মৌলভীবাজার শহরতলীর শ্যামলী এলাকা নামক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচটি ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। গতকাল রোববার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দল সহ এলাকাবাসী। স্থানীয় পৌর কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথি পাল এর বরাত দিয়ে জানা গেছে, রোববার রাত পৌনে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় এলাকাবাসী বালি, বস্তা, পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সাথে সাথে পৌর মেয়র ফজলুর রহমান এবং ফায়ার সার্ভিসের ফাইটাররাও চলে আসেন। রাত ৯টার দিকে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসে। পাশে জলাধার থাকায় সহজে পানি পাওয়া গেছে। পানি সঙ্কটে পড়তে…
Author: The Mail BD
সোমবার (২৪ এপ্রিল) দুপুরের পর থেকে মো. আবদুল হামিদ আর বাংলাদেশের রাষ্ট্রপতি থাকছেন না। বঙ্গভবনে শেষ দিন পার করছেন টানা দুই মেয়াদের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার নতুন রাষ্ট্রপতির কাছে দায়িত্ব হস্তান্তর করে বঙ্গভবন ছাড়বেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার দুপুরে বঙ্গভবন ছাড়বেন। সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন। তবে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পরদিন সকালে নতুন রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেয়া হবে। মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ…
বজ্রপাতে দেশের চার জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মাঝে সুনামগঞ্জে ছয়জন, মৌলভীবাজারে দু’জন এবং সিলেট ও নেত্রকোনায় একজন করে মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ও দুপুরের এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সুনামগঞ্জ: জেলার তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় হাওরে ধান কাটার সময় আজ সকালে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পশ্চিম দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৮), পশ্চিম বড়কাঁপন গ্রামের আরশ আলী (৫৮), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লভ গ্রামের আব্দুস সামাদ (২৫); দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের তারা মিয়া (৩০), ফতেপুর গ্রামের মিলন মিয়া (১৪) এবং তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ…
নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করে সদর ইউনিয়নের ২০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল ও ২ হাজার নগদ টাকা। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন,সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ অনেকেই।
নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর (শিলট্যাব) তিস্তা ব্যারেজ এলাকায় নদীতে নৌকা ডুবিতে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ৬৫ বছর বয়সী কুরফান আলী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি নদী ভাঙনের পরে ডিমলা উপজেলার বাইশপুকুর(শিলট্যাব) এলাকায় বসবাস করছেন। স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে কুরফান আলী গোড্ডিমারী চর থেকে ছেলে মেয়ে ও নাতী-নাতনীদের নৌকাতে করে নিজের বাড়ির উদ্যোশে খেয়া পাড়ি দেয়। ডিঙি নৌকাতে অতিরিক্ত লোকজন উঠায় দমকা বাতাস আসার কারণে নৌকাটি পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজনে সহায়তায় বাকী ১১ জনকে উদ্ধার করা হলেও কুরবান আলীকে উদ্ধার করা…
মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টির মধ্যে মাঠে চরানো গরু আনতে গিয়ে বজ্রপাতে সম্য শব্দকর (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা গরুটিও মারা যায়।রবিবার(২৩ এপ্রিল)সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সে একই এলাকার মৃত গিরেন্ড শব্দকরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জাহিদ মিয়া বলেন, রবিবার সকাল ১০ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠ থেকে নিজের গরু আনতে যায় সম্য শব্দকর। এ সময় গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সম্য শব্দকর আহত ও তার গবাদি পশু মারা যায় । স্থানীয়রা সম্য শব্দকরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে…
বিগত দুটি বছর মহামারি করোনার ভয়াল থাবা জনজীবন থুবড়ে পড়েছিল। মহামারি কাটিয়ে প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ একটি উৎসব পবিত্র ঈদুল ফিতর। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর এর ঈদের নামাজে মুসল্লিদের উপচে পড়া ভীড়। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৫টা থেকে শহর এবং শহরতলীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবিগঞ্জ রোডস্থ ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে উপস্থিত হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠ পূর্ণ হয়ে প্রধান সড়কে মুসল্লিদের দীর্ঘ সারি দেখা…
একটানা তাপপ্রবাহের পর মৌলভীবাজার জেলাজুড়ে বৃষ্টি হওয়ায় মানুষের মাঝে স্বস্তি যেমন তেমনি বাঁধ ভাঙা খুশি ফিরে এসেছে। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে জেলাজুড়ে ভারি বৃষ্টিপাত শুরু হয়। এর আগের দিন বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলাজুড়ে ঝড় শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে এতে আবহাওয়া ঠাণ্ডা হতে শুরু করে। তাপমাত্রাও কমে আসে ক্রমাগত। গত কয়েকদিন ধরে জেলাজুড়ে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ওঠা-নামা করেছে বলে জানান শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান। এদিকে তাপপ্রবাহের দিনগুলোতে বাতাসে আর্দ্রতা কম থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছিল। অপরদিকে প্রচণ্ড তাপপ্রবাহে মৌলভীবাজারের ৯৩টি চা বাগানের মধ্যে কিছু চা বাগানে কিছু কিছু গাছের পাতা…
মৌলভীবাজারের পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) শাহ্ মোস্তফা রোড সংলগ্ন দৃষ্টিনন্দন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহ ময়দানে প্রায় ৩০ হাজার মুসল্লিদের উপস্থিতিতে নামাজ আদায় করেছেন। জামাতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল হক,পৌর মেয়র ফয়জুর রহমান প্রমুখ। এ ছাড়া জেলার ৭টি উপজেলায় শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুফতি সৈয়দ মুহিত উদ্দীন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা…
পবিত্র সিহাম সাধনার একমাস পেরিয়ে শুক্রবার (২১ এপ্রিল) সকাল সোয়া ৭টায় মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল রোডস্থ ‘আহমেদ শাবিস্তা’ নামক বাসায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, আলহাজ্ব মাওলানা আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)। নামাজে মৌলভীবাজার, রাজনগর, শ্রীমঙ্গল, ঢাকা, নবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ মুসল্লীরা অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও উন্নতির জন্য দোয়া করা হয়। মৌলভীবাজারে এই স্থানে চলতি বছর সহ এখানে ১৮তম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানান।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাবাসীকে মাহে রমজানের সমাপ্তি শেষে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। বৃহস্পতিবার (২০এপ্রিল) রাতে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ একমাস ব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। পবিত্র রমজান মাসে আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি- তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে প্রত্যেকটি মানুষের মাঝে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে পবিত্র-ঈদুল ফিতরের আনন্দঘন মুহুর্ত। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের…
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা(ঈদ মোবারক) জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক চেয়ারম্যান জনাব মোঃ এ্যাডভোকেট আরিফুল ইসলাম । বিশিষ্ট সমাজসেবক চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম বলেন,ইউনিয়নবাসীসহ সকল মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।আমি বিশ্ব মুসলমানদের অব্যাহত সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। রমজানের আত্মাশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে। ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান ক্রান্তি- লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে।তাই ঈদুল…
পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এস আর ইংলিশ মেথড এর পরিচালক ও বান্দরবান সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক জনাব, সাইফুল ইসলাম রাজ। সাইফুল ইসলাম রাজ বলেন, তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের মাঝে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের মাঝে নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। তিনি সকল ভেদাভেদ ভুলে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব ও মহত্ত্ব থেকে শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত…
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শাহবন্দর যুব সংস্থা (শাযুস) এর পক্ষ থেকে পবিত্র মাহে সিয়াম সাধনার মাস উপলক্ষে সৌহার্দ বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অদ্য বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে, শাযুস সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে ও আতাউর করিম ইকতিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, বিশেষ অতিথি হয়ে থাকেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ওসি) আশরাফুল ইসলাম, শাযুস পৃষ্ঠপোষক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, সদস্য এস আর মসুদ,আলাউদ্দিন আলা, সাইদুজ্জামান জয়নাল, রুহেল আহমদ,…
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের চকদার বাড়িতে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন। এছাড়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মোঃ সিরাজুল ইসলাম এবং জেলা বিএনপির সদস্য এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বিশেষ অতিথি হিসেবে…
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দাতীয়াপারা গ্রামের কৃতিসন্তান রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের প্রচেষ্টায় কাতার চ্যারিটির অর্থায়নে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ১৫০০ শত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ লিটার সয়াবিন তেল,২ কেজি চিনি,৩ প্যাকেট সেমাই,১ প্যাকেট দুধ,১ কেজি লবন,২ কেজি পোলাও চাউল। এসময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা (দ:)ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুূদ,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মো: সফিকুল ইসলাম,সহকারী শিক্ষক আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, মো: ফজলুল হক,সুহেল মিয়া প্রমুখ।
গত ১৪ এপ্রিল পিঠা উৎসবে স্থানীয়দের সাথে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ সংস্কার) এর কর্মীদের সাথে হামলার শিকার হওয়ায় সংগঠনটির পক্ষে মামলা দায়ের করা হয়েছে ৪৯ জনের বিরুদ্ধে। এই ব্যাপারে বান্দরবান সদর থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মামলা দায়ের করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। মামলার আসামী হলেন যারা : চিংশৈ মারমা, উথাইচিং মারমা, থুইমে মারমা, উ ওয়াই মং মার্মা,আকাংশে মারমা, লাখি তংচঙ্গ্যা, উখিং সাই মারমা, পু পাই মারমা, রকি মারমা, সাই মং মারমা, সুজন মারমা, মা খ্যায়াং প্রু মার্মাসহ অজ্ঞাত আরো ৩০জন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল রাতে জেলা শহরের ৫নং ওয়ার্ডের উজানী পাড়া এলাকায় পিঠা উৎসবে অংশ গ্রহন…
নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে শিয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছে। পুরো এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে রামডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রামডাঙ্গা গ্রামের স্থানীয় কৃষকরা বুড়িতিস্তা নদীর ধারে মরিচ ক্ষেতে মরিচ তুলতে গেলে পার্শ্ববর্তি ভুট্টা ক্ষেত হইতে শিয়ালের একটি দল কৃষকদের উপর অর্তকিত আক্রমন করে। এসময় ১৪/১৫ জন কৃষক শিয়ালের কামড়ে আহত হন। পরবর্তিতে কৃষকরা লাঠি সোটা নিয়ে শিয়ালের দলের উপর তাড়া করলে শিয়ালের দলটি ভুট্টা ক্ষেতে পালিয়ে যায় । এসময় গ্রামবাসী একটি শিয়ালকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। আহতেদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এসময় ডিমলা থানার…
যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১ শত ২২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ সজিব(২৪),মোঃ জাহাঙ্গীর আলম (২৩) ও মোঃ জাকির হাসান তুষার (৩২)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সজিব যশোর জেলার চৌগাছা থানার পোষ্ট অফিস পাড়ার সাইফুল ইসলামের, জাহাঙ্গীর ঝিকরগাছা থানার জামালপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ও জাকির চৌগাছা থানার কাবিলপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল নয়টায় যশোর কোতোয়ালি মডেল থানার রাজারহাট এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করে। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই মোঃ আমিরুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর…
মৌলভীবাজার জেলা অটো টেম্পু,মিশুক,সিএনজি, শ্রমিক ইউনিয়ন রেজিঃনং ২৩৫৯ এর অন্তর্ভূক্ত কমলগঞ্জ থানা শাখার আওতাধীন ভানুগাছ চৌমুহনী সিএনজি(অটোরিকশা)চালক গ্রুপ কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২০ এপ্রিল) দুপুরে ভানুগাছ চৌমুহনী সিএনজি(অটোরিকশা)চালক গ্রুপ কমিটির কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চালকদের মাঝে নগদ অর্থ তুলে দেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। ভানুগাছ চৌমুহনী সিএনজি(অটোরিকশা)চালক গ্রুপ কমিটির সভাপতি বেলাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.সেলিম আহমেদ এর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ কমিটির সহ-সভাপতি মো.আব্দুর রশিদ,সাবেক সম্পাদক মো. শওকত আলী,যুগ্ম-সম্পাদক আছিম আলী,সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া,অর্থ সম্পাদক মো. হারুন মিয়া প্রমূখ। এসময় তিনশত…