ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তিন দিনের রাষ্ট্রীয় শোক দিবস উপেক্ষা করে আনন্দ ভ্রমণে বের হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৩৫ জন একটি বাস রিজার্ভ করে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক অনুযায়ী শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত শোক পালনের সময় নির্ধারিত ছিল। এ সময়ে সকল সরকারি দপ্তরে শোকের প্রতি সম্মান প্রদর্শন ও বিনোদনমূলক কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালেই রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে একটি বাসে করে কর্মকর্তা ও কর্মচারীরা আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করে। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় শোক চলাকালীন এমন সফরের অনুমতি কে দিয়েছেন এবং এটি সরকারি আচরণবিধির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।
ঘটনাটি যারা শুনেছেন তারা অনেকেই মন্তব্য করে বলেছেন, রাষ্ট্রীয় শোক দিবসে এ ধরনের আনন্দ ভ্রমণ শোকের মর্যাদা ক্ষুণ্ন করে এবং সরকারি দায়িত্ব পালনে চরম উদাসীনতার পরিচয় দেয়। তারা দ্রুত ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইএলও) আব্দুল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বরিশালের বাইরে অবস্থান করছেন, তবে আনন্দ ভ্রমণে যায়নি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীরোদ বরণ জয়ধর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রীয় শোক আমরা যথাযথ ভাবে পালন করতেছি রাজাপুর থেকে তারা আমাকে অফিসিয়ালি ভাবে জানায়নি। তারা ব্যক্তিগত উদ্দোগে হয়তো গিয়েছে।


