টুপুর রাণী শীল মাস খানেক পূর্বে পরীক্ষার খাতায় পিনআপ না করায় মারধর করে গালি দেয়। পরীক্ষার পরেও এদেরকে একাধিকবার অশালীন ও মানহানিকর মন্তব্য করে মানসিক হেনস্থা করেছে চারু-কারু শিক্ষিকা অপর্ণা দাস। তখন বাসায় এসে কান্না করে আমাদের…
ঝালকাঠি সরকারি কলেজ শাখার ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে।হাদিসুর রহমানকে সভাপতি ও আরিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। বুধবার (২৬ আগস্ট ) জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নেছার উদ্দিন এবং সহ সভাপতি হিসেবে, মেহেদী হাসান,নিলয় রাকিব,সোহাগ হাওলাদার, মেহেেবুবআমিমুল ইসলাম স্বজন,রুহুল আমীন, মেহেদী হাসান,রিফাত হাওলাদার, শাকিল খান,মেহেদী হাসান মুহিত,গোলাম মাহাথির তালুকদার রুবায়েত। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শেখ আল নাহিয়ান, তানজিল খান, সুজন হাওলাদার, রাফি ইসলাম, মাহবুব ইসলাম সাকিব,অন্তরা আক্তার,রাতুল…
