সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নে এবং দুর্নীতি প্রতিরোধে নাগরিকদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন টিআইবি, ঝালকাঠির সনাক-এসিজি-ইয়েস গ্রুপের শতাধিক সদস্য।
সোমবার (১৫ ডিসেম্বর) ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় তাঁরা এ অঙ্গীকার ব্যক্ত করেন।
সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সহসভাপতি রাবেয়া বেগম। সভায় টিআইবি’র সার্বিক কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং দুর্নীতিবিরোধী আন্দোলনকে বেগবান করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মো. ফিরোজ উদ্দীন।
সভায় সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের সদস্যরা দুর্নীতিবিরোধী আন্দোলন বেগবান করার বিভিন্ন কৌশল ও দক্ষতা অর্জন করেন। সনাক পর্যায়ের পরিকল্পনা ও অর্জন বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিআইবি ঝালকাঠির এরিয়া কোঅর্ডিনেটর-সিই মিজানুর রহমান। দুর্নীতিবিরোধী আন্দোলনে স্থানীয় পর্যায়ে চ্যালেঞ্জ/বাঁধা এবং তা উত্তরণের উপায় সর্ম্পকিত সুপারিশ দলভিত্তিক কাজের মাধ্যমে তুলে ধরা হয়। সনাক, ইয়েস ও এসিজি সদস্যদেরকে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ ভিত্তিক গ্রুপ গঠন, পোস্টার পেপারে দলীয় কাজ এবং দলীয় উপস্থাপণার মাধ্যমে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন সদস্যরা। পাশাপাশি তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। শেষে র্যাফেল ড্র এর মাধ্যমে লাকি কুপন বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। সনাক সভাপতি সত্যবান সেন গুপ্তের বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপনী হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য কবিতা হাওলদার ও ইয়েস দলনেতা মো. শাহরিয়া পাপন।


